ETV Bharat / state

West Bengal Weather Update: আবহাওয়ার খামখেয়ালিপনায় উষ্ণ ভালোবাসার সপ্তাহ - পশ্চিমবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গে সামান্য বাড়বে তাপমাত্রা ৷ উত্তরের চার জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস ৷ জেনে নিন আজ কেমন থাকবে আবহাওয়া (Weather Update of West Bengal)৷

Etv Bharat
আবহাওয়ার খবর
author img

By

Published : Feb 13, 2023, 7:17 AM IST

কলকাতা, 13 ফেব্রুয়ারি: শহরের উষ্ণতম দিনে/ পিচ গলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস/ তোমায় দিলাম আজ । মহীনের ঘোড়াগুলির বিখ্যাত এই গানের কলি চলতি ভালোবাসার সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস বলে দিচ্ছে । পিচ গলা গরম হয়ত পড়েনি । কিন্তু ত্বকে ছ্যাঁকা লাগা গরমে প্রিয়তমর সঙ্গে পথ চলা কঠিন হয়ে দাঁড়াচ্ছে । বৃষ্টির বিশ্বাস দেওয়ার অঙ্গীকার মিথ্যে হয়ে দাঁড়াচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে (West Bengal Weather Forecast)। হাওয়া অফিস আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে তাতে বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে । বৃষ্টির কোনও আভাস নেই । এরই মধ্যে আশার আলো রয়েছে । প্রথম তিনদিন রাতের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি কমবে । পরবর্তী দু'দিন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়বে ।

হাওয়া অফিস আগেই বলেছিল কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা বাড়তে শুরু করবে । রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়তে শুরু করেছে । জেলা শহরগুলোতেও শীতের হালকা আমেজ নেই । ভোরের দিকে কুয়াশা থাকলেও দিন বাড়লে রোদের তাপ অনুভব হচ্ছে ।

উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী তিনদিন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে । পরবর্তী দু'দিন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে । উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলার মধ্যে চারটে জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কুয়াশার দাপট দুই বঙ্গেই চলবে । এভাবেই ঠান্ডা গরমের খামখেয়ালিপনায় গরম পড়বে । সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : ভালোবাসার মরশুমে বিবাহ যোগ কোন কোন রাশির জানুন রাশিফলে

কলকাতা, 13 ফেব্রুয়ারি: শহরের উষ্ণতম দিনে/ পিচ গলা রোদ্দুরে বৃষ্টির বিশ্বাস/ তোমায় দিলাম আজ । মহীনের ঘোড়াগুলির বিখ্যাত এই গানের কলি চলতি ভালোবাসার সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস বলে দিচ্ছে । পিচ গলা গরম হয়ত পড়েনি । কিন্তু ত্বকে ছ্যাঁকা লাগা গরমে প্রিয়তমর সঙ্গে পথ চলা কঠিন হয়ে দাঁড়াচ্ছে । বৃষ্টির বিশ্বাস দেওয়ার অঙ্গীকার মিথ্যে হয়ে দাঁড়াচ্ছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে (West Bengal Weather Forecast)। হাওয়া অফিস আগামী পাঁচদিনের যে পূর্বাভাস দিয়েছে তাতে বলা হচ্ছে শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে । বৃষ্টির কোনও আভাস নেই । এরই মধ্যে আশার আলো রয়েছে । প্রথম তিনদিন রাতের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি কমবে । পরবর্তী দু'দিন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বাড়বে ।

হাওয়া অফিস আগেই বলেছিল কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রা বাড়তে শুরু করবে । রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । দক্ষিণবঙ্গ জুড়েই পারদ চড়তে শুরু করেছে । জেলা শহরগুলোতেও শীতের হালকা আমেজ নেই । ভোরের দিকে কুয়াশা থাকলেও দিন বাড়লে রোদের তাপ অনুভব হচ্ছে ।

উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী তিনদিন রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে । পরবর্তী দু'দিন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি বাড়বে । উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলার মধ্যে চারটে জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কুয়াশার দাপট দুই বঙ্গেই চলবে । এভাবেই ঠান্ডা গরমের খামখেয়ালিপনায় গরম পড়বে । সোমবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে ।

আরও পড়ুন : ভালোবাসার মরশুমে বিবাহ যোগ কোন কোন রাশির জানুন রাশিফলে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.