কলকাতা, 23 মার্চ : তাপমাত্রার পারদ যা দেখাচ্ছে, অনুভূতি তার বেশি হচ্ছে । ফলে চৈত্র মাসের মাঝামাঝি অস্বস্তি চরমে । ঘূর্ণাবর্ত বয়ে চললেও তার প্রভাব বঙ্গে নেই তা আলিপুর আগেই জানিয়ে দিয়েছিল (IMD Kolkata says temperature may rise in West Bengal) । হাওয়া অফিসের আবহাওয়াবিদ জি কে দাস বলছেন, "বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপটি ছিল, তা গভীর নিম্নচাপে পরিণত হয়ে মায়ানমারের দিকে চলে গিয়েছে ।"
এর ফলে শুধুমাত্র উত্তর-পশ্চিম দিকে হাওয়ার প্রভাব থাকছে । দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই । তবে উত্তরবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার জেরে সিকিম, দার্জিলিং, জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে । উত্তরবঙ্গ ছিটেফোঁটা বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না । শুধু আগামী 2-3 দিন অর্থাৎ এই সপ্তাহে কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ।
আরও পড়ুন : ETV Bharat Horoscope for 23th March : কাদের প্রেম জীবনে আসতে পারে সমস্যা, জানতে দেখুন রাশিফল
বুধবার রাতের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেড়ে 35.6 ডিগ্রি সেলসিয়াস হয়েছে । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেড়ে 25.4 ডিগ্রিতে পৌঁছেছে । বুধবার রৌদ্রজ্জ্বল দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে । তবে পারদ কাঁটা যেখানেই থাকুক না কেন অস্বস্তি চরমে থাকবে ।