ETV Bharat / state

West Bengal Weather Update: শীতের দাপট চলবে, কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের শঙ্কা

author img

By

Published : Jan 9, 2023, 6:57 AM IST

Updated : Jan 9, 2023, 7:10 AM IST

শীতের ঝোড়ো ব্যাটিং ৷ হাড়কাঁপানো ঠান্ডায় কাঁপছে রাজ্যবাসী ৷ ইতিমধ্যেই উত্তরবঙ্গে জেলা গুলিতে তাপমাত্রা নামতে শুরু করেছে ৷ তাপমাত্রা নামতে শুরু করেছে কলকাতাতেও ৷ উত্তুরে হাওয়ায় কনকনে ঠান্ডায় কাঁপবে গোটা বাংলা (West Bengal Weather) ৷

West Bengal Weather Update
প্রতীকী ছবি

কলকাতা, 9 জানুয়ারি: বঙ্গজুড়ে শীতের দাপট শুরু হয়েছে । মারকুটে মেজাজে শীত ইনিংস খেলছে । কয়েকদিন আগেও ঠান্ডার পরশ মিলবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল (West Bengal Weather Update) । যদিও সেই সংশয় কাটতে না কাটতেই প্রায় 360 ডিগ্রি ঘুরে টি-20 মেজাজে ব্যাটিং চলছে শীতের । যার জেরে বাংলার কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে ।

বিগত তিন দিনের মত আজও প্রবল ঠান্ডার পূর্বাভাস রাজ্যজুড়ে । কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রির মধ্যেই থাকতে পারে (IMD kolkata West Bengal Winter Update)। উত্তুরে হাওয়ায় দাপটে ঠান্ডায় কাঁপবে গোটা বাংলা । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ক’দিন এমনই হাড়কাঁপানো ঠান্ডা থাকবে বাংলায় । শুক্রবার কলকাতায় পারদ নেমেছিল 10 ডিগ্রির ঘরে । যা ছিল এই মরশুমের শীতলতম দিন । শনিবার ও রবিবার শহরে পারদ কিছুটা ঊর্ধ্বমুখী ছিল । অনুভুতি আরও বেশি ঠান্ডার । রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা 23.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ।

আরও পড়ুন : সপ্তাহের প্রথম দিনই কর্মব্যস্ততার মধ্যে কাটবে কাদের, জানুন রাশিফলে

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী 3 দিন রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন কিছু নেই । দক্ষিণবঙ্গে 12 জানুয়ারি থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে । ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় একদিনের ম্যাচ শীতের আমেজে থাকবে । তবে আবারও কামড় বসাবে শীত । কারণ মকর সংক্রান্তি রয়েছে চলতি সপ্তাহের শেষে । সোমবার ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও রৌদ্রজ্বল দিন কাটবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি এবং 13 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কুয়াশা কেটে যেতেই শীতের কামড় টের পাওয়া যাচ্ছে । দক্ষিণ এবং উত্তর দুই বঙ্গই পারদ পতনে পাল্লা দিচ্ছে । দার্জিলিং পুরুলিয়া চলে আসছে এক সীমানায় । দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলা পুরুলিয়া । রবিবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা 7.2 ডিগ্রি সেলিসিয়াস ছিল । দার্জিলিঙের সঙ্গে পাল্লা দিয়েছে পুরুলিয়া । রবিবার কালিম্পং, পুরুলিয়া ও বর্ধমানে পারদ নেমেছে 9 ডিগ্রিতে । আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3-5 ডিগ্রি কম । এই পরিস্থিতি চলবে । ফলে রাজ্যবাসীকে আরও কয়েক দিন ঠান্ডায় কাঁপতে হবে । আরও অন্তত 5 দিন থাকবে কনকনে শীত । আগামীকাল মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় কোনও বদলের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস । তাপমাত্রা 0.5 বা 1 ডিগ্রি সামান্য উপর-নীচ হতে পারে ।

আরও পড়ুন : ফের সাফল্য কলকাতা পুলিশের এসটিএফের, লক্ষাধিক টাকার জাল নোট-সহ গ্রেফতার এক

উত্তর ও দক্ষিণবঙ্গে থাকবে কুয়াশা । কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকতে বলে সতর্ক করেছে হাওয়া অফিস । সেই সঙ্গে রয়েছে শৈত্যপ্রবাহের পূর্বাভাস । পশ্চিমী ঝঞ্জার দাপটে কাঁপছে উত্তরভারত । দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, এমনকী ওড়িশাতেও পারদ নামছে হু হু করে । ওইসব রাজ্যের মত না হলেও এই রাজ্যও পিছিয়ে নেই। কারণ উত্তরবঙ্গের 3 জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে । মালদা এবং উত্তর-দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা একধাক্কায় অনেকটা কমবে । দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কমে যাবে । এছাড়া দক্ষিণবঙ্গেও রয়েছে শৈত্য প্রবাহের পূর্বাভাস । পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হবে । সব মিলিয়ে জাকিয়ে শীত আরও কিছুদিন। বাদ যাবে না কলকাতাও ।

