ETV Bharat / state

West Bengal Weather Update: পাহাড়ে বৃষ্টি, খটখটে সমতল; খামখেয়ালি আবহাওয়া - গ্রীষ্মকাল

রাজ্যে গ্রীষ্ম এসে গিয়েছে তা মোটামুটি বোঝা যাচ্ছে ৷ যদিও উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার মধ্যে বিস্তর তফাৎ ধরা পড়ছে ৷ উত্তরের দার্জিলিং-কালিম্পংয়ে বৃষ্টি সম্ভাবনা আছে ৷ অন্যদিকে দক্ষিণে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে বলে জানিয়েছে হাওয়া অফিস (IMD Kolkata Weather Update) ৷

Summer
রাজ্যে গ্রীষ্ম
author img

By

Published : Mar 3, 2023, 8:50 AM IST

Updated : Mar 3, 2023, 9:08 AM IST

আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে জানালেন আলিপুরের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 3 মার্চ: একদিন আগেই ভোটের বঙ্গে জোটের জয় দেখা গিয়েছে। এখন আবহাওয়াতেও 'জোট সমীকরণ' দেখা যাচ্ছে । গরমের সঙ্গে জোট বেঁধেছে ঘাম । তার জেরে তেষ্টায় গলা শুকোতে শুরু করেছে ৷ সবমিলিয়ে বসন্তের আবহ উধাও মার্চের শুরুতেই ৷ ভোরের নরম আলো সকাল হতেই তাপ ছড়াচ্ছে ৷ হাওয়া অফিস বলছে গ্রীষ্ম এই মরশুমে ব্যাটিং অর্ডারে নিজেকে খানিকটা উপরের দিকে তুলে নিয়ে এসেছে ৷ এমনটা যে হতে পারে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিবিহীন চারমাসের মিলেছিল বলে আবহাওয়াবিদরা অনুমান করেছিলেন ৷ এই শুষ্কতা পরিসংখ্যানের খাতায় নতুন রেকর্ড তৈরি করেছে (West Bengal Weather) ৷

আবহবিদরা অবশ্য আসন্ন গ্রীষ্মকাল নিয়ে শঙ্কা ব্যক্ত করেছেন ৷ গরমে নাভিশ্বাস উঠতে পারে বলে এখনই অনুমান করছেন তাঁরা ৷ এই অবস্থায় কালবৈশাখী ঝড় মধুসূদন দাদা হতে পারত ৷ কিন্তু উপগ্রহ চিত্রে সেই সম্ভাবনার কোনও ছবি আপাতত দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন আবহবিদরা ৷ নতুন সপ্তাহের দ্বিতীয় দিনে রঙের উৎসব ৷ দোল বা হোলি দিনের আবহ গরম-ঠান্ডার মিশেলে ৷ এবছর সেই সম্ভাবনা নেই ৷ শুষ্ক গরমে রঙের উৎসবে মাততে হবে বাংলাকে ৷

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় প্রধান সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে ৷ দিন এবং রাতের তাপমাত্রায় তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না ৷ এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা 32.5 ডিগ্রি অর্থাৎ 32-33 ডিগ্রির মধ্যেই থাকবে ৷ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা একটু বেশি থাকার সম্ভবনা আছে ৷"

আরও পড়ুন: ভরা বসন্তে প্রেমের সঞ্চার হবে কোন রাশির, জানুন রাশিফলে

তিনি আরও জানিয়েছেন, 6 তারিখ, সোমবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা আরেকটু বাড়বে ৷ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের ক্ষেত্রেও দিন এবং রাতের তাপমাত্রায় তেমন কোনও বিশেষ পরিবর্তন নেই ৷ শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ৷ উত্তরবঙ্গের বাকি জায়গাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে ৷ বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ যথাক্রমে 88 শতাংশ, সর্বনিম্ন 34 শতাংশ ৷ বৃষ্টিপাত হয়নি ৷ আজ শুক্রবার দিনের আকাশে রোদ থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি ও 22 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ তাই বাড়ি থেকে বেরনোর সময় ছাতা এবং জলের বোতল নিতে ভুললে হবে না ৷

আবহাওয়া পূর্বাভাস সম্পর্কে জানালেন আলিপুরের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 3 মার্চ: একদিন আগেই ভোটের বঙ্গে জোটের জয় দেখা গিয়েছে। এখন আবহাওয়াতেও 'জোট সমীকরণ' দেখা যাচ্ছে । গরমের সঙ্গে জোট বেঁধেছে ঘাম । তার জেরে তেষ্টায় গলা শুকোতে শুরু করেছে ৷ সবমিলিয়ে বসন্তের আবহ উধাও মার্চের শুরুতেই ৷ ভোরের নরম আলো সকাল হতেই তাপ ছড়াচ্ছে ৷ হাওয়া অফিস বলছে গ্রীষ্ম এই মরশুমে ব্যাটিং অর্ডারে নিজেকে খানিকটা উপরের দিকে তুলে নিয়ে এসেছে ৷ এমনটা যে হতে পারে, নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিবিহীন চারমাসের মিলেছিল বলে আবহাওয়াবিদরা অনুমান করেছিলেন ৷ এই শুষ্কতা পরিসংখ্যানের খাতায় নতুন রেকর্ড তৈরি করেছে (West Bengal Weather) ৷

আবহবিদরা অবশ্য আসন্ন গ্রীষ্মকাল নিয়ে শঙ্কা ব্যক্ত করেছেন ৷ গরমে নাভিশ্বাস উঠতে পারে বলে এখনই অনুমান করছেন তাঁরা ৷ এই অবস্থায় কালবৈশাখী ঝড় মধুসূদন দাদা হতে পারত ৷ কিন্তু উপগ্রহ চিত্রে সেই সম্ভাবনার কোনও ছবি আপাতত দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন আবহবিদরা ৷ নতুন সপ্তাহের দ্বিতীয় দিনে রঙের উৎসব ৷ দোল বা হোলি দিনের আবহ গরম-ঠান্ডার মিশেলে ৷ এবছর সেই সম্ভাবনা নেই ৷ শুষ্ক গরমে রঙের উৎসবে মাততে হবে বাংলাকে ৷

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় প্রধান সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ শুষ্ক ও পরিষ্কার আবহাওয়া থাকবে ৷ দিন এবং রাতের তাপমাত্রায় তেমন কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না ৷ এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা 32.5 ডিগ্রি অর্থাৎ 32-33 ডিগ্রির মধ্যেই থাকবে ৷ পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা একটু বেশি থাকার সম্ভবনা আছে ৷"

আরও পড়ুন: ভরা বসন্তে প্রেমের সঞ্চার হবে কোন রাশির, জানুন রাশিফলে

তিনি আরও জানিয়েছেন, 6 তারিখ, সোমবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা আরেকটু বাড়বে ৷ দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের ক্ষেত্রেও দিন এবং রাতের তাপমাত্রায় তেমন কোনও বিশেষ পরিবর্তন নেই ৷ শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং জেলাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ৷ উত্তরবঙ্গের বাকি জায়গাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে ৷ বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ যথাক্রমে 88 শতাংশ, সর্বনিম্ন 34 শতাংশ ৷ বৃষ্টিপাত হয়নি ৷ আজ শুক্রবার দিনের আকাশে রোদ থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি ও 22 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ তাই বাড়ি থেকে বেরনোর সময় ছাতা এবং জলের বোতল নিতে ভুললে হবে না ৷

Last Updated : Mar 3, 2023, 9:08 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.