ETV Bharat / state

বঙ্গজুড়ে শীতের ইনিংস ! পুরুলিয়ায় 11 ডিগ্রি থেকে কলকাতায় 14 ডিগ্রি, পাহাড়ে তুষারপাতের পূর্বাভাস - বঙ্গে ঠান্ডা

West Bengal Weather Update: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে জমিয়ে ঠান্ডা পড়েছে পশ্চিমবঙ্গে ৷ অগ্রহায়ণ মাসের শেষে কলকাতায় তাপমাত্রা 15 ডিগ্রিতে নেমেছে ৷ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে 11 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে ৷ পাহাড়ে বৃষ্টি ও তুষারপাত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷

ETV Bharat
বঙ্গে শীত
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 12, 2023, 6:45 AM IST

Updated : Dec 12, 2023, 7:00 AM IST

বঙ্গে শীতের পূর্বাভাস নিয়ে জানালেন হাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 12 ডিসেম্বর: শীত বিলাসীদের জন্য জবর খবর ৷ আগামী সাতদিনে শীতের কামড় বেশ ভালোভাবে মালুম হবে বঙ্গে ৷ বাংলা ক্যালেন্ডার অনুসারে পৌষ ও মাঘ শীতকাল ৷ অঘ্রাণের শেষেই শীত এসেছে বাংলায় ৷ ইনিংসের শুরু থেকেই দাপট দেখাচ্ছে ৷ অগ্রহায়ণ মাস শেষ হতে আরও কয়েকদিন বাকি ৷ এর মধ্যে শীত যেভাবে তার ইনিংস শুরু করেছে, তাতে মনে হচ্ছে পৌষ ও মাঘ মাসে জমিয়ে শীত পড়বে ।

এই মুহূর্তে কোনও সিস্টেম না-থাকায় উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ ঘটছে বঙ্গে ৷ ফলে পারদ নামছে হু হু করে ৷ শুধু সর্বনিম্ন তাপমাত্রা নয়, সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রির আশেপাশে রয়েছে । ফলে শীত বেশ ভালোভাবে মালুম হচ্ছে কলকাতাতেও ৷ ইতিমধ্যে কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রিতে নেমেছে ৷ আগামী সাতদিনে তা আরও কমে 14 ডিগ্রি ছুঁয়ে ফেলার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পারদ 11 ডিগ্রিতে ঘোরাফেরা করছে ৷

এদিকে উত্তরবঙ্গে শীত বেশ দাপট দেখাতে শুরু করেছে ৷ উপরের পাঁচটি জেলায় জমিয়ে ঠান্ডা পড়েছে ৷ এমনকী দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে ৷ আলিপুরে অবস্থিত আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামিকাল বুধবার দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভবনা প্রবল ৷ দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷" বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে ৷ দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকা ছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের দাপুটে স্পেল শুরু হয়েছে ৷ এই মারকাটারি স্পেল আগামী 5-7 দিন থাকতে পারে ৷ 15 ডিগ্রির নীচে নেমে যেতে পারে কলকাতার পারদ ৷ পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রিও ছুঁতে পারে তাপমাত্রা ৷ এই সপ্তাহে আরও 5/7 দিন ধরে শীতের এই স্পেল দেখা যাবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা কয়েকটি জেলাতে এখনই বেশ অনেকটাই নেমে গিয়েছে- পুরুলিয়ায় 11.1 ডিগ্রি, বাঁকুড়ায় 11.6 ডিগ্রি, ঝাড়গ্রাম 11 ডিগ্রি, পশ্চিম বর্ধমানের আসানসোল 12.7 ডিগ্রি, পানাগড় 12.1 ডিগ্রি, শ্রীনিকেতন 11.4 ডিগ্রি ৷

সোমবার কলকাতা ও তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ এবং সর্বনিম্ন 39 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24 ডিগ্রী এবং 14˚ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. আজকের দিনটা সামলানো একটু কঠিন হবে কর্কটরাশির জাতক-জাতিকাদের, আপনার ভাগ্যে কী রয়েছে জানুন
  2. রাজধানী এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার 11 কোটির হাতির দাঁত, গ্রেফতার 2
  3. আইপিএল নিলাম পর্বে 333জন ক্রিকেটার, নজরে রাচিন-স্মিথ-হেডরা

