ETV Bharat / state

West Bengal Weather Update: আন্দামান সাগরের কাছে নতুন নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ফিরছে তাপপ্রবাহ - Hot and discomfort weather very likely

মাঝে কিছুটা ঝড়-বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় একটু স্বস্তি পেয়েছিল রাজ্যবাসী ৷ বিশেষত দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলির মানুষ ৷ কিন্তু ফের পারদ চড়বে এবং শুষ্ক গরম ফিরছে, জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জন্য রাজ্যের এই দুর্ভোগ ৷

Weather
তাপপ্রবাহ
author img

By

Published : May 9, 2023, 7:12 AM IST

Updated : May 9, 2023, 7:27 AM IST

আন্দামান সাগরের কাছে নিম্নচাপ তৈরি হওয়ায় রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানালেন সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 9 মে: ফের তাপপ্রবাহের সম্ভাবনা রাজ্যের দক্ষিণে ৷ আর এর জন্য দায়ী নতুন নিম্নচাপ ৷ সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ৷ আর এই নিম্নচাপ আশপাশের অঞ্চল থেকে জলীয়বাষ্প টেনে নিচ্ছে ৷ ফলে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া তৈরি হবে ৷ তাপমাত্রাও বাড়বে বলে জানিয়েছেন আলিপুর হাওয়া অফিসের আবহবিদ সৌরিশ কুমার বন্দ্যোপাধ্যায় ৷ এমনকী 9-11 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ৷ গতকালই উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, হুগলি, ঝাড়গ্রাম পুরুলিয়ায় তাপমাত্রা কোথাও 40 ডিগ্রি ছুঁয়েছে, তো কোথাও 41 ডিগ্রিতে পৌঁছেছে ৷

নিম্নচাপ প্রসঙ্গে আবহবিদ জানান, মঙ্গলবার অর্থাৎ 9 মে এই নিম্নচাপ শক্তি আরও বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ৷ 10 তারিখ এর শক্তি আরও বৃদ্ধি পেয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী আন্দামান সাগরের কাছে অবস্থান করবে ৷ এর ফলে আশপাশের অঞ্চল থেকে জলীয়বাষ্প এখানে চলে আসবে ৷ এর প্রভাবে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প কমে যাবে এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷

11 তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের গতিমুখ থাকবে উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে ৷ এর জন্য দক্ষিণবঙ্গে কোনও ঝড়-বৃষ্টি হবে না, ঝোড়ো হাওয়া বইবে না ৷ 11 তারিখ এই ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম অভিমুখে রওনা দিতে পারে ৷ 12 মে ঘূর্ণিঝড়টি পূর্ব-উত্তর-পূর্ব দিকে ঘুরে যেতে পারে বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে এগোবে বলে মনে করা হচ্ছে ৷ তবে এর রাজ্যে উপর কতটা প্রভাব পড়বে তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না হাওয়া অফিস ৷ এই ঘূর্ণিঝড়টি দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলের কতটা কাছ দিয়ে যাবে, সেটা জানতে আরও কিছুটা সময় লাগবে ৷ সেই অনুযায়ী রাজ্যের উপকূলীয় অঞ্চলে প্রভাবের পূর্বাভাস দেওয়া হবে ৷

এখনও পর্যন্ত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের জন্যই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ 8-12 মে পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ৷ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং উপকূলীয় অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ৷ সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ৷

আজ, মঙ্গলবার বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের পশ্চিমের জেলাগুলি এবং হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনাতে তাপমাত্রা বৃদ্ধি পাবে ৷ 10 মে বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে ৷ 12 মে তাপমাত্রা আবার খানিকটা কমবে ৷ উত্তরবঙ্গের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে 3-5 ডিগ্রি বেশি থাকবে ৷ উত্তরে মালদা ও দিনাজপুরেও তাপপ্রবাহ সম্ভাবনা থাকছে ৷ সোমবার কলকাতা ও তার আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ 11 মে পর্যন্ত ফের শুষ্ক গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে ৷ আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 39 ডিগ্রি ও 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: নতুন করে ভালোবাসার মানুষ খুঁজে পাবেন কারা, জানুন রাশিফলে

