ETV Bharat / state

West Bengal Weather Update: উত্তরে বানভাসি, দক্ষিণে লেটলতিফ বর্ষা - IMD Kolkata Weather Update

উত্তরবঙ্গে বর্ষা এসেছে ৷ এ নিয়ে খানিক চিন্তায় রয়েছে হাওয়া অফিস ৷ দক্ষিণে কিন্তু পুরো উলটো ছবি ৷ পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি এখনও চলছে ৷ বৃষ্টির পূর্বাভাস এখনই দিতে পারছে না আলিপুর ৷

ETV Bharat
বৃষ্টি
author img

By

Published : Jun 13, 2023, 6:47 AM IST

Updated : Jun 13, 2023, 7:05 AM IST

উত্তরবঙ্গে বর্ষা এবং দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা নিয়ে জানালেন সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 13 জুন: রাজ্যে বর্ষা প্রবেশ করল উত্তরবঙ্গ দিয়ে ৷ আর সঙ্গে সঙ্গেই ঝোড়ো ইনিংস খেলা শুরু করেছে ৷ এর জেরে আগামী পাঁচদিন এই রাজ্যের উত্তর অংশে বানভাসি দশা হতে পারে ৷ পাহাড়ি অঞ্চলে ভূমি ধস এবং কৃষিক্ষেত্রে ক্ষতির শঙ্কা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে ৷ উত্তরবঙ্গে বর্ষা প্রথম দিন থেকে চালিয়ে খেলার ইঙ্গিত দিলেও দক্ষিণবঙ্গের জন্য কোনও সুখবর শোনাতে পারেনি ৷

পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি এখনও রয়েছে ৷ বাকি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টিতে সন্তুষ্ট থাকতে হচ্ছে ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই মুহূর্তে চিন্তা উত্তরবঙ্গের বর্ষা পরিস্থিতি ৷ তিনি বলেন, "উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বর্ষা প্রবেশ করেছে ।

গত 24 ঘণ্টায় উপরের পাঁচটি জেলা-সহ মালদাতে, সব জায়গায় ভারী বৃষ্টি হয়েছে এবং হবে ৷ আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ৷ একটু বেশি বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ৷ ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে দার্জিলিং ও কালিম্পং-এর বেশ কিছু জায়গায় ভূমিধসের সম্ভাবনা থাকছে ৷ ছোট শহরগুলিতে জল জমে যাওয়ারও সম্ভাবনা থাকছে ৷"

আরও পড়ুন: গোঁজ আটকাতে শেষ বেলায় মনোনয়ন ! 17 জুনের বৈঠকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সর্তকতা জারি আছে ৷ উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে ৷ আগামী 24 ঘণ্টায় একটু বেশি বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুরে ৷ দক্ষিণবঙ্গে বর্ষা কবে ? হাওয়া অফিসের কাছে এই মুহূর্তে কোনও খবর নেই ৷

সোমবার রাজ্যের উষ্ণতম জেলা ছিল পুরুলিয়া ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.6 ডিগ্রি সেলসিয়াস ৷ দ্বিতীয়স্থানে ঝাড়গ্রাম 41.5 ডিগ্রি সেলসিয়াস ৷ বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.6 ডিগ্রি সেলসিয়াস ৷ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন থাকবে সিংহ, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে

উত্তরবঙ্গে বর্ষা এবং দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা নিয়ে জানালেন সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 13 জুন: রাজ্যে বর্ষা প্রবেশ করল উত্তরবঙ্গ দিয়ে ৷ আর সঙ্গে সঙ্গেই ঝোড়ো ইনিংস খেলা শুরু করেছে ৷ এর জেরে আগামী পাঁচদিন এই রাজ্যের উত্তর অংশে বানভাসি দশা হতে পারে ৷ পাহাড়ি অঞ্চলে ভূমি ধস এবং কৃষিক্ষেত্রে ক্ষতির শঙ্কা রয়েছে বলে হাওয়া অফিস জানিয়েছে ৷ উত্তরবঙ্গে বর্ষা প্রথম দিন থেকে চালিয়ে খেলার ইঙ্গিত দিলেও দক্ষিণবঙ্গের জন্য কোনও সুখবর শোনাতে পারেনি ৷

পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি এখনও রয়েছে ৷ বাকি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টিতে সন্তুষ্ট থাকতে হচ্ছে ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এই মুহূর্তে চিন্তা উত্তরবঙ্গের বর্ষা পরিস্থিতি ৷ তিনি বলেন, "উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বর্ষা প্রবেশ করেছে ।

গত 24 ঘণ্টায় উপরের পাঁচটি জেলা-সহ মালদাতে, সব জায়গায় ভারী বৃষ্টি হয়েছে এবং হবে ৷ আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের পাঁচটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ৷ একটু বেশি বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ৷ ভারী থেকে অতি ভারী বৃষ্টির ফলে দার্জিলিং ও কালিম্পং-এর বেশ কিছু জায়গায় ভূমিধসের সম্ভাবনা থাকছে ৷ ছোট শহরগুলিতে জল জমে যাওয়ারও সম্ভাবনা থাকছে ৷"

আরও পড়ুন: গোঁজ আটকাতে শেষ বেলায় মনোনয়ন ! 17 জুনের বৈঠকে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সর্তকতা জারি আছে ৷ উপকূলবর্তী ও সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে ৷ আগামী 24 ঘণ্টায় একটু বেশি বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে বীরভূম, ঝাড়গ্রাম, মেদিনীপুরে ৷ দক্ষিণবঙ্গে বর্ষা কবে ? হাওয়া অফিসের কাছে এই মুহূর্তে কোনও খবর নেই ৷

সোমবার রাজ্যের উষ্ণতম জেলা ছিল পুরুলিয়া ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.6 ডিগ্রি সেলসিয়াস ৷ দ্বিতীয়স্থানে ঝাড়গ্রাম 41.5 ডিগ্রি সেলসিয়াস ৷ বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.6 ডিগ্রি সেলসিয়াস ৷ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 86 শতাংশ ৷ আজ মঙ্গলবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: আর্থিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন থাকবে সিংহ, বাকিদের ভাগ্যে কী আছে জানুন রাশিফলে

Last Updated : Jun 13, 2023, 7:05 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.