ETV Bharat / state

West Bengal Weather Update: ভারী বৃষ্টির সঙ্গে দূরত্ব বাড়ছে দক্ষিণবঙ্গের - কলকাতায় বৃষ্টি

জুলাইয়ে ভরা বর্ষাতেও দক্ষিণে বৃষ্টি নেই ৷ এমনকী ভারী বৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে না আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

West Bengal Monsoon
রাজ্যে বর্ষা
author img

By

Published : Jul 19, 2022, 6:43 AM IST

Updated : Jul 19, 2022, 7:32 AM IST

কলকাতা, 19 জুলাই: বর্ষার দিন চলে যাচ্ছে, এদিকে ভারী বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের দূরত্ব বাড়ছে । উত্তরবঙ্গের ছবিটাও একই । ফলে গত 15 দিন আগেও উত্তরে যে বৃষ্টির দাপট ছিল, তা কার্যত উধাও। বর্ষার এই বিমুখ হওয়ার ব্যাখ্যা হাওয়া অফিস দিচ্ছে । তাতে জনজীবনে ভ্যাপসা গরমের ভোগান্তি থেকে যাচ্ছে (IMD Kolkata weather forecasts partly cloudy sky with one or two spells of rain) ।

আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাইরে দিয়ে যাচ্ছে । বর্তমান অবস্থান রাজস্থান থেকে ছত্তিশগড় ও ওড়িশা হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত । ফলে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে । 20-22 জুলাইয়ের মধ্যে দক্ষিণে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে । যদিও ভারী বৃষ্টি সম্ভাবনা নেই । উত্তরবঙ্গে 18-20 উপরের পাঁচটি জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে এবং মালদা ও দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । কলকাতায় 20-22 জুলাই বৃষ্টির পরিমাণ বাড়বে । 20 তারিখের আগে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতায় । বঙ্গোপসাগরের উপর কোনও সিস্টেম নেই ৷ পাশাপাশি মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের থেকে অনেক দূরে, তাই দক্ষিণে ভারী বৃষ্টি হচ্ছে না ।"

দক্ষিণে বর্ষা অধরাই, জানালেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: ব্যবসা বৃদ্ধির শুভক্ষণ জানতে দেখুন রাশিফল

সোমবার সপ্তাহের প্রথম দিন কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ হওয়ায় অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে । মঙ্গলবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

কলকাতা, 19 জুলাই: বর্ষার দিন চলে যাচ্ছে, এদিকে ভারী বৃষ্টির সঙ্গে দক্ষিণবঙ্গের দূরত্ব বাড়ছে । উত্তরবঙ্গের ছবিটাও একই । ফলে গত 15 দিন আগেও উত্তরে যে বৃষ্টির দাপট ছিল, তা কার্যত উধাও। বর্ষার এই বিমুখ হওয়ার ব্যাখ্যা হাওয়া অফিস দিচ্ছে । তাতে জনজীবনে ভ্যাপসা গরমের ভোগান্তি থেকে যাচ্ছে (IMD Kolkata weather forecasts partly cloudy sky with one or two spells of rain) ।

আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাইরে দিয়ে যাচ্ছে । বর্তমান অবস্থান রাজস্থান থেকে ছত্তিশগড় ও ওড়িশা হয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত । ফলে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে । 20-22 জুলাইয়ের মধ্যে দক্ষিণে বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে । যদিও ভারী বৃষ্টি সম্ভাবনা নেই । উত্তরবঙ্গে 18-20 উপরের পাঁচটি জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি হবে এবং মালদা ও দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । কলকাতায় 20-22 জুলাই বৃষ্টির পরিমাণ বাড়বে । 20 তারিখের আগে পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হবে কলকাতায় । বঙ্গোপসাগরের উপর কোনও সিস্টেম নেই ৷ পাশাপাশি মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের থেকে অনেক দূরে, তাই দক্ষিণে ভারী বৃষ্টি হচ্ছে না ।"

দক্ষিণে বর্ষা অধরাই, জানালেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: ব্যবসা বৃদ্ধির শুভক্ষণ জানতে দেখুন রাশিফল

সোমবার সপ্তাহের প্রথম দিন কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 26.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ হওয়ায় অস্বস্তিকর গরম অনুভূত হয়েছে । মঙ্গলবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ও 28 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

Last Updated : Jul 19, 2022, 7:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.