ETV Bharat / state

West Bengal Weather Update: কাঁপছে উত্তর ভারত, বঙ্গে ঊর্ধ্বমুখী পারদ - fog in the morning

বাঙালির বহু ভালোবাসার শীত এসেও আসেনি ৷ ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে তেমন একটা ঠান্ডার দেখা মিলছে না ৷ বড়দিনেও উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর (West Bengal Winter Update) ৷

Winter
ETV Bharat
author img

By

Published : Dec 21, 2022, 6:35 AM IST

কলকাতা, 21 ডিসেম্বর: উত্তর-পশ্চিম ভারতে দাপট দেখাচ্ছে শীত ৷ জম্মু ও কাশ্মীরে মাইনাসে নেমেছে পারদ ৷ হিমাচলপ্রদেশ, রাজস্থান, দিল্লিতে হাড়কাঁপানো ঠান্ডা ৷ অথচ এই মরশুমে বঙ্গে যেন লুকোচুরি খেলছে শীত ৷ ডিসেম্বর মাসের বাকি আর মাত্র দশ দিন ৷ এখনও জাঁকিয়ে ঠান্ডার দেখা নেই ৷ বরং দিনে শীতের জামাকাপড় গায়ে দিলে হালকা গরম লাগছে ৷ নরম রোদের আমেজের বদলে গায়ে তাপ অনুভূত হচ্ছে (West Bengal Winter Update) ৷

হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে রাজ্যে আবারও হাওয়া বদল হবে ৷ কারণ,বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত ৷ এর প্রভাবে আরও বেশি করে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে ৷ এর ফলে রবিবার 25 ডিসেম্বর বড়দিনে (Christmas Weather Forecast) কার্যত আরও বাড়বে তাপমাত্রা ৷

আলিপুর আবহাওয়া অফিসের (IMD Kolkata Weather Update) পূর্বাভাস, বর্তমানে শীতের যেটুকু আমেজ রয়েছে, তা উধাও হবে বড়দিনে ৷ উলটে ফের তাপমাত্রা বৃদ্ধি হতে পারে ৷ আপাতত পাঁচদিন উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না ৷ 16-17 ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝিই তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে ৷ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে 27 ডিগ্রিতে ৷

আরও পড়ুন: সমস্ত প্রতিকূলতা সহজেই জয় করবে কোন রাশি, জানুন রাশিফলে

মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি ৷ বুধবার ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও দিনে রোদ থাকবে ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ 95 ও 45 শতাংশ ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 16 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে ৷

ইতিমধ্যে উত্তুরে হাওয়ার গতি কমে গিয়েছে ৷ ফলে শীতের আমেজ কমেছে রাজ্যে ৷ আগামী শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে ৷ তারপর থেকে আরও একটু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা ৷ বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢোকায় রাতের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস ৷ আগামী 48 ঘণ্টায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের মালদা ও দিনাজপুরে, বিশেষত পাহাড়ি এলাকায় ৷ সড়কপথে যান চলাচলের ক্ষেত্রেও সচেতন থাকা দরকার ৷ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে ৷

কলকাতা, 21 ডিসেম্বর: উত্তর-পশ্চিম ভারতে দাপট দেখাচ্ছে শীত ৷ জম্মু ও কাশ্মীরে মাইনাসে নেমেছে পারদ ৷ হিমাচলপ্রদেশ, রাজস্থান, দিল্লিতে হাড়কাঁপানো ঠান্ডা ৷ অথচ এই মরশুমে বঙ্গে যেন লুকোচুরি খেলছে শীত ৷ ডিসেম্বর মাসের বাকি আর মাত্র দশ দিন ৷ এখনও জাঁকিয়ে ঠান্ডার দেখা নেই ৷ বরং দিনে শীতের জামাকাপড় গায়ে দিলে হালকা গরম লাগছে ৷ নরম রোদের আমেজের বদলে গায়ে তাপ অনুভূত হচ্ছে (West Bengal Winter Update) ৷

হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে রাজ্যে আবারও হাওয়া বদল হবে ৷ কারণ,বঙ্গোপসাগরে তৈরি হওয়া বিপরীত ঘূর্ণাবর্ত ৷ এর প্রভাবে আরও বেশি করে জলীয় বাষ্প ঢুকবে দক্ষিণবঙ্গে ৷ এর ফলে রবিবার 25 ডিসেম্বর বড়দিনে (Christmas Weather Forecast) কার্যত আরও বাড়বে তাপমাত্রা ৷

আলিপুর আবহাওয়া অফিসের (IMD Kolkata Weather Update) পূর্বাভাস, বর্তমানে শীতের যেটুকু আমেজ রয়েছে, তা উধাও হবে বড়দিনে ৷ উলটে ফের তাপমাত্রা বৃদ্ধি হতে পারে ৷ আপাতত পাঁচদিন উত্তর এবং দক্ষিণবঙ্গে কোথাও তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না ৷ 16-17 ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝিই তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে ৷ সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছতে পারে 27 ডিগ্রিতে ৷

আরও পড়ুন: সমস্ত প্রতিকূলতা সহজেই জয় করবে কোন রাশি, জানুন রাশিফলে

মঙ্গলবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি ৷ বুধবার ভোরের দিকে হালকা কুয়াশা থাকলেও দিনে রোদ থাকবে ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ 95 ও 45 শতাংশ ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 16 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে ৷

ইতিমধ্যে উত্তুরে হাওয়ার গতি কমে গিয়েছে ৷ ফলে শীতের আমেজ কমেছে রাজ্যে ৷ আগামী শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে ৷ তারপর থেকে আরও একটু তাপমাত্রা বাড়ার সম্ভাবনা ৷ বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢোকায় রাতের তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস ৷ আগামী 48 ঘণ্টায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের মালদা ও দিনাজপুরে, বিশেষত পাহাড়ি এলাকায় ৷ সড়কপথে যান চলাচলের ক্ষেত্রেও সচেতন থাকা দরকার ৷ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে উত্তরবঙ্গের অন্য জেলাগুলিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.