ETV Bharat / state

West Bengal Weather Update: বঙ্গে বৃষ্টির সতর্কতা, বুধে আবহাওয়া উন্নতির সম্ভাবনা - Weather Forecast of West Bengal

আগামী দু'দিন ভিজবে উত্তর থেকে দক্ষিণ ৷ এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (Weather Forecast of West Bengal)৷ বুধবার থেকে ধীরে ধীরে আবহাওয়া উন্নতির সম্ভাবনা ৷

Etv Bharat
বৃষ্টির পূর্বাভাস
author img

By

Published : Mar 20, 2023, 7:16 AM IST

কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া জানাচ্ছেন হাওয়া অফিসের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 20 মার্চ: পাঁচ মাস পরে বৃষ্টি বঙ্গে (Rain Possibility in Bengal)৷ অনেকদিন পরে বৃষ্টি শুরু হলেও তা যথেষ্ট প্রভাব ফেলেছে চৈত্রের আবহাওয়ায় । ভ্যাপসা গরমের লেশমাত্র নেই । বদলে হালকা ঠান্ডার আমেজ । নতুন সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত এই আবহাওয়া চলবে ।

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে । দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়া কিছু জায়গায় ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে । বাংলাদেশ সংলগ্ন পূর্বদিকের জেলা অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে তুলনামূলক বৃষ্টি বেশি হবে । আজ ও আগামিকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে । বুধবার দু এক জায়গায় হালকা বৃষ্টির পর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে । 23 মার্চ থেকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে । আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া থাকবে । কলকাতায় এই আবহাওয়া আগামী দু'দিন বজায় থাকবে । বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে । বৃহস্পতিবার আকাশ পরিষ্কার হয়ে যাবে ।"

দক্ষিণবঙ্গে আগামী দু'দিন তাপমাত্রা একটু কম থাকবে । মঙ্গলবার থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে । উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘণ্টা মালদা এবং দুই দিনাজপুর-সহ কোচবিহারে একটু বৃষ্টি বেশি হবে । সেই সঙ্গে উপরের জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে । আজ ও আগামিকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে একটু বেশি বৃষ্টি হবে । বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে ।"

রবিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 8 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92 শতাংশ । বৃষ্টিপাতের পরিমাণ 5.3 মিলিমিটার । আজ সোমবার আকাশ মেঘলা থাকবে । সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ও 20 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : বন্ধুত্বের সম্পর্ক প্রেমের সম্পর্কে পরিণতি পাবে কুম্ভ রাশির

কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া জানাচ্ছেন হাওয়া অফিসের আধিকারিক সৌরিশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা, 20 মার্চ: পাঁচ মাস পরে বৃষ্টি বঙ্গে (Rain Possibility in Bengal)৷ অনেকদিন পরে বৃষ্টি শুরু হলেও তা যথেষ্ট প্রভাব ফেলেছে চৈত্রের আবহাওয়ায় । ভ্যাপসা গরমের লেশমাত্র নেই । বদলে হালকা ঠান্ডার আমেজ । নতুন সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত এই আবহাওয়া চলবে ।

এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা থাকবে । দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়া কিছু জায়গায় ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে । বাংলাদেশ সংলগ্ন পূর্বদিকের জেলা অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে তুলনামূলক বৃষ্টি বেশি হবে । আজ ও আগামিকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমবে । বুধবার দু এক জায়গায় হালকা বৃষ্টির পর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি হবে । 23 মার্চ থেকে দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে । আজ কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া থাকবে । কলকাতায় এই আবহাওয়া আগামী দু'দিন বজায় থাকবে । বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হবে । বৃহস্পতিবার আকাশ পরিষ্কার হয়ে যাবে ।"

দক্ষিণবঙ্গে আগামী দু'দিন তাপমাত্রা একটু কম থাকবে । মঙ্গলবার থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে । উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী 24 ঘণ্টা মালদা এবং দুই দিনাজপুর-সহ কোচবিহারে একটু বৃষ্টি বেশি হবে । সেই সঙ্গে উপরের জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে । আজ ও আগামিকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে একটু বেশি বৃষ্টি হবে । বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে ।"

রবিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 8 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.7 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 92 শতাংশ । বৃষ্টিপাতের পরিমাণ 5.3 মিলিমিটার । আজ সোমবার আকাশ মেঘলা থাকবে । সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ও 20 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : বন্ধুত্বের সম্পর্ক প্রেমের সম্পর্কে পরিণতি পাবে কুম্ভ রাশির

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.