কলকাতা, 2 সেপ্টম্বর: 5 সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস (West Bengal Weather Update)। মৌসুমী অক্ষরেখা হিমালয় সংলগ্ন হওয়াতেই বৃষ্টি ফের উত্তরমুখী । উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে । জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সতর্কতা হিসেবে লাল সতর্কতা জারি করা হয়েছে । দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহারে জারি করা হয়েছে কমলা সতর্কতা । দুই দিনাজপুরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।
আগামিকাল উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে । হলুদ সতর্কতা জারি উত্তর দিনাজপুরের জন্য । রবিবার 4 সেপ্টেম্বর কমলা সতর্কতা কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে । ওই দিন হলুদ সতর্কতা দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুরে জারি হয়েছে । 5 সেপ্টেম্বর সোমবার হলুদ সতর্কতা কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে জারি হয়েছে । চলতি মাসের প্রথম পাঁচদিনই উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস । চলতি বছরে বৃষ্টির অভাবে কখনও পড়তে হয়নি উত্তরবঙ্গকে । ফলে উদ্বৃত্ত বৃষ্টি পাহাড় সংলগ্ন উত্তরবঙ্গ জুড়ে । বিপরীত ছবি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে । বিশেষ করে দক্ষিণবঙ্গে ।
আরও পড়ুন: কেমন যাবে দিন, জানতে চোখ রাখুন ইটিভি ভারত রাশিফলে
নিম্নচাপ না সৃষ্টি হওয়ায় কার্যত নামমাত্র বৃষ্টিতে বর্ষাকালে দিনগুজরান করতে হয়েছে দক্ষিণবঙ্গকে । ভাদ্র মাসেও সেই ঘাটতি অব্যাহত । বরং পশ্চিমের জেলাগুলো বিক্ষিপ্তভাবে বৃষ্টি গত কয়েকদিন ধরে হয়ে চলেছে এবং আগামী কয়েকদিন হবে । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলেও বৃষ্টির আকাল । প্রবল গরমের জেরে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে । বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আদ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 89 শতাংশ । শুক্রবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।