ETV Bharat / state

West Bengal Weather Update : তপ্ত দিনের ক্লান্তি ঘোচাবে কালবৈশাখী, পূর্বাভাস হাওয়া অফিসের

author img

By

Published : Mar 27, 2022, 7:19 AM IST

গতকাল আকাশ মেঘলা ছিল ৷ আজ থেকে আকাশ পরিষ্কার থাকবে (West Bengal Weather Update) ৷

Summer in Bengal
পশ্চিমবঙ্গে গ্রীষ্ম

কলকাতা, 27 মার্চ : চৈত্রের শুরু ৷ এমন সময়ে একদিকে যেমন দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হয়, অন্যদিকে তেমনই বিকেল বা সন্ধেনাগাদ কালবৈশাখী দিনের সব ক্লান্তি দূর করে ৷ এ বছরও এই পূর্বাভাসই দিয়েছে আলিপুর হাওয়া অফিস (IMD Kolkata says Kalbaishakhi may hit some parts of West Bengal) ৷

দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে ৷ আগামী 5 দিন দক্ষিণের তাপমাত্রার তেমন একটা পরিবর্তন হবে না ৷ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে ৷ দিনের তাপমাত্রায় বিশাল কিছু বদল না হলেও আগামী 4-5 দিনে স্বাভাবিকের থেকে 2-3 ডিগ্রি বাড়তে পারে ৷

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 27th March : প্রেম জীবন শান্তিপূর্ণ, তবে ভেবেচিন্তে খরচ করুন এই রাশির জাতকরা

রোববার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে, জানিয়েছে হাওয়া অফিস ৷ শনিবার এই অঞ্চলে রাতের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কমে ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি বেড়ে 27 ডিগ্রিতে পৌঁছেছে ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 85 শতাংশ এবং 64 শতাংশ ৷ আজ, রোববার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

কলকাতা, 27 মার্চ : চৈত্রের শুরু ৷ এমন সময়ে একদিকে যেমন দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হয়, অন্যদিকে তেমনই বিকেল বা সন্ধেনাগাদ কালবৈশাখী দিনের সব ক্লান্তি দূর করে ৷ এ বছরও এই পূর্বাভাসই দিয়েছে আলিপুর হাওয়া অফিস (IMD Kolkata says Kalbaishakhi may hit some parts of West Bengal) ৷

দক্ষিণবঙ্গে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ বাকি জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে ৷ আগামী 5 দিন দক্ষিণের তাপমাত্রার তেমন একটা পরিবর্তন হবে না ৷ উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে ৷ দিনের তাপমাত্রায় বিশাল কিছু বদল না হলেও আগামী 4-5 দিনে স্বাভাবিকের থেকে 2-3 ডিগ্রি বাড়তে পারে ৷

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 27th March : প্রেম জীবন শান্তিপূর্ণ, তবে ভেবেচিন্তে খরচ করুন এই রাশির জাতকরা

রোববার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে, জানিয়েছে হাওয়া অফিস ৷ শনিবার এই অঞ্চলে রাতের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কমে ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি বেড়ে 27 ডিগ্রিতে পৌঁছেছে ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 85 শতাংশ এবং 64 শতাংশ ৷ আজ, রোববার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি এবং 27 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.