কলকাতা, 7 ডিসেম্বর: শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম । এর ফলে আজ বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে । সঙ্গে হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে । পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর, মালদা, বীরভূমে সামান্য বৃষ্টি হতে পারে । তবে আগামিকাল 8 ডিসেম্বর থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে ৷ পাশপাশি উত্তুরে হাওয়া ঢুকতে শুরু করায় তাপমাত্রা কমতে শুরু করবে । রবিবারের পর থেকেই কমবে তাপমাত্রা ৷ জানালো আলিপুর আবহাওয়া অফিস ৷
বঙ্গে এই সময় সাধারনত উত্তুরে হওয়া প্রবেশের সময়। তবে বৃষ্টি যে হয় না তা নয়। যে বৃষ্টিটা হয় সেটা পশ্চিমী ঝঞ্ঝার কারণে। গত তিন দিন ধরে রোদ ঝলমলে আকাশে মেঘের সঞ্চার এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে ঘুর্নিঝড় মিগজাউমের পরোক্ষ প্রভাবে । তবে আগামিকালের পর থেকে মেঘলা আকাশ সরে গিয়ে ঝলমলে দিন হবে এবং ঠান্ডা উত্তরে বাতাস ঢুকবে । ফলে পারদ পতন শুরু হবে। আলিপুর আবহাওয়া দফতরের এই পূর্বাভাস শীত বিলাসীদের মুখে হাসি ফোটাবে ।
ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রির ঘরে ঢুকে পড়েছে । ফলে স্বাভাবিক তাপমাত্রায় পৌঁছতে কয়েকটা দিন সময় লাগবে । রবিবার 10 ডিসেম্বর থেকে কলকাতার তাপমাত্রা 20 ডিগ্রির নিচে নামতে পারে ৷ কিছুদিন তাপমাত্রা এইরকম থাকবে, বড়সড় পরিবর্তন হবে না । এখন সর্বনিম্ন তাপমাত্রা 21-22 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে । দিনের আকাশ মেঘলা থাকলেও রাতের তাপমাত্রা কমবে না । বুধবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 চার ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 6 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 77 শতাংশ । আজ বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলা থাকতে পারে । কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপামাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন: