কলকাতা, 24 অগস্ট: বুধবার সকাল থেকেই আকাশের মুখ ছিল ভার। বৃষ্টিও হয়েছে। তবে যতটা গর্জেছিল শেষমেশ ততটা বর্ষাল না। আলিপুর আবহাওয়া দফতর বলছে, আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। ইতিমধ্যেই দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে বৃষ্টি হয়েছে। গত কয়েকদিন ধরে চলা আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম থেকে খানিকটা রেহাই দিয়েছে বৃষ্টি।
মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যেই স্থান পরিবর্তন করে বর্তমানে মিজোরামের উপরে রয়েছে। অক্ষরেখাটি আরও উত্তর-পশ্চিমে সরে উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ অসম পর্যন্ত বিস্তৃত । বিহার ও এই রাজ্যের হিমালয়ের পাদদেশ এবং সিকিম ছুঁয়ে গিয়েছে সেটি । এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করেছে। এরইমধ্যে আজ বৃহস্পতিবার বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া অফিস 23 থেকে 26 অগস্ট অর্থাৎ বুধ থেকে শনিবার পর্যন্ত রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাত হওয়ার কথা বলেছে ।
উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে ৷ বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে । আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও। একটানা উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাবে ভূমিধসের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পংয়ের মতো পার্বত্য এলাকায় এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.1 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে 2.4 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 91 শতাংশ। আজ বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ও 27 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন : কাজের জায়গা সমস্যা মেষ রাশির, বাকিদের ভাগ্যে কী আছে