কলকাতা, 20 জানুয়ারি: উৎসব কি শীতকাতুরে ? না হলে বড়দিনের উৎসব, নতুন বছর বরণ কিংবা প্রজাতন্ত্র দিবস বা সরস্বতী পুজোয় শীত পালায় কেন বা পালানোর পরিস্থিতি তৈরি করে কেন ? বড়দিন এবং নতুন বছর বরণ উৎসবের আবহ যথেষ্ট উষ্ণ ছিল ৷ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন এবং প্রজাতন্ত্র দিবস বা বাগদেবীর আরাধনার দিনে ঠান্ডা আমেজ থাকবে না । আবহাওয়া দফতরের অনুমান, সর্বনিম্ন তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি হতে পারে ৷ এই পারদের ঊর্ধ্বমুখী হওয়ার কারণ ঝঞ্ঝার কাঁটা (IMD Kolkata Winter Weather Update) ৷
আজ 20 জানুয়ারি থেকে উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে ৷ পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে বিপরীত ঘূর্ণাবর্ত ৷ ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্তের জোড়া ধাক্কায় উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে ৷ ঠান্ডা বাতাসের বদলে জলীয় বাষ্প প্রবেশ করছে ৷ তাই তাপমাত্রা বাড়তে পারে ৷ ইতিমধ্যে পারদ নামলেও তা সামান্যই ৷ তবে শীতের আমেজ যথেষ্টই ছিল ৷ চলতি সপ্তাহে শীতের আমেজ এই ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত যুগবৎ প্রতিক্রিয়ায় শীত যে আরও কমবে, তা অনুমান করছে হাওয়া অফিস ৷ আগেই বলা হয়েছিল 22 জানুয়ারির পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা বাড়বে ৷ সেদিক থেকে শীতের আয়ু বেশিদিন না থাকার ইঙ্গিত ছিল হাওয়া অফিসের পূর্বাভাসে ৷
আরও পড়ুন: বাড়ি, গাড়ি কেনার আগে শুভক্ষণ জানুন রাশিফলে
দক্ষিণবঙ্গের জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী, আবহাওয়া শুষ্ক থাকবে । আগামী 24 ঘণ্টায় তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন নেই ৷ তবে আগামী চারদিনে রাতের তাপমাত্রার পারদ 2-4 ডিগ্রি চড়বে ৷ উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিংয়ে আগামী 24 ঘণ্টায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ বাকি অংশে আবহাওয়া শুষ্ক ৷ আগামী চারদিনে রাতের তাপমাত্রা 2-4 ডিগ্রি বাড়ার সম্ভাবনা আছে ৷ বৃহস্পতিবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি, সর্বোচ্চ তাপমাত্রা 23.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ৷ বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 83 শতাংশ ও 49 শতাংশ ৷ শুক্রবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 24 ডিগ্রি এবং 15 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ ভোরের দিকে কুয়াশা থাকলেও দিনে রোদ উঠবে ৷