কলকাতা, 12 এপ্রিল: পুড়ছে বাংলা। প্রতিদিন তাপমাত্রার পারদ যেভাবে চড়ছে তাতে আইপিএলের ওভার প্রতি রানের স্ট্রাইক রেটেকেও প্রতিযোগিতায় ফেলে দিতে পারে ৷ শুকনো গরমের তাপ এতটাই যে আলিপুর হাওয়া অফিস বেশ কিছু সতর্কতাও জারি করে চলেছে ৷ বেলা এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত প্রয়োজন না পড়লে বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হচ্ছে ৷ হালকা সুতির পোশাক পরা থেকে খাবার- সবকিছুতে নিয়ম মেনে চলার কথা বলছেন আবহাওয়াবিদরা ৷
বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন পর্যন্ত তাপমাত্রার পারদ চড়তে থাকবে, একথা নতুন নয় ৷ সেই তাপমাত্রা তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি করে কি না, সেটাই এখন দেখার বিষয় ৷ কয়েকটি জেলা বিশেষত পশ্চিমের জেলাগুলিতে পারদ চল্লিশ ডিগ্রি পার করে যেতে পারে বলে জানানো হয়েছে ৷ সেই সম্ভাবনা কলকাতার ক্ষেত্রেও রয়েছে বলে মনে করছে হাওয়া অফিস ৷
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় আধিকারিক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "রাজ্যে দিনের তাপমাত্রা বাড়বে ৷ শুষ্ক আবহাওয়াই থাকবে ৷ দুই বঙ্গের কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই । মঙ্গলবার রাজ্যের একাধিক জায়গায় পারদ 38 ডিগ্রি পেরিয়েছে ৷ আজ এই তাপমাত্রা আরও বাড়বে ৷ 15-16 এপ্রিল পর্যন্ত এটাই চলবে ৷ আগামী পাঁচদিন বৃষ্টিহীন ৷" বাংলায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পারদ ছুঁয়ে ফেলা নতুন নয় ৷ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়াও এই প্রথমবার হচ্ছে না ৷ কিন্তু গরমের এই ইনিংস লম্বা সময় ধরে চলায় জীবন বিপর্যস্ত হয়েছে ৷
উত্তর ও মধ্যভারত থেকে শুষ্ক বাতাস বঙ্গে ঢুকে গরমের চরিত্র বদল করে ফেলেছে ৷ জলীয় বাষ্পের উপস্থিতিতে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকে ৷ একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ৷ চলতি মাসে পয়লা এপ্রিল ঝড় বৃষ্টি হয়েছে ৷ তারপর দীর্ঘ 11-12 দিন ধরে শুধুই শুষ্ক গরম ৷ এখন ঝড়-বৃষ্টির অপেক্ষায় সবাই ৷ কিন্তু হাত্তয়া অফিস সেরকম কোনও ইঙ্গিত দিতে পারেনি ৷ প্রচণ্ড দাবদাহের পরিস্থিতির পরে বৃষ্টি নির্দিষ্ট সময় ধরে আসবে কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে ৷
হাওয়া অফিস জানিয়েছে বর্ষা এবার স্বাভাবিক হবে ৷ মঙ্গলবার কলকাতা ও তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 38.6 ও 28.6 ডিগ্রি সেলসিয়াস ৷ দুটোই স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বোচ্চ পরিমাণ যথাক্রমে 87 ও 22 শতাংশ ৷ আজ বুধবার দিনের আকাশ রৌদ্রজ্বল থাকবে ৷ গরমে অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা ৷ বুধবার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 39 ডিগ্রি ও 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ অর্থাৎ তাপপ্রবাহের জোরালো পরিস্থিতি তৈরি হতে চলেছে ৷
আরও পড়ুন: ভালোবাসার মানুষের সঙ্গে সময় কাটাবেন তুলা রাশির জাতক-জাতিকারা