ETV Bharat / state

West Bengal Weather Update: উত্তরে পারদ দশের নীচে, দক্ষিণেও জমিয়ে ঠান্ডা - বঙ্গে শীত

বাঙালির বহু আশার শীত ফিরেছে রাজ্যে ৷ উত্তরে তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নীচে নেমেছে ৷ পশ্চিমের জেলাগুলিতে তা 14 ডিগ্রির ঘরে (Winter in Bengal) ৷

Winter
ETV Bharat
author img

By

Published : Dec 17, 2022, 6:51 AM IST

কলকাতা, 17 ডিসেম্বর: বাধা না-পেয়ে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া ৷ পারদ পতনও হচ্ছে দ্রুত হারে ৷ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে ঠান্ডা ফিরল তার নিজস্ব ছন্দে ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে হাড়কাঁপানো ঠান্ডা পড়তে শুরু করেছে ৷ বিশেষত উত্তরের উপরের জেলা- দর্জিলিং, কালিম্পংয়ে জমিয়ে শীত পড়ায় পর্যটকেরা চুটিয়ে শীতের মজা নিচ্ছেন ৷ পাহাড়ি অঞ্চলগুলিতে তাপমাত্রা 10 ডিগ্রির নীচে নেমে গিয়েছে (West Bengal Weather) ৷

মালদা, দুই দিনাজপুরেও শীতের তীব্র অনুভূতি ৷ বৃষ্টির সম্ভাবনা নেই ৷ উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডা যে কিছুটা হলেও টি-20 খেলবে, আশা হাওয়া অফিসের ৷ পারদ পতন দক্ষিণবঙ্গেও ৷ তাপমাত্রা কমে 14 ডিগ্রির ঘরে ঢুকে পড়েছে ৷ পশ্চিমের জেলাগুলিতেও ঠান্ডা বেশ ভালোই মালুম হচ্ছে ৷ আবহাওয়াবিদরা বলছেন শীত পড়েছে ৷

আরও পড়ুন: কর্মোন্নতি ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা কোন রাশির, জানুন রাশিফলে

কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে শুক্রবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দু'টিই স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নীচে- 26.2 ডিগ্রি এবং 14.5 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ 96 ও 37 শতাংশ ৷ শনিবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে ৷ ভোরের দিক কুয়াশাচ্ছন্ন ৷ সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে 13 ডিগ্রির কাছে এবং সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

কলকাতা, 17 ডিসেম্বর: বাধা না-পেয়ে হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া ৷ পারদ পতনও হচ্ছে দ্রুত হারে ৷ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শেষ দিকে ঠান্ডা ফিরল তার নিজস্ব ছন্দে ৷ উত্তরবঙ্গের জেলাগুলিতে হাড়কাঁপানো ঠান্ডা পড়তে শুরু করেছে ৷ বিশেষত উত্তরের উপরের জেলা- দর্জিলিং, কালিম্পংয়ে জমিয়ে শীত পড়ায় পর্যটকেরা চুটিয়ে শীতের মজা নিচ্ছেন ৷ পাহাড়ি অঞ্চলগুলিতে তাপমাত্রা 10 ডিগ্রির নীচে নেমে গিয়েছে (West Bengal Weather) ৷

মালদা, দুই দিনাজপুরেও শীতের তীব্র অনুভূতি ৷ বৃষ্টির সম্ভাবনা নেই ৷ উত্তুরে হাওয়ার দাপটে ঠান্ডা যে কিছুটা হলেও টি-20 খেলবে, আশা হাওয়া অফিসের ৷ পারদ পতন দক্ষিণবঙ্গেও ৷ তাপমাত্রা কমে 14 ডিগ্রির ঘরে ঢুকে পড়েছে ৷ পশ্চিমের জেলাগুলিতেও ঠান্ডা বেশ ভালোই মালুম হচ্ছে ৷ আবহাওয়াবিদরা বলছেন শীত পড়েছে ৷

আরও পড়ুন: কর্মোন্নতি ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা কোন রাশির, জানুন রাশিফলে

কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে শুক্রবার দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা দু'টিই স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি নীচে- 26.2 ডিগ্রি এবং 14.5 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ 96 ও 37 শতাংশ ৷ শনিবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে ৷ ভোরের দিক কুয়াশাচ্ছন্ন ৷ সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে 13 ডিগ্রির কাছে এবং সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.