কলকাতা, 29 জানুয়ারি: উষ্ণতম জানুয়ারি মাস । শীতকালেও উষ্ণতার অস্বস্তি । আবহাওয়ার এই পরিবর্তন ধন্দে ফেলেছে আবহাওয়াবিদদের (Weather Update of West Bengal)। নতুন বছরের শুরুতেই জানুয়ারি মাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 19.7 ডিগ্রি সেলসিয়াস । তথ্য বলছে, গত বছর 15 থেকে 31 জানুয়ারির মধ্যে তাপমাত্রা 18 ডিগ্রির নিচে ছিল । 2021 সালে জানুয়ারি মাস পারদ ছুঁয়েছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস । 2020 সালের জানুয়ারিতে তাপমাত্রার পারদ চড়েছিল 18.8 ডিগ্রি সেলসিয়াস । আর 2019-এ জানুয়ারির তাপমাত্রা ছিল 18.6 ডিগ্রি সেলসিয়াস ।
শেষ পাঁচ বছরে 15 জানুয়ারি থেকে 31 জানুয়ারির তাপমাত্রার এই উর্ধ্বগতি এবার নজির গড়েছে । বঙ্গে শীত আর দীর্ঘায়ু নয় । কিন্তু তা বলে ভরা মাঘ মাসে বসন্তের উষ্ণতা শীতের আমেজে থাবা বসাবে ? শীতবিলাসীদের মনখারাপের জন্য এই উষ্ণতা যথেষ্ট । হাওয়া অফিস বলছে আজ রবিবার থেকে তাপমাত্রা সামান্য কমবে । আগামিকাল সোমবার দুই থেকে তিন ডিগ্রি নামবে পারদ । কলকাতার ক্ষেত্রে পারদ নেমে 15 ডিগ্রির আশেপাশে চলে আসতে পারে । জেলায় তা 12 ডিগ্রির কাছাকাছি থাকবে ।
তবে এই পারদ পতন বেশিদিনের জন্য নয় । ফেব্রুয়ারির প্রথম দিকেই এই মরশুমের মতো শীত বিদায়ের পথে পা বাড়াবে । শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । ফলে জনজীবনে গরম জামাকাপড় ভার হয়ে উঠেছে । রবিবারের ভোর কুয়াশাচ্ছন্ন হলেও দিনের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ও 17 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন : আর্থিক লাভের জন্য আজ ভালো দিন নয় কুম্ভ রাশির জাতক-জাতিকাদের, আপনার ভাগ্যে কী রয়েছে ?