কলকাতা, 24 মার্চ : উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং সিকিমের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস । রাজ্যের বাকি অংশে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তাই দিন যত গড়াবে, দাবদাহে জ্বলবে বাংলা (IMD predicts no cyclone Asani effect in Bengal) ।
ঘূর্ণিঝড় অশনি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের গা ঘেঁষে বাংলাদেশ-মায়ানমারের পথ ধরেছে । ফলে আংশিক মেঘলা আকাশ দেখে আশায় বুক বাঁধা ছাড়া বঙ্গের স্বস্তির ভাঁড়ার শূন্য । চৈত্রের মাঝামাঝিতে শুষ্ক গরম হাওয়ায় আগুনের হলকা ।
আলিপুর জানিয়েছে, আরও ক'দিন গরম তার গিয়ার বাড়িয়ে তাপমাত্রার পারদকে 37 ডিগ্রি পার করলে অবাক হওয়ার কিছু নেই । এর মধ্যে আজ এবং আগামিকাল বিকেল, সন্ধের দিকে ঝড় হতে পারে, জানিয়েছে হাওয়া অফিস । বুধবার দিনভর রাজনৈতিক উত্তাপের সঙ্গে পাল্লা দিয়েছিল তাপমাত্রার পারদ । বৃহস্পতিবার রাতের সর্বোচ্চ তাপমাত্রা 34.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 2 ডিগ্রি বেড়ে 26 ডিগ্রি ছুঁয়ে ফেলেছে । বৃহস্পতিবার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।