কলকাতা, 15 সেপ্টেম্বর: বৃষ্টিতে ভিজবে বিশ্বকর্মা পুজো । যাঁদের ঘুড়ির নেশা তাঁদের সেই বাসনা শনি-রবিবারই পূরণ করতে হবে। আলিপুর আবহাওয়া দফতরের এই পূর্বাভাস ঘুড়ি প্রেমীদের জন্য অবশ্যই অশনী সংকেত । ভরা ভাদ্রেও বৃষ্টির গ্রাফ একবার উঠছে, আরেকবার নামছে। আপাতত উপরের দিকে আছে। মাঝে দু’দিন বৃষ্টির পরিমাণ একটু কম হলেও নতুন সপ্তাহের অর্ধেকটা জুড়ে বৃষ্টি মারকুটে ইনিংস খেলবে । এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্দাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় ৷
এই প্রসঙ্গেই তিনি বলেন, "ওড়িশা এবং পশ্চিমবঙ্গে উপকুলের কাছাকাছি একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করেছে । যদিও এই নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব আমাদের রাজ্য পড়ার সম্ভাবনা কম। ওড়িশায় বেশি বৃষ্টি হবে। আজ দক্ষিণবঙ্গে সব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত সম্ভাবনা আছে । টানা বৃষ্টি না হলেও দফায় দফায় বৃষ্টি হবে ৷"
আগামিকাল এবং পরশু অর্থাৎ 16 এবং 17 সেপ্টেম্বর থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে দক্ষিণবঙ্গে। এরপর নতুন সপ্তাহের প্রথম তিনদিন অর্থাৎ 18, 19 এবং 20 এই তিনদিন বৃষ্টি হবে। তার মানে হাওয়া বদল না হলে বিশ্বকর্মা পুজোর দিন বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরবঙ্গের ক্ষেত্রে ছবিটা আলাদা। উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গেই সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, এই মুহূর্তে তেমন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই ৷ 18 তারিখ দিয়ে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ।
আগামী 24 ঘণ্টা দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই। কিন্তু 24 ঘণ্টা পর থেকে অর্থাৎ আগামিকাল থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। তবে 18 তারিখের পর থেকে তাপমাত্রা ফের কমবে। কারণ বৃষ্টিপাতের পরিমাণ বাড়লেও আকাশ মেঘলা থাকবে । মৎস্যজীবীদেরও সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর,পশ্চিম মেদনীপুর, ঝাড়গ্রাম অর্থাৎ উপকূলবর্তা অঞ্চলে দুই এক জায়গায় ভারী বৃ্ষ্টির সম্ভাবনা রয়েছে ৷
আরও পড়ুন: প্রিয়জনের প্রতি মনোযোগ কুম্ভের, বাকিদের কেমন কাটবে জানুন রাশিফলে
বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 26.6 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 96 শতাংশ । গত 24 ঘণ্টায় 18.4 মিলিমিটার বৃষ্টি হয়েছে । আজ শুক্রবার দিনের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।