আন্দামান সাগরের কাছে নিম্নচাপ তৈরি হওয়ায় রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনার কথা জানালেন সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 9 মে: ফের তাপপ্রবাহের সম্ভাবনা রাজ্যের দক্ষিণে ৷ আর এর জন্য দায়ী নতুন নিম্নচাপ ৷ সোমবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে একটি নিম্নচাপ তৈরি হয়েছে ৷ আর এই নিম্নচাপ আশপাশের অঞ্চল থেকে জলীয়বাষ্প টেনে নিচ্ছে ৷ ফলে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া তৈরি হবে ৷ তাপমাত্রাও বাড়বে বলে জানিয়েছেন আলিপুর হাওয়া অফিসের আবহবিদ সৌরিশ কুমার বন্দ্যোপাধ্যায় ৷ এমনকী 9-11 তারিখ পর্যন্ত তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ৷ গতকালই উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, বাঁকুড়া, হুগলি, ঝাড়গ্রাম পুরুলিয়ায় তাপমাত্রা কোথাও 40 ডিগ্রি ছুঁয়েছে, তো কোথাও 41 ডিগ্রিতে পৌঁছেছে ৷

নিম্নচাপ প্রসঙ্গে আবহবিদ জানান, মঙ্গলবার অর্থাৎ 9 মে এই নিম্নচাপ শক্তি আরও বাড়িয়ে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে ৷ 10 তারিখ এর শক্তি আরও বৃদ্ধি পেয়ে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে । ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী আন্দামান সাগরের কাছে অবস্থান করবে ৷ এর ফলে আশপাশের অঞ্চল থেকে জলীয়বাষ্প এখানে চলে আসবে ৷ এর প্রভাবে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প কমে যাবে এবং তাপমাত্রা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে ৷

11 তারিখ পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের গতিমুখ থাকবে উত্তর-পশ্চিম দিকে অর্থাৎ পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের দিকে ৷ এর জন্য দক্ষিণবঙ্গে কোনও ঝড়-বৃষ্টি হবে না, ঝোড়ো হাওয়া বইবে না ৷ 11 তারিখ এই ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম অভিমুখে রওনা দিতে পারে ৷ 12 মে ঘূর্ণিঝড়টি পূর্ব-উত্তর-পূর্ব দিকে ঘুরে যেতে পারে বাংলাদেশ-মায়ানমার উপকূলের দিকে এগোবে বলে মনে করা হচ্ছে ৷ তবে এর রাজ্যে উপর কতটা প্রভাব পড়বে তা এখনই নিশ্চিত করে বলতে পারছে না হাওয়া অফিস ৷ এই ঘূর্ণিঝড়টি দক্ষিণবঙ্গের উপকূলীয় অঞ্চলের কতটা কাছ দিয়ে যাবে, সেটা জানতে আরও কিছুটা সময় লাগবে ৷ সেই অনুযায়ী রাজ্যের উপকূলীয় অঞ্চলে প্রভাবের পূর্বাভাস দেওয়া হবে ৷

এখনও পর্যন্ত আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের জন্যই সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ৷ 8-12 মে পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে ৷ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং উপকূলীয় অঞ্চলগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে ৷ সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ৷

আজ, মঙ্গলবার বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের পশ্চিমের জেলাগুলি এবং হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনাতে তাপমাত্রা বৃদ্ধি পাবে ৷ 10 মে বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে ৷ 12 মে তাপমাত্রা আবার খানিকটা কমবে ৷ উত্তরবঙ্গের তাপমাত্রাও স্বাভাবিকের থেকে 3-5 ডিগ্রি বেশি থাকবে ৷ উত্তরে মালদা ও দিনাজপুরেও তাপপ্রবাহ সম্ভাবনা থাকছে ৷ সোমবার কলকাতা ও তার আশপাশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি ৷ 11 মে পর্যন্ত ফের শুষ্ক গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে ৷ আগামী 24 ঘণ্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 39 ডিগ্রি ও 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন: নতুন করে ভালোবাসার মানুষ খুঁজে পাবেন কারা, জানুন রাশিফলে

Last Updated : May 9, 2023, 7:27 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.