ETV Bharat / state

West Bengal Weather Update: গরম থাকছে, সঙ্গে বৃষ্টিও! বর্ষার আগমন সময় মেনেই - বর্ষা নির্দিষ্ট সময়ে প্রবেশ করবে

রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি হবে না আর ৷ তবে এই গরমে নাজেহাল অবস্থা আরও কিছুদিন বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ আবার এই গরমের সঙ্গে মাঝে মাঝে বৃষ্টি নামবে ৷ কিছুটা স্বস্তি দেবে ৷ বর্ষা নিয়েও আশাব্যাঞ্জক পূর্বাভাস দিয়েছে আলিপুর ৷

Weather
আবহাওয়া
author img

By

Published : May 18, 2023, 6:33 AM IST

Updated : May 18, 2023, 6:51 AM IST

আগামী কয়েকদিন গরম থাকবে বলে জানালেন আলিপুরের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 18 মে: ঘর্মাক্ত অস্বস্তিকর গরম এখনও ক'দিন চলবে ৷ পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টিও হবে বিক্ষিপ্তভাবে ৷ তাই গরমের ফাঁকে ফাঁকে কিছুটা স্বস্তি ফিরতে পারে বঙ্গে ৷ তবে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ একই সঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস নেই ৷

বর্ষার সময় এসে গিয়েছে ৷ এই গরমের মধ্যেও রাজ্যে বর্ষা নির্দিষ্ট সময়ে প্রবেশ করবে বলেই মনে করছে হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে চলছে ৷ তা আগামী দু-তিন দিনও চলবে ৷ ফলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে ৷" বৃহস্পতিবার বীরভূমের জন্য সতর্কতা জারি করেছে আলিপুর ৷ সেখানে শুধু বজ্রবিদ্যুৎসহ ঝড় নয়, সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে ৷

উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার, আলিপুরদুয়ারে প্রথম 48 ঘণ্টায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে ৷ উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন আগামী হবে না আগামী দিন পাঁচেকের মধ্যে ৷ বঙ্গে বর্ষার আগমন নিয়ে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণ বঙ্গোপসাগরে বর্ষার কিছুটা অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে ৷ ফলে আশা করা যায়, আগামী দু'দিনের মধ্যে পরিস্থিতি আরেকটু অনুকূল হবে ৷ কেরলে বর্ষা প্রবেশের নির্ধারিত তারিখ পয়লা জুন ৷ এ বছর তা সামান্য দেরিতে 4 জুন প্রবেশ করবে ৷

কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির কোনও ইঙ্গিত গত দুই দিন মেলেনি ৷ গরমে নাজেহাল জনজীবন ৷ এই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে ৷ বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক 35.4 ডিগ্রি সেলসিয়াস ছিল ৷ সর্বনিম্ন তাপমাত্রা 29. 1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88 শতাংশ এবং সর্বনিম্ন 59 শতাংশ ৷ আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: লক্ষ্মীবারে আচমকায় লক্ষ্মীলাভ কাদের? জানতে ঝটপট দেখে নিন রাশিফল

আগামী কয়েকদিন গরম থাকবে বলে জানালেন আলিপুরের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 18 মে: ঘর্মাক্ত অস্বস্তিকর গরম এখনও ক'দিন চলবে ৷ পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টিও হবে বিক্ষিপ্তভাবে ৷ তাই গরমের ফাঁকে ফাঁকে কিছুটা স্বস্তি ফিরতে পারে বঙ্গে ৷ তবে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরির সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ একই সঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তনের পূর্বাভাস নেই ৷

বর্ষার সময় এসে গিয়েছে ৷ এই গরমের মধ্যেও রাজ্যে বর্ষা নির্দিষ্ট সময়ে প্রবেশ করবে বলেই মনে করছে হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে চলছে ৷ তা আগামী দু-তিন দিনও চলবে ৷ ফলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা থাকছে ৷" বৃহস্পতিবার বীরভূমের জন্য সতর্কতা জারি করেছে আলিপুর ৷ সেখানে শুধু বজ্রবিদ্যুৎসহ ঝড় নয়, সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা থাকছে ৷

উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার, আলিপুরদুয়ারে প্রথম 48 ঘণ্টায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে ৷ উত্তর ও দক্ষিণবঙ্গে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন আগামী হবে না আগামী দিন পাঁচেকের মধ্যে ৷ বঙ্গে বর্ষার আগমন নিয়ে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণ বঙ্গোপসাগরে বর্ষার কিছুটা অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে ৷ ফলে আশা করা যায়, আগামী দু'দিনের মধ্যে পরিস্থিতি আরেকটু অনুকূল হবে ৷ কেরলে বর্ষা প্রবেশের নির্ধারিত তারিখ পয়লা জুন ৷ এ বছর তা সামান্য দেরিতে 4 জুন প্রবেশ করবে ৷

কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির কোনও ইঙ্গিত গত দুই দিন মেলেনি ৷ গরমে নাজেহাল জনজীবন ৷ এই অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে ৷ বুধবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিক 35.4 ডিগ্রি সেলসিয়াস ছিল ৷ সর্বনিম্ন তাপমাত্রা 29. 1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 88 শতাংশ এবং সর্বনিম্ন 59 শতাংশ ৷ আজ বৃহস্পতিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ৷ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: লক্ষ্মীবারে আচমকায় লক্ষ্মীলাভ কাদের? জানতে ঝটপট দেখে নিন রাশিফল

Last Updated : May 18, 2023, 6:51 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.