কলকাতা, 21 ডিসেম্বর: আগামি পাঁচ দিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে । বড়দিনের আগেই শীতের কামড় কিছুটা হলেও কমেছে । হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এই প্রবণতা বজায় থাকবে আপাতত। প্রথম দু’দিনের পর থেকেই সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বাড়lতে পারে। ফলে সপ্তাহান্তে শীতের আমেজ অনেকটাই কম মনে হবে । এই বছর 25 ডিসেম্বর বড়দিনে শীতের পরশ থাকবে না বললেই চলে। এমনটাই জানানো হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে ৷
ইতিমধ্যেই হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে ৷ পশ্চিমীঝঞ্ঝা আর নিম্নচাপ এই দুয়ের জেরে বাংলার শীত আপাতত গত কযেরকদিনের চেনা ছন্দে ধরা দেবে না। তাপমাত্রা বেশ খানিকটা বাড়বে। ফলে টানা 15দিন কিংবা একমাস জুড়ে ঠান্ডার দপট খুব একটা থাকবে না । গত কয়েকদিন ধরেই ঠান্ডার দাপট একটু একটু করে কমেছে ৷ শুক্রবারের পর থেকে পারদের গতি সম্ভবত ঊর্ধ্বগামী হবে । বড়দিনের সময় কলকাতা এবং তার আশপাশের এলাকার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ৷ ঠান্ডা থাকলেও তার তীব্রতা কিছুটা কম হবে । একইভাবে বছরের শেষ দিনেও ঠান্ডার দাপট কম থাকতে পারে । যদিও এই ব্যাপারে হাওয়া অফিস এখনই কোনও পূর্বাভাস দিতে নারাজ।
দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আবহাওয়া একই রকম থাকবে। আগামী পাঁচদিন খুব একটা পরিবর্তন হবে না আবাহওয়ার । সেখানেও রাতের তাপমাত্রায় বিশেষ পরিবর্তন নেই। দু’দিন পর থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি বৃদ্ধির সম্ভাবনা আছে । বুধবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে সামান্য কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 91 শতাংশ। আজ বৃহস্পতিবার দিনের আকাশ রৌদ্রজ্বল থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।
আরও পড়ুন: