ETV Bharat / state

হেমন্তে হিমের পরশে হঠাৎ ভাটা, আগামী কয়েকদিন বাড়বে তাপমাত্রা! - temperature will increase

WB Weather Update: কয়েদিন তাপমাত্রা 20 ডিগ্রির ঘরে থাকলেও, ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ ৷ তার জেরেই হালকা গরম অনুভূত হবে ৷ আগামী দু’দিন এই রকমই আবহাওয়া থাকবে ৷ হেমন্তকালে তাপমাত্রা 20 ডিগ্রির ঘরে নেমে যাওয়ার ঘটনা প্রথম বলে মনে করছেন আবহাওয়াবিদরা ৷

WB Weather Update
হেমন্তে হিমের পরশে হঠাৎ ভাটা
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 27, 2023, 7:27 AM IST

কলকাতা, 27 নভেম্বর: হেমন্তে হিমের পরশে হঠাৎ করেই ভাটা। কয়েকদিন আগেও যেখানে ফ্যান না চালালেও চলছিল, হালকা চাদর গায়ে দিলে অস্বস্তি হচ্ছিল না । তাপমাত্রা 20 ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল ৷ হঠাৎ করেই তা উলটে গিয়েছে । নেমে যাওয়া পারদ হঠাৎ ঊর্ধ্বমুখী ৷ শিরশিরানি ঠান্ডা ভাবও বেশ কমেছে । আগামী দু’দিন এই রকমই আবহাওয়া থাকবে ৷ তবে হেমন্তকালে তাপমাত্রা 20 ডিগ্রির ঘরে নেমে যাওয়ার ঘটনা প্রথম বলে মনে করছেন আবহাওয়াবিদরা ৷

নভেম্বরের শেষ সপ্তাহ চলছে । ডিসেম্বর মাস মানেই শীত কাল । হঠাৎ তাপমাত্রা বাড়তে শুরু করেছে ৷ আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, শীত আসার সময় হয়নি এখনও ৷ দিন দুয়েক ধরে নামতে থাকা পারদ ফের চড়তে পারে। যদিও তার স্থায়িত্ব খুব বেশি দিন থাকবে না ৷ হয়ত দু’দিনের জন্যই । সাধারণত বঙ্গে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীত পড়ে না । কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ 15 ডিগ্রির নীচে না নামলে শীত পড়েছে বলা হয় না । তাই বঙ্গে শীতের জন্য অপেক্ষা করতে হবে । পারদের ওঠা নামার মধ্যদিয়েই শীত আগমনের জল্পনা চলবে ।

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পারদ 15-16 ডিগ্রিতে নেমেছে । ঠান্ডার শিরশিরানি আছে । উত্তরবঙ্গেও ছবিটা একই রকম । সেখানে সর্বনিম্ন পারদ নিম্নমুখী । তবে আগামী দু’দিন পারদ চড়বে। সব মিলিয়ে বঙ্গে ঠান্ডার আবহ থমকে রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস সমগ্র বঙ্গের জন্য দিয়েছে তাতে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের কথা বলা হয়নি । আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে ।

রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.4ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 86 শতাংশ । আজ সোমবার দিনের আকাশ রৌদ্রজ্বল। সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷

কলকাতা, 27 নভেম্বর: হেমন্তে হিমের পরশে হঠাৎ করেই ভাটা। কয়েকদিন আগেও যেখানে ফ্যান না চালালেও চলছিল, হালকা চাদর গায়ে দিলে অস্বস্তি হচ্ছিল না । তাপমাত্রা 20 ডিগ্রির ঘরে নেমে গিয়েছিল ৷ হঠাৎ করেই তা উলটে গিয়েছে । নেমে যাওয়া পারদ হঠাৎ ঊর্ধ্বমুখী ৷ শিরশিরানি ঠান্ডা ভাবও বেশ কমেছে । আগামী দু’দিন এই রকমই আবহাওয়া থাকবে ৷ তবে হেমন্তকালে তাপমাত্রা 20 ডিগ্রির ঘরে নেমে যাওয়ার ঘটনা প্রথম বলে মনে করছেন আবহাওয়াবিদরা ৷

নভেম্বরের শেষ সপ্তাহ চলছে । ডিসেম্বর মাস মানেই শীত কাল । হঠাৎ তাপমাত্রা বাড়তে শুরু করেছে ৷ আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, শীত আসার সময় হয়নি এখনও ৷ দিন দুয়েক ধরে নামতে থাকা পারদ ফের চড়তে পারে। যদিও তার স্থায়িত্ব খুব বেশি দিন থাকবে না ৷ হয়ত দু’দিনের জন্যই । সাধারণত বঙ্গে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে শীত পড়ে না । কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রার পারদ 15 ডিগ্রির নীচে না নামলে শীত পড়েছে বলা হয় না । তাই বঙ্গে শীতের জন্য অপেক্ষা করতে হবে । পারদের ওঠা নামার মধ্যদিয়েই শীত আগমনের জল্পনা চলবে ।

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পারদ 15-16 ডিগ্রিতে নেমেছে । ঠান্ডার শিরশিরানি আছে । উত্তরবঙ্গেও ছবিটা একই রকম । সেখানে সর্বনিম্ন পারদ নিম্নমুখী । তবে আগামী দু’দিন পারদ চড়বে। সব মিলিয়ে বঙ্গে ঠান্ডার আবহ থমকে রয়েছে । আলিপুর আবহাওয়া দফতর আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস সমগ্র বঙ্গের জন্য দিয়েছে তাতে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের কথা বলা হয়নি । আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানানো হয়েছে ।

রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.4ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল 86 শতাংশ । আজ সোমবার দিনের আকাশ রৌদ্রজ্বল। সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷

আরও পড়ুন:

গ্রহের বিপরীত অবস্থানের কারণে ক্ষতির সম্মুখীন কারা? জেনে নিন রাশিফলে

চলতি সপ্তাহে আর্থিক উন্নতির সম্ভাবনা কোন রাশির ভাগ্যে ?

আপনি কি শীতে তৈলাক্ত ত্বকের সমস্যায় ভুগছেন ? ব্যবহার করতে পারেন এই ফেসপ্যাক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.