কলকাতা, 9 জানুয়ারি: বঙ্গজুড়ে শীতের দাপট শুরু হয়েছে । মারকুটে মেজাজে শীত ইনিংস খেলছে । কয়েকদিন আগেও ঠান্ডার পরশ মিলবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল (West Bengal Weather Update) । যদিও সেই সংশয় কাটতে না কাটতেই প্রায় 360 ডিগ্রি ঘুরে টি-20 মেজাজে ব্যাটিং চলছে শীতের । যার জেরে বাংলার কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে ।

বিগত তিন দিনের মত আজও প্রবল ঠান্ডার পূর্বাভাস রাজ্যজুড়ে । কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রির মধ্যেই থাকতে পারে (IMD kolkata West Bengal Winter Update)। উত্তুরে হাওয়ায় দাপটে ঠান্ডায় কাঁপবে গোটা বাংলা । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ক’দিন এমনই হাড়কাঁপানো ঠান্ডা থাকবে বাংলায় । শুক্রবার কলকাতায় পারদ নেমেছিল 10 ডিগ্রির ঘরে । যা ছিল এই মরশুমের শীতলতম দিন । শনিবার ও রবিবার শহরে পারদ কিছুটা ঊর্ধ্বমুখী ছিল । অনুভুতি আরও বেশি ঠান্ডার । রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 12.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা 23.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম ।

আরও পড়ুন : সপ্তাহের প্রথম দিনই কর্মব্যস্ততার মধ্যে কাটবে কাদের, জানুন রাশিফলে

হাওয়া অফিস সূত্রে খবর, আগামী 3 দিন রাতের তাপমাত্রার খুব একটা পরিবর্তন কিছু নেই । দক্ষিণবঙ্গে 12 জানুয়ারি থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে । ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় একদিনের ম্যাচ শীতের আমেজে থাকবে । তবে আবারও কামড় বসাবে শীত । কারণ মকর সংক্রান্তি রয়েছে চলতি সপ্তাহের শেষে । সোমবার ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও রৌদ্রজ্বল দিন কাটবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি এবং 13 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কুয়াশা কেটে যেতেই শীতের কামড় টের পাওয়া যাচ্ছে । দক্ষিণ এবং উত্তর দুই বঙ্গই পারদ পতনে পাল্লা দিচ্ছে । দার্জিলিং পুরুলিয়া চলে আসছে এক সীমানায় । দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রার সঙ্গে পাল্লা দিচ্ছে দক্ষিণবঙ্গের জেলা পুরুলিয়া । রবিবার দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা 7.2 ডিগ্রি সেলিসিয়াস ছিল । দার্জিলিঙের সঙ্গে পাল্লা দিয়েছে পুরুলিয়া । রবিবার কালিম্পং, পুরুলিয়া ও বর্ধমানে পারদ নেমেছে 9 ডিগ্রিতে । আলিপুর হাওয়া অফিস জানিয়েছে যে জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 3-5 ডিগ্রি কম । এই পরিস্থিতি চলবে । ফলে রাজ্যবাসীকে আরও কয়েক দিন ঠান্ডায় কাঁপতে হবে । আরও অন্তত 5 দিন থাকবে কনকনে শীত । আগামীকাল মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বড় কোনও বদলের সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস । তাপমাত্রা 0.5 বা 1 ডিগ্রি সামান্য উপর-নীচ হতে পারে ।

আরও পড়ুন : ফের সাফল্য কলকাতা পুলিশের এসটিএফের, লক্ষাধিক টাকার জাল নোট-সহ গ্রেফতার এক

উত্তর ও দক্ষিণবঙ্গে থাকবে কুয়াশা । কয়েকটি জেলায় ঘন কুয়াশা থাকতে বলে সতর্ক করেছে হাওয়া অফিস । সেই সঙ্গে রয়েছে শৈত্যপ্রবাহের পূর্বাভাস । পশ্চিমী ঝঞ্জার দাপটে কাঁপছে উত্তরভারত । দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, বিহার, এমনকী ওড়িশাতেও পারদ নামছে হু হু করে । ওইসব রাজ্যের মত না হলেও এই রাজ্যও পিছিয়ে নেই। কারণ উত্তরবঙ্গের 3 জেলায় শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হচ্ছে । মালদা এবং উত্তর-দক্ষিণ দিনাজপুরে তাপমাত্রা একধাক্কায় অনেকটা কমবে । দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি কমে যাবে । এছাড়া দক্ষিণবঙ্গেও রয়েছে শৈত্য প্রবাহের পূর্বাভাস । পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের একাধিক জায়গায় শৈত্য প্রবাহের পরিস্থিতি তৈরি হবে । সব মিলিয়ে জাকিয়ে শীত আরও কিছুদিন। বাদ যাবে না কলকাতাও ।

Last Updated : Jan 9, 2023, 7:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.