ETV Bharat / state

West Bengal Weather Update: আজও বৃষ্টি ! আবহাওয়াকে দশগোল দিয়েই মহানগরে জনসমুদ্র - Durga Puja Rain

আজ মহাসপ্তমী ৷ এবার আবারও বৃষ্টি ভেজা পুজো ৷ তাও ভিড় জমছে প্যান্ডেলে ৷ আজ রবিবাসরীয় সপ্তমীতেও বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস (Rain in Mahasaptami) ৷

West Bengal Durga Puja Weather
ETV Bharat
author img

By

Published : Oct 2, 2022, 6:59 AM IST

Updated : Oct 2, 2022, 6:15 PM IST

কলকাতা, 2 অক্টোবর: বিক্ষিপ্তভাবে কখনও ভারী আবার কখনও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে তাল কাটছে প্যান্ডাল হপারদের । তবুও তাঁদের থামিয়ে রাখা যাচ্ছে না । ষষ্ঠীর সন্ধ্যায় খানিক বৃষ্টির দাপট শেষ হতেই উপচে পড়া ভিড় মণ্ডপে মণ্ডপে । সপ্তমীতে সেই উন্মাদনা আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না । তবে আজও প্রতিমা দর্শনে কাঁটা ছড়াবে বৃষ্টি । হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টি বাধা হতে পারে । ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে (IMD Kolkata Weather Update) ।

আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "আগামী 24 ঘণ্টা পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । এর ফলে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রচুর পরিমাণে প্রবেশ করায় বৃষ্টির সম্ভাবনা বেড়েছে । বিশেষত দক্ষিণবঙ্গে এর প্রভাব বাড়বে । বিশেষ করে আজ থেকে বুধবার পর্যন্ত এর দাপট বেশি থাকবে । উপকূলের কাছাকাছি জেলাগুলি- দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিমের দু-একটা জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় । অন্য জায়গাতেও বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই রবিবার থেকে বুধবার এই 4 দিন মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।"

আজ মহাসপ্তমী, পুজোর বাকি দিনগুলোয় বৃষ্টি হবে ? জানালেন সৌরিশ বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: 5 কোটি 55 লাখ 55 হাজার 555 টাকার দেবী ! দেখেছেন কখনও

তুলনামূলকভাবে বৃষ্টি বেশি হবে উপকূলীয় জেলাগুলোতে । পশ্চিমের জেলাগুলোতে দুই-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে । 2-5 অক্টোবর কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি বাড়বে । মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনাও থাকছে । প্রধানত এই দিনগুলোতে আকাশ মেঘলাই থাকবে ।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন অর্থাৎ আজ ও আগামিকাল বৃষ্টির সম্ভাবনা খুবই কম । তবে 3 অক্টোবর সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জন্য । 4 অক্টোবর মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেওর পাহাড়ি এলাকাগুলোতেও বৃষ্টি বাড়বে । ভারী বৃষ্টির হলেও তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না ।

শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ । রবিবার সপ্তমীতে দিনের আকাশ মেঘলাই থাকবে । বৃষ্টির সম্ভাবনা আছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

আরও পড়ুন: আজ মহাসপ্তমী, এই শারদোৎসবে মনের মানুষ খুঁজে পাবেন কোন রাশির জাতক-জাতিকারা

কলকাতা, 2 অক্টোবর: বিক্ষিপ্তভাবে কখনও ভারী আবার কখনও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে তাল কাটছে প্যান্ডাল হপারদের । তবুও তাঁদের থামিয়ে রাখা যাচ্ছে না । ষষ্ঠীর সন্ধ্যায় খানিক বৃষ্টির দাপট শেষ হতেই উপচে পড়া ভিড় মণ্ডপে মণ্ডপে । সপ্তমীতে সেই উন্মাদনা আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না । তবে আজও প্রতিমা দর্শনে কাঁটা ছড়াবে বৃষ্টি । হাওয়া অফিসের পূর্বাভাস, বৃষ্টি বাধা হতে পারে । ইতিমধ্যে হলুদ সতর্কতা জারি করা হয়েছে (IMD Kolkata Weather Update) ।

আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "আগামী 24 ঘণ্টা পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে কাছে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । এর ফলে বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রচুর পরিমাণে প্রবেশ করায় বৃষ্টির সম্ভাবনা বেড়েছে । বিশেষত দক্ষিণবঙ্গে এর প্রভাব বাড়বে । বিশেষ করে আজ থেকে বুধবার পর্যন্ত এর দাপট বেশি থাকবে । উপকূলের কাছাকাছি জেলাগুলি- দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিমের দু-একটা জেলা যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় । অন্য জায়গাতেও বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই রবিবার থেকে বুধবার এই 4 দিন মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।"

আজ মহাসপ্তমী, পুজোর বাকি দিনগুলোয় বৃষ্টি হবে ? জানালেন সৌরিশ বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: 5 কোটি 55 লাখ 55 হাজার 555 টাকার দেবী ! দেখেছেন কখনও

তুলনামূলকভাবে বৃষ্টি বেশি হবে উপকূলীয় জেলাগুলোতে । পশ্চিমের জেলাগুলোতে দুই-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে । 2-5 অক্টোবর কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টি বাড়বে । মাঝারি পরিমাণ বৃষ্টির সম্ভাবনাও থাকছে । প্রধানত এই দিনগুলোতে আকাশ মেঘলাই থাকবে ।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 2 দিন অর্থাৎ আজ ও আগামিকাল বৃষ্টির সম্ভাবনা খুবই কম । তবে 3 অক্টোবর সোমবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জন্য । 4 অক্টোবর মঙ্গলবার থেকে উত্তরবঙ্গেওর পাহাড়ি এলাকাগুলোতেও বৃষ্টি বাড়বে । ভারী বৃষ্টির হলেও তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হবে না ।

শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ । রবিবার সপ্তমীতে দিনের আকাশ মেঘলাই থাকবে । বৃষ্টির সম্ভাবনা আছে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷

আরও পড়ুন: আজ মহাসপ্তমী, এই শারদোৎসবে মনের মানুষ খুঁজে পাবেন কোন রাশির জাতক-জাতিকারা

Last Updated : Oct 2, 2022, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.