ETV Bharat / state

West Bengal Weather Update: শুক্র-শনি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, বইবে ঝোড়ো হাওয়াও

বাংলার রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত ৷ এর মধ্যে ঝোড়ো হাওয়া কিছুটা হলেও আরাম দিতে পারে ৷ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহের শেষে ঝড়-বৃষ্টি হবে ৷ কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও মনে করে হাওয়া অফিস ৷

Weather
আবহাওয়া
author img

By

Published : Mar 31, 2023, 7:46 AM IST

আবহাওয়ার পূর্বাভাস দিলেন আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 31 মার্চ: সপ্তাহ শেষে দুর্যোগ ঘনাচ্ছে বঙ্গে ৷ আজ ও কাল বাংলার আকাশে অকাল বর্ষার সম্ভাবনা ৷ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে জলীয় বাষ্পে ভরা বাতাস ঢুকছে ৷ এর ফলে উত্তরবঙ্গ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে ৷ এই অক্ষরেখাটি বিহার ঝাড়গ্রামের উপর দিয়েও গিয়েছে ৷ পাশাপাশি মধ্যপ্রদেশের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ এর প্রভাবে শুক্র-শনিবার উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে ৷ এই বৃষ্টির সঙ্গে 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইবে ৷

বৃষ্টির ফলে উত্তরবঙ্গে ফসল এবং চা বাগানের ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস ৷ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় গরম ও অস্বস্তি যথেষ্ট অনুভূত হয়েছে ৷ বিকেল থেকে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে অবশ্য কিছুটা আরাম মিলেছে । এর ফলে কি বাড়তে থাকা গরমে কোনও রাশ পড়বে ? আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় আগামী দু'দিনের পূর্বাভাসে জানিয়েছেন, শুক্রবার রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ৷ এর সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে ৷ ঘণ্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে ৷ শনিবার পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে ৷

একটি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত গিয়েছে ৷ এই অক্ষরেখাটি বিহার-ঝাড়খণ্ডের উপর দিয়েও গিয়েছে ৷ পাশাপাশি মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ কলকাতা ও তার আশপাশের অঞ্চলে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ঘণ্টায় 50-60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হইতে পারে ৷ আগামিকাল শনিবারেও ঝড়-বৃষ্টির কথা জানিয়েছেন সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় ৷ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা ৷ এর সঙ্গে ঘণ্টায় 50-60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে ৷ কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে ৷ শিলাবৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ৷ আজ শুক্রবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতেও ৷ শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ৷

দক্ষিণের মতো উত্তরবঙ্গেও আজ ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷ ঘণ্টায় 50-60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরে প্রায় সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে ৷ শনিবারও এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ৷ ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ৷ রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে ৷

বৃহস্পতিবার কলকাতা ও তার আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 88 ও 56 শতাংশ ৷ গত চব্বিশ ঘণ্টায় সামান্য বৃষ্টি হয়েছে ৷ আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 23 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: আজ নতুন কিছু শুরু না করা ভালো সিংহ রাশির জাতক-জাতিকাদের

আবহাওয়ার পূর্বাভাস দিলেন আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 31 মার্চ: সপ্তাহ শেষে দুর্যোগ ঘনাচ্ছে বঙ্গে ৷ আজ ও কাল বাংলার আকাশে অকাল বর্ষার সম্ভাবনা ৷ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে রাজ্যে জলীয় বাষ্পে ভরা বাতাস ঢুকছে ৷ এর ফলে উত্তরবঙ্গ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে ৷ এই অক্ষরেখাটি বিহার ঝাড়গ্রামের উপর দিয়েও গিয়েছে ৷ পাশাপাশি মধ্যপ্রদেশের উপর ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ এর প্রভাবে শুক্র-শনিবার উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷ কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে ৷ এই বৃষ্টির সঙ্গে 40-50 কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে দমকা হাওয়া বইবে ৷

বৃষ্টির ফলে উত্তরবঙ্গে ফসল এবং চা বাগানের ক্ষতি হতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস ৷ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করায় গরম ও অস্বস্তি যথেষ্ট অনুভূত হয়েছে ৷ বিকেল থেকে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে অবশ্য কিছুটা আরাম মিলেছে । এর ফলে কি বাড়তে থাকা গরমে কোনও রাশ পড়বে ? আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় আগামী দু'দিনের পূর্বাভাসে জানিয়েছেন, শুক্রবার রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ৷ এর সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে ৷ ঘণ্টায় 60 কিলোমিটার বেগে ঝোড়ো দমকা হাওয়া বইতে পারে ৷ শনিবার পর্যন্ত এরকম আবহাওয়া থাকবে ৷

একটি অক্ষরেখা উত্তরবঙ্গ থেকে ওড়িশা পর্যন্ত গিয়েছে ৷ এই অক্ষরেখাটি বিহার-ঝাড়খণ্ডের উপর দিয়েও গিয়েছে ৷ পাশাপাশি মধ্যপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে ৷ কলকাতা ও তার আশপাশের অঞ্চলে শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ঘণ্টায় 50-60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া হইতে পারে ৷ আগামিকাল শনিবারেও ঝড়-বৃষ্টির কথা জানিয়েছেন সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় ৷ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা ৷ এর সঙ্গে ঘণ্টায় 50-60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে ৷ কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কা রয়েছে ৷ শিলাবৃষ্টি হতে পারে পশ্চিমের বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় ৷ আজ শুক্রবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতেও ৷ শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে ৷

দক্ষিণের মতো উত্তরবঙ্গেও আজ ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৷ ঘণ্টায় 50-60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ উত্তরে প্রায় সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা এবং শিলাবৃষ্টির সম্ভাবনা আছে ৷ শনিবারও এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ৷ ঘণ্টায় 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে, সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ৷ রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে ৷

বৃহস্পতিবার কলকাতা ও তার আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 88 ও 56 শতাংশ ৷ গত চব্বিশ ঘণ্টায় সামান্য বৃষ্টি হয়েছে ৷ আজ শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 23 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: আজ নতুন কিছু শুরু না করা ভালো সিংহ রাশির জাতক-জাতিকাদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.