বঙ্গে শীতের পূর্বাভাস নিয়ে জানালেন হাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 12 ডিসেম্বর: শীত বিলাসীদের জন্য জবর খবর ৷ আগামী সাতদিনে শীতের কামড় বেশ ভালোভাবে মালুম হবে বঙ্গে ৷ বাংলা ক্যালেন্ডার অনুসারে পৌষ ও মাঘ শীতকাল ৷ অঘ্রাণের শেষেই শীত এসেছে বাংলায় ৷ ইনিংসের শুরু থেকেই দাপট দেখাচ্ছে ৷ অগ্রহায়ণ মাস শেষ হতে আরও কয়েকদিন বাকি ৷ এর মধ্যে শীত যেভাবে তার ইনিংস শুরু করেছে, তাতে মনে হচ্ছে পৌষ ও মাঘ মাসে জমিয়ে শীত পড়বে ।

এই মুহূর্তে কোনও সিস্টেম না-থাকায় উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশ ঘটছে বঙ্গে ৷ ফলে পারদ নামছে হু হু করে ৷ শুধু সর্বনিম্ন তাপমাত্রা নয়, সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রির আশেপাশে রয়েছে । ফলে শীত বেশ ভালোভাবে মালুম হচ্ছে কলকাতাতেও ৷ ইতিমধ্যে কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রিতে নেমেছে ৷ আগামী সাতদিনে তা আরও কমে 14 ডিগ্রি ছুঁয়ে ফেলার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে পারদ 11 ডিগ্রিতে ঘোরাফেরা করছে ৷

এদিকে উত্তরবঙ্গে শীত বেশ দাপট দেখাতে শুরু করেছে ৷ উপরের পাঁচটি জেলায় জমিয়ে ঠান্ডা পড়েছে ৷ এমনকী দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাসও দেওয়া হয়েছে ৷ আলিপুরে অবস্থিত আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামিকাল বুধবার দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভবনা প্রবল ৷ দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷" বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে ৷ দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকা ছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও হালকা বৃষ্টির সম্ভাবনা আছে ৷

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে শীতের দাপুটে স্পেল শুরু হয়েছে ৷ এই মারকাটারি স্পেল আগামী 5-7 দিন থাকতে পারে ৷ 15 ডিগ্রির নীচে নেমে যেতে পারে কলকাতার পারদ ৷ পশ্চিমের জেলাগুলিতে 10 ডিগ্রিও ছুঁতে পারে তাপমাত্রা ৷ এই সপ্তাহে আরও 5/7 দিন ধরে শীতের এই স্পেল দেখা যাবে ৷ সর্বনিম্ন তাপমাত্রা কয়েকটি জেলাতে এখনই বেশ অনেকটাই নেমে গিয়েছে- পুরুলিয়ায় 11.1 ডিগ্রি, বাঁকুড়ায় 11.6 ডিগ্রি, ঝাড়গ্রাম 11 ডিগ্রি, পশ্চিম বর্ধমানের আসানসোল 12.7 ডিগ্রি, পানাগড় 12.1 ডিগ্রি, শ্রীনিকেতন 11.4 ডিগ্রি ৷

সোমবার কলকাতা ও তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.3 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 95 শতাংশ এবং সর্বনিম্ন 39 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24 ডিগ্রী এবং 14˚ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. আজকের দিনটা সামলানো একটু কঠিন হবে কর্কটরাশির জাতক-জাতিকাদের, আপনার ভাগ্যে কী রয়েছে জানুন
  2. রাজধানী এক্সপ্রেসে অভিযান চালিয়ে উদ্ধার 11 কোটির হাতির দাঁত, গ্রেফতার 2
  3. আইপিএল নিলাম পর্বে 333জন ক্রিকেটার, নজরে রাচিন-স্মিথ-হেডরা
Last Updated : Dec 12, 2023, 7:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.