ETV Bharat / state

West Bengal Weather Update: 'হাওয়া গরম', সরস্বতী পুজোয় শীতের ছুটি - IMD Kolkata Weather Update

শীতের পালা শেষ ৷ আজ সাধারণতন্ত্র দিবস ৷ আজ বাঙালির ভ্যালেন্টাইনস ডেও বটে ৷ এদিকে পারদ ঊর্ধ্বমুখী ৷ ঠান্ডার আমেজ থাকবে না বলে জানিয়েছে হাওয়া অফিস (West Bengal Weather) ৷

Winter
শীত
author img

By

Published : Jan 26, 2023, 6:45 AM IST

কলকাতা, 26 জানুয়ারি: বাগদেবীর আরাধনার আয়োজনে শীত ছুটি নিয়েছে । এমন পরিস্থিতি কবে শেষ দেখা গিয়েছে মনে করা যাচ্ছে না ৷ বসন্ত পঞ্চমীতে সাধারণতন্ত্র দিবসের উদযাপন ৷ মাঘ পঞ্চমীতে হালকা শীতে সরস্বতী পুজোর আয়োজন শুধু বিদ্যা দেবীর আরাধনা নয়, সঙ্গে প্রিয় মানুষের হাত ধরার প্রথম ডাক ৷ তাই বিদ্যা এবং ভালোবাসার একসঙ্গে হাঁটার দিনে ঝঞ্ঝার কাঁটা সব আয়োজনে জল ঢালতে উপস্থিত (West Bengal Winter Weather) ৷

ভোরের কুয়াশা দিন গড়ালে উধাও হচ্ছে এমন নয় ৷ একটা ধোঁয়াশা মাখা আবহ রয়ে যাচ্ছে ৷ হাওয়া অফিস বলছে পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbance) কাঁটায় যাবতীয় বিপত্তি ৷ শুক্রবার থেকে ফের আরও একটি ঝঞ্ঝা উপস্থিত হতে চলেছে ৷ জোড়া ধাক্কায় শীতের প্রত্যাবর্তনে ইতি পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে ৷ কারণ জোরালো উত্তুরে হাওয়া প্রবেশের কোনও ইঙ্গিত নেই ৷ রবিবার থেকেই পারদ চড়ছে ৷

গত চব্বিশ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে ৷ বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 92 শতাংশ ও 50 শতাংশ ৷ শুধু কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চল নয়, জেলাতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী ৷

আরও পড়ুন: তেরঙা নাকি বাসন্তী কে মন কাড়বে আজ ? বাঙালির ভ্যালেন্টাইন্স ডে-তে জানুন কী বলছে ভাগ্য

আলিপুর হাওয়া (India Meteorological Department, Regional Meteorological Centre Kolkata) অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন আবহাওয়ায় তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত নেই ৷ অর্থাৎ পারদের ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে ৷ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত নেই ৷ তবে কুয়াশার দাপট অব্যাহত থাকবে ৷ শীতের আমেজ কমছে এবং তা কমতে থাকবে ৷ বৃহস্পতিবার ভোরের দিকে কুয়াশা থাকলেও মোটের উপর রৌদ্রজ্জ্বল দিন ৷ আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 19 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

কলকাতা, 26 জানুয়ারি: বাগদেবীর আরাধনার আয়োজনে শীত ছুটি নিয়েছে । এমন পরিস্থিতি কবে শেষ দেখা গিয়েছে মনে করা যাচ্ছে না ৷ বসন্ত পঞ্চমীতে সাধারণতন্ত্র দিবসের উদযাপন ৷ মাঘ পঞ্চমীতে হালকা শীতে সরস্বতী পুজোর আয়োজন শুধু বিদ্যা দেবীর আরাধনা নয়, সঙ্গে প্রিয় মানুষের হাত ধরার প্রথম ডাক ৷ তাই বিদ্যা এবং ভালোবাসার একসঙ্গে হাঁটার দিনে ঝঞ্ঝার কাঁটা সব আয়োজনে জল ঢালতে উপস্থিত (West Bengal Winter Weather) ৷

ভোরের কুয়াশা দিন গড়ালে উধাও হচ্ছে এমন নয় ৷ একটা ধোঁয়াশা মাখা আবহ রয়ে যাচ্ছে ৷ হাওয়া অফিস বলছে পশ্চিমী ঝঞ্ঝার (Western Disturbance) কাঁটায় যাবতীয় বিপত্তি ৷ শুক্রবার থেকে ফের আরও একটি ঝঞ্ঝা উপস্থিত হতে চলেছে ৷ জোড়া ধাক্কায় শীতের প্রত্যাবর্তনে ইতি পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে ৷ কারণ জোরালো উত্তুরে হাওয়া প্রবেশের কোনও ইঙ্গিত নেই ৷ রবিবার থেকেই পারদ চড়ছে ৷

গত চব্বিশ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বৃদ্ধি পেয়েছে ৷ বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.5 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 92 শতাংশ ও 50 শতাংশ ৷ শুধু কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চল নয়, জেলাতেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী ৷

আরও পড়ুন: তেরঙা নাকি বাসন্তী কে মন কাড়বে আজ ? বাঙালির ভ্যালেন্টাইন্স ডে-তে জানুন কী বলছে ভাগ্য

আলিপুর হাওয়া (India Meteorological Department, Regional Meteorological Centre Kolkata) অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন আবহাওয়ায় তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত নেই ৷ অর্থাৎ পারদের ঊর্ধ্বগতি অব্যাহত থাকবে ৷ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আবহাওয়া পরিবর্তনের ইঙ্গিত নেই ৷ তবে কুয়াশার দাপট অব্যাহত থাকবে ৷ শীতের আমেজ কমছে এবং তা কমতে থাকবে ৷ বৃহস্পতিবার ভোরের দিকে কুয়াশা থাকলেও মোটের উপর রৌদ্রজ্জ্বল দিন ৷ আজ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 29 ডিগ্রি এবং 19 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.