কলকাতা, 2 নভেম্বর: ভোরের আকাশ কুয়াশায় মোড়া । ঘাসের আগায় শিশির । ভোর থেকে সকাল গড়ালেই তাপমাত্রা বাড়ছে । তবে তা কখনওই অস্বস্তিসূচক সীমা পার করছে না । আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, হেমন্তে এই আবহাওয়াটাই প্রত্যাশিত । বাতাসে শিরশিরানি, দিন বাড়ার সঙ্গে রোদের তাপ নরম সন্ধ্যায় হালকা শীতের অনুভূতি । এর হাতে ধরেই শীত আসবে । তবে তা এখনই নয় । সময় লাগবে (West Bengal Weather Forecast) ।
হাওয়া অফিসের আবহবিদ ডঃ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বললেন, "দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন শুষ্ক আবহাওয়া থাকবে । বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই । দিনে ও রাতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না । কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা 22 বা 21 ডিগ্রির আশেপাশে থাকবে । পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা তুলনায় আরেকটু কম থাকবে । উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে । তবে 3 তারিখ অর্থাৎ আগামিকাল উত্তরবঙ্গের পাহাড়ে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা আছে।"
আরও পড়ুন: দীর্ঘমেয়াদী লাভ চান? তাহলে করুন বিনিয়োগ, পরামর্শ দিচ্ছে রাশিফল
মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক, 22.3 ডিগ্রি সেলসিয়াস ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 91 শতাংশ । বুধবার দিনের আকাশ রৌদ্রজ্জ্বল থাকবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি ও 23 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