ETV Bharat / sports

ভারতীয় ব্যাটিংয়ের ফের অসহায় আত্মসমর্পণ, মেলবোর্নে লজ্জার হার রোহিতদের - BORDER GAVASKAR TROPHY

এমসিজিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং ৷ 340 রান তাড়া করতে নেমে লজ্জার হার হজম করল রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি ৷

IND VS AUS TEST
মেলবোর্নে লজ্জার হার রোহিতদের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 30, 2024, 11:57 AM IST

Updated : Dec 30, 2024, 12:18 PM IST

মেলবোর্ন, 30 ডিসেম্বর: মেলবোর্নে এ যাবৎ চতুর্থ ইনিংসে সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির রয়েছে ইংল্যান্ডের ঝুলিতে ৷ তাও আবার 96 বছর আগে ৷ 1928 সালে 332 রান তাড়া করে থ্রি-লায়ন্সের জয়ের নজির আজও অক্ষত ৷ সোমবার মেলবোর্নে তাই ভারত 340 রান তাড়া করে জিতবে, এমনটা প্রত্য়াশা করেননি ভারতের অতি বড় সমর্থকও ৷ তবে ভারত যেটা করতে পারত সেটা হল চতুর্থ ম্য়াচ ড্র রেখে সিডনি টেস্টে জয়ের জন্য অলআউট ঝাঁপানো ৷

কিন্তু ভারতীয় ব্য়াটিং লাইনের এতটাই হতশ্রী দশা যে, সারাদিন ব্যাট করার ক্ষমতা হারিয়েছে তারা ৷ রোহিত শর্মা, বিরাট কোহলির মত বাঘা-বাঘা ব্য়াটাররা থেকেও নেই ৷ ফলাফল যা হওয়ার তাই হল ৷ যশস্বী জয়সওয়ালের প্রতিরোধ সত্ত্বেও এমসিজিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং ৷ 340 রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে 155 রানে গুটিয়ে গেল ভারত ৷ 184 রানে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার আশা কার্যত শেষ হয়ে গেল টিম ইন্ডিয়ার ৷

ওপেনার যশস্বী জয়সওয়াল 84 রান করে আউট হলেন বিতর্কিত সিদ্ধান্তে ৷ চতুর্থ উইকেটে জয়সওয়াল ও পন্তের 88 রানের জুটি বাদ দিলে ভারতীয় ব্য়াটিং নিয়ে যত কম বলা যায় তত ভালো ৷ পন্ত আউট হলেন 30 রান ৷ এই দুই ব্য়াটারকে বাদ দিয়ে দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি আর কোনও ভারতীয় ব্য়াটার ৷ এক রানে ফিরলেন গত ইনিংসে শতরান করে নায়ক বনে যাওয়া নীতীশ কুমার রেড্ডি ৷ সবমিলিয়ে 79.1 ওভারে 155 রানে অলআউট হয়ে যায় ভারত ৷ 45 বলে 5 রানে অপরাজিত থেকে যান ওয়াশিংটন সুন্দর ৷

অজি অধিনায়ক প্য়াট কামিন্স এবং স্কট বোল্যান্ড তিনটি করে উইকেট নিয়েই মূলত ভাঙেন ভারতীয় ব্য়াটিংকে ৷ জোড়া উইকেট যায় ন্য়াথন লায়নের ঝুলিতে ৷ পন্তকে ফেরান স্টপগ্য়াপ স্পিনার ট্রাভিস হেড ৷ যা গুরুত্বপূর্ণ সময়ে মহামূল্যবান হয়ে থাকল অস্ট্রেলিয়ার জন্য ৷ জয়ের ফলে পাঁচম্য়াচের সিরিজে 2-1 এগিয়ে গেল ব্য়াগি গ্রিন শিবির ৷ বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রাখতে শেষ টেস্টে জয় ছাড়া গতি নেই ভারতের ৷ এর আগে দিনের শুরুতে মাত্র ছয় রান যোগ করে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় 234 রানে ৷ ফের পাঁচ উইকেট নেন জসপ্রীত বুমরা ৷ কিন্তু দিনের শেষে তাঁর সেই লড়াই যোগ্য মর্যাদা পেল কোথায়?

আরও পড়ুন:

মেলবোর্ন, 30 ডিসেম্বর: মেলবোর্নে এ যাবৎ চতুর্থ ইনিংসে সর্বাধিক রান তাড়া করে জয়ের নজির রয়েছে ইংল্যান্ডের ঝুলিতে ৷ তাও আবার 96 বছর আগে ৷ 1928 সালে 332 রান তাড়া করে থ্রি-লায়ন্সের জয়ের নজির আজও অক্ষত ৷ সোমবার মেলবোর্নে তাই ভারত 340 রান তাড়া করে জিতবে, এমনটা প্রত্য়াশা করেননি ভারতের অতি বড় সমর্থকও ৷ তবে ভারত যেটা করতে পারত সেটা হল চতুর্থ ম্য়াচ ড্র রেখে সিডনি টেস্টে জয়ের জন্য অলআউট ঝাঁপানো ৷

কিন্তু ভারতীয় ব্য়াটিং লাইনের এতটাই হতশ্রী দশা যে, সারাদিন ব্যাট করার ক্ষমতা হারিয়েছে তারা ৷ রোহিত শর্মা, বিরাট কোহলির মত বাঘা-বাঘা ব্য়াটাররা থেকেও নেই ৷ ফলাফল যা হওয়ার তাই হল ৷ যশস্বী জয়সওয়ালের প্রতিরোধ সত্ত্বেও এমসিজিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ভারতীয় ব্যাটিং ৷ 340 রান তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে 155 রানে গুটিয়ে গেল ভারত ৷ 184 রানে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার আশা কার্যত শেষ হয়ে গেল টিম ইন্ডিয়ার ৷

ওপেনার যশস্বী জয়সওয়াল 84 রান করে আউট হলেন বিতর্কিত সিদ্ধান্তে ৷ চতুর্থ উইকেটে জয়সওয়াল ও পন্তের 88 রানের জুটি বাদ দিলