ETV Bharat / state

Weather Forecast : লক্ষ্মীপুজোতে ভাসবে উত্তর ও দক্ষিণবঙ্গ, লাল সতর্কতা আবহাওয়া দফতরের - উত্তর বঙ্গে ভারী বৃষ্টি

এমনিতে দুর্গাপুজোর শেষের দিকে বৃষ্টিতে নাজেহাল হয়েছেন শহরবাসী ৷ এবার লক্ষ্মীপুজোতেও বৃষ্টির পূর্বাভাসের কথা জানিয়েছে আবহাওয়া দফতর ৷ এমনকি লাল সতর্কতা জারি করা হয়েছে 7টি জেলায় ৷ তার মধ্যে রয়েছে কলকাতাও ৷ 21 অক্টোবরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে ।

চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া
চলবে দুর্যোগপূর্ণ আবহাওয়া
author img

By

Published : Oct 19, 2021, 12:18 PM IST

কলকাতা, 19 অক্টোবর : আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ 7 জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া অফিস । ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলাগুলিতে লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর । ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে । আগামী 24 ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ।

আগামিকাল বাঙালির কোজাগরী লক্ষ্মীপুজো । পূর্বাভাস অনুযায়ী বুধবারও দক্ষিণবঙ্গে থাকবে নিম্নচাপের ভ্রুকুটি । এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং লাগোয়া ওড়িশার উপর অবস্থান করছে নিম্নচাপ । এর সঙ্গে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে রাজ্যে । ফলে সব মিলিয়ে 20 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে । উত্তরবঙ্গেও আগামি দু'দিন ভারী বৃষ্টির সম্ভাবনার জেরে জেলাগুলিতে সর্তকতা জারি করেছে আবহাওয়া অফিস ।

মঙ্গলবার দুই 24 পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলিতে তুলনামূলক ভাবে বেশি বৃষ্টিপাত হবে । 20 অক্টোবর থেকে কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে । তবে বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী 21 অক্টোবরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে । আগামি দু'দিন দুই 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও কলকাতায় 40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ।

আরও পড়ুন : Metro on Lakshmi Puja: লক্ষ্মী পুজোর দিন চলবে 214টি মেট্রো

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে মাঝে মধ্যে কয়েক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এর মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং-এ 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে । এছাড়া মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের কথাও জানানো হয়েছে ।

আজ কলকাতায় আকাশ প্রধানত মেঘলা থাকবে । গতকাল থেকে লাগাতার বৃষ্টি চলছে শহর ও শহরতলিতে । বজ্রবিদ্যুৎ-সহ কয়েক দফা ভারী বৃষ্টিপাত হতে পারে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 41.8 মিলিমিটার । লাগাতার বৃষ্টিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কমেছে । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 98 শতাংশ ।

কলকাতা, 19 অক্টোবর : আগামী 24 ঘণ্টায় কলকাতা-সহ 7 জেলায় প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানাল আলিপুর আবহাওয়া অফিস । ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলাগুলিতে লাল সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর । ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে । আগামী 24 ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে ।

আগামিকাল বাঙালির কোজাগরী লক্ষ্মীপুজো । পূর্বাভাস অনুযায়ী বুধবারও দক্ষিণবঙ্গে থাকবে নিম্নচাপের ভ্রুকুটি । এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং লাগোয়া ওড়িশার উপর অবস্থান করছে নিম্নচাপ । এর সঙ্গে দক্ষিণ-পূর্ব দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস ঢুকছে রাজ্যে । ফলে সব মিলিয়ে 20 অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত চলবে । উত্তরবঙ্গেও আগামি দু'দিন ভারী বৃষ্টির সম্ভাবনার জেরে জেলাগুলিতে সর্তকতা জারি করেছে আবহাওয়া অফিস ।

মঙ্গলবার দুই 24 পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া ও হুগলিতে তুলনামূলক ভাবে বেশি বৃষ্টিপাত হবে । 20 অক্টোবর থেকে কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে । তবে বীরভূম, মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে । আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী 21 অক্টোবরের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে । আগামি দু'দিন দুই 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও কলকাতায় 40 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ।

আরও পড়ুন : Metro on Lakshmi Puja: লক্ষ্মী পুজোর দিন চলবে 214টি মেট্রো

উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে মাঝে মধ্যে কয়েক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এর মধ্যে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং-এ 200 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে । এছাড়া মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টিপাতের কথাও জানানো হয়েছে ।

আজ কলকাতায় আকাশ প্রধানত মেঘলা থাকবে । গতকাল থেকে লাগাতার বৃষ্টি চলছে শহর ও শহরতলিতে । বজ্রবিদ্যুৎ-সহ কয়েক দফা ভারী বৃষ্টিপাত হতে পারে । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে 41.8 মিলিমিটার । লাগাতার বৃষ্টিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কমেছে । গত 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 98 শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.