ETV Bharat / state

West Bengal Weather Update: বৃষ্টি বাড়বে উত্তরে, দক্ষিণবঙ্গে রবি-সোম ঝেঁপে আসছে - রাজ্যে বর্ষা

বর্ষার প্রথমে উত্তরবঙ্গে একদফা ভারী থেকে অতিভারী বৃষ্টির পর্ব হয়ে গিয়েছে ৷ মাঝে কিছুটা বিরতি ৷ আবারও সেই ভূমিধস, দৃশ্যমানতা কমে যাওয়া, চাষের ক্ষতির কথা শোনাল আলিপুর হাওয়া অফিস ৷ এদিকে অগস্টের শুরুতে দক্ষিণের ছবিটাও এক (West Bengal Weather Update) ৷

West Bengal Monsoon Forecast
মেঘলা আকাশ
author img

By

Published : Jul 30, 2022, 6:44 AM IST

Updated : Jul 30, 2022, 7:19 AM IST

কলকাতা, 30 জুলাই: বৃষ্টি এবার বঙ্গে লুকোচুরি খেলছে । রোদ-মেঘের আড়ালে সে রহস্যময়ী । যার মতিগতি হাওয়া অফিসও ঠিক বুঝে উঠতে পারছে না । আকাশ কালো করে ধারাস্নানের কিছু পরেই ঝলমলে রোদ্দুর । এই তাপে কে বলবে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে ?

জুলাই শেষ, অগস্ট শুরু । জুন-জুলাই দুটো মাস দক্ষিণবঙ্গে বৃষ্টি তার ঘাটতিপূর্ণ পারফরম্যান্স মেলে ধরার পরে অগস্টের ঝোড়ো ইনিংস খেলবে, তার ইঙ্গিত আবহাওয়া অফিসের কাছে নেই । বরং এই ব্যাপারে বরুণদেব কিছুটা হলেও সদয় উত্তরবঙ্গে । সাময়িক বিরতির পরে সেখানে বৃষ্টি তার প্রত্যাশিত ছন্দে ফিরতে চলেছে (IMD Kolkata Weather Forecasts partly cloudy sky with rain likely to occur) ।

আলিপুর হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বললেন, "আগামী 24 ঘণ্টা উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । বৃষ্টির পরিমাণ আজ থেকে বাড়বে । আগামী মাসের 2 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষত দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার এবং কিছুটা উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে । ফলে দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের নদীর জলস্তর আবারও বৃদ্ধি পাবে । চাষের ক্ষতির সম্ভাবনা রয়েছে । এই ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় দৃশ্যমানতাও কমবে । উত্তরবঙ্গের তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই ।"

দক্ষিণে কি বৃষ্টি হবে ? জানালেন আলিপুর হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: অর্থ প্রাপ্তির সম্ভাবনা কাদের, জানুন রাশিফলে

তবে দক্ষিণবঙ্গের জন্য সেরকম কোনও আশার ইঙ্গিত দেননি উপ-অধিকর্তা । দক্ষিণ প্রসঙ্গে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "দক্ষিণবঙ্গে আজ শনিবার থেকে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে । 48 ঘণ্টা পর্যন্ত এই পরিস্থিতি চলবে ৷ তার পর থেকে তাপমাত্রা আবার কমতে থাকবে । দক্ষিণে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে, ভারী বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই । শুধুমাত্র 31 জুলাই রবিবার এবং 1 অগস্ট সোমবার একটু বেশি বৃষ্টি হবে বীরভূম, নদীয়া, উত্তর চব্বিশ পরগনায় । কলকাতার ক্ষেত্রেও বিক্ষিপ্ত বৃষ্টি, ভারী বৃষ্টি নেই ৷ 31 তারিখ কলকাতায় বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে ৷"

শুক্রবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ ৷ তাই আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হয়েছে । শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা । দু-এক পশলা বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: রাজনৈতিক ক্ষেত্রে আদালতকে টানলে কড়া ব্যবস্থা, নাম না করে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি বিচারপতির

কলকাতা, 30 জুলাই: বৃষ্টি এবার বঙ্গে লুকোচুরি খেলছে । রোদ-মেঘের আড়ালে সে রহস্যময়ী । যার মতিগতি হাওয়া অফিসও ঠিক বুঝে উঠতে পারছে না । আকাশ কালো করে ধারাস্নানের কিছু পরেই ঝলমলে রোদ্দুর । এই তাপে কে বলবে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে ?

জুলাই শেষ, অগস্ট শুরু । জুন-জুলাই দুটো মাস দক্ষিণবঙ্গে বৃষ্টি তার ঘাটতিপূর্ণ পারফরম্যান্স মেলে ধরার পরে অগস্টের ঝোড়ো ইনিংস খেলবে, তার ইঙ্গিত আবহাওয়া অফিসের কাছে নেই । বরং এই ব্যাপারে বরুণদেব কিছুটা হলেও সদয় উত্তরবঙ্গে । সাময়িক বিরতির পরে সেখানে বৃষ্টি তার প্রত্যাশিত ছন্দে ফিরতে চলেছে (IMD Kolkata Weather Forecasts partly cloudy sky with rain likely to occur) ।

আলিপুর হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বললেন, "আগামী 24 ঘণ্টা উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । বৃষ্টির পরিমাণ আজ থেকে বাড়বে । আগামী মাসের 2 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বিশেষত দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার এবং কিছুটা উত্তর দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে । ফলে দার্জিলিং ও কালিম্পংয়ে ভূমিধসের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের নদীর জলস্তর আবারও বৃদ্ধি পাবে । চাষের ক্ষতির সম্ভাবনা রয়েছে । এই ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় দৃশ্যমানতাও কমবে । উত্তরবঙ্গের তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই ।"

দক্ষিণে কি বৃষ্টি হবে ? জানালেন আলিপুর হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: অর্থ প্রাপ্তির সম্ভাবনা কাদের, জানুন রাশিফলে

তবে দক্ষিণবঙ্গের জন্য সেরকম কোনও আশার ইঙ্গিত দেননি উপ-অধিকর্তা । দক্ষিণ প্রসঙ্গে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "দক্ষিণবঙ্গে আজ শনিবার থেকে দিনের তাপমাত্রা বৃদ্ধি পাবে । 48 ঘণ্টা পর্যন্ত এই পরিস্থিতি চলবে ৷ তার পর থেকে তাপমাত্রা আবার কমতে থাকবে । দক্ষিণে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হবে, ভারী বৃষ্টির তেমন একটা সম্ভাবনা নেই । শুধুমাত্র 31 জুলাই রবিবার এবং 1 অগস্ট সোমবার একটু বেশি বৃষ্টি হবে বীরভূম, নদীয়া, উত্তর চব্বিশ পরগনায় । কলকাতার ক্ষেত্রেও বিক্ষিপ্ত বৃষ্টি, ভারী বৃষ্টি নেই ৷ 31 তারিখ কলকাতায় বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে ৷"

শুক্রবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.9 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 27.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 92 শতাংশ ৷ তাই আর্দ্রতাজনিত অস্বস্তি অনুভূত হয়েছে । শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা । দু-এক পশলা বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: রাজনৈতিক ক্ষেত্রে আদালতকে টানলে কড়া ব্যবস্থা, নাম না করে মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি বিচারপতির

Last Updated : Jul 30, 2022, 7:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.