ETV Bharat / state

Cyclone Sitrang: সুন্দরবনে সরাসরি প্রভাব ফেলবে ঘূর্ণিঝড় সিত্রাং, আশঙ্কা হাওয়া অফিসের - রাজ্যে সিত্রাং

আসছে সিত্রাং ৷ তবে এটি কোনও ভাবে সাইক্লোন বা সুপার সাইক্লোন নয় ৷ আন্দামান সাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ 24 অক্টোবরে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে ৷ তবে এর প্রভাব সুন্দরবনে পড়বে বলে মনে করছেন আবহাওয়াবিদরা (Cyclone position in Andaman Sea) ৷

Cylone in West Bengal
ETV Bharat
author img

By

Published : Oct 22, 2022, 6:53 AM IST

Updated : Oct 22, 2022, 7:41 AM IST

কলকাতা, 22 অক্টোবর: সাইক্লোন বা সুপার সাইক্লোন নয় । আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, সরাসরি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সুন্দরবন এলাকার উপর । আগামী 24 ও 25 অক্টোবর অর্থাৎ সোম এবং মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে এই ঘূর্ণিঝড় প্রবেশ করবে । তবে এই ঘূর্ণিঝড় কোনওভাবে সাইক্লোন, সুপার সাইক্লোন নয় (IMD Kolkata Weather Forecast over Sitrang) ।

হাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "আন্দামান সাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে, সেটি নিম্নচাপ রূপে আন্দামান সাগরের উপর অবস্থান করছে । এটি প্রথম অবস্থায় 22 অক্টোবর পশ্চিম উত্তর-পশ্চিম দিকে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে । 23 তারিখ নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে । এরপর এটি বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে 24 অক্টোবর ।" 25 অক্টোবর নাগাদ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি আসবে, কিন্তু অবস্থান করবে সমুদ্রের উপরেই । এই সিস্টেম থেকে 24 এবং 25 অক্টোবর পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা- দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই অঞ্চলের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে ।

আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, কী বলছেন আবহাওয়াবিদ সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে সিত্রাং ! পরিস্থিতি মোকাবিলায় একের পর এক বৈঠক মেয়রের

উত্তর বঙ্গোপসাগরের উপর এই সিস্টেমটি থাকবে তাই উপকূলের জেলা দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে 24 অক্টোবর হাওয়ার গতিবেগ থাকবে 45-55 কিলোমিটার । ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ৬৫ কিলোমিটার । 25 অক্টোবর হাওয়ার গতিবেগ থাকবে দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ থাকবে, একটু বাড়বে । অর্থাৎ হাওয়ার গতিবেগ বেড়ে তা হবে 90-100 কিলোমিটার । ঝোড়ো হাওয়ার বেগ থাকবে 110 কিলোমিটার । কলকাতায় 24 তারিখে হালকা বৃষ্টি হবে । 25 অক্টোবর বৃষ্টির পরিমাণ একটু বাড়বে । কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকা হাওড়া, হুগলি- এইসব জায়গায় হাওয়ার গতিবেগ থাকবে 30-40 কিলোমিটার বেগে এবং ঝোড়ো হাওয়ার বেগ হবে 50 কিলোমিটার ।

সতর্কতা হিসাবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে । যাঁরা গিয়েছেন তাঁদের ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে । এই ঘূর্ণিঝড়ের ফলে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে সুন্দরবনে । তাই 24 এবং 25 অক্টোবর সুন্দরবনের ফেরি সার্ভিস নদীতে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । কালীপুজোয় কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা । সুপার সাইক্লোন হচ্ছে না । তব হতে চলেছে সাইক্লোন ।

শুক্রবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 85 শতাংশ । শনিবার দিনের আকাশ পরিষ্কারই থাকবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ।

আরও পড়ুন: জেনে নিন, ধনতেরাসে কোন কোন জিনিস কেনা শুভ নয়

কলকাতা, 22 অক্টোবর: সাইক্লোন বা সুপার সাইক্লোন নয় । আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, সরাসরি এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে সুন্দরবন এলাকার উপর । আগামী 24 ও 25 অক্টোবর অর্থাৎ সোম এবং মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে এই ঘূর্ণিঝড় প্রবেশ করবে । তবে এই ঘূর্ণিঝড় কোনওভাবে সাইক্লোন, সুপার সাইক্লোন নয় (IMD Kolkata Weather Forecast over Sitrang) ।

হাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "আন্দামান সাগরের উপর যে নিম্নচাপটি তৈরি হয়েছে, সেটি নিম্নচাপ রূপে আন্দামান সাগরের উপর অবস্থান করছে । এটি প্রথম অবস্থায় 22 অক্টোবর পশ্চিম উত্তর-পশ্চিম দিকে গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে । 23 তারিখ নাগাদ এটি অতি গভীর নিম্নচাপে পরিণত হবে । এরপর এটি বাঁক নিয়ে উত্তর দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে 24 অক্টোবর ।" 25 অক্টোবর নাগাদ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি আসবে, কিন্তু অবস্থান করবে সমুদ্রের উপরেই । এই সিস্টেম থেকে 24 এবং 25 অক্টোবর পশ্চিমবঙ্গের উপকূলীয় জেলা- দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এই অঞ্চলের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হবে ।

আসছে ঘূর্ণিঝড় সিত্রাং, কী বলছেন আবহাওয়াবিদ সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: চোখ রাঙাচ্ছে সিত্রাং ! পরিস্থিতি মোকাবিলায় একের পর এক বৈঠক মেয়রের

উত্তর বঙ্গোপসাগরের উপর এই সিস্টেমটি থাকবে তাই উপকূলের জেলা দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে 24 অক্টোবর হাওয়ার গতিবেগ থাকবে 45-55 কিলোমিটার । ঝোড়ো হাওয়ার বেগ থাকবে ৬৫ কিলোমিটার । 25 অক্টোবর হাওয়ার গতিবেগ থাকবে দুই 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাওয়ার গতিবেগ থাকবে, একটু বাড়বে । অর্থাৎ হাওয়ার গতিবেগ বেড়ে তা হবে 90-100 কিলোমিটার । ঝোড়ো হাওয়ার বেগ থাকবে 110 কিলোমিটার । কলকাতায় 24 তারিখে হালকা বৃষ্টি হবে । 25 অক্টোবর বৃষ্টির পরিমাণ একটু বাড়বে । কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকা হাওড়া, হুগলি- এইসব জায়গায় হাওয়ার গতিবেগ থাকবে 30-40 কিলোমিটার বেগে এবং ঝোড়ো হাওয়ার বেগ হবে 50 কিলোমিটার ।

সতর্কতা হিসাবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে । যাঁরা গিয়েছেন তাঁদের ফিরে আসার নির্দেশ দেওয়া হচ্ছে । এই ঘূর্ণিঝড়ের ফলে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে সুন্দরবনে । তাই 24 এবং 25 অক্টোবর সুন্দরবনের ফেরি সার্ভিস নদীতে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । কালীপুজোয় কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা । সুপার সাইক্লোন হচ্ছে না । তব হতে চলেছে সাইক্লোন ।

শুক্রবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 85 শতাংশ । শনিবার দিনের আকাশ পরিষ্কারই থাকবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ।

আরও পড়ুন: জেনে নিন, ধনতেরাসে কোন কোন জিনিস কেনা শুভ নয়

Last Updated : Oct 22, 2022, 7:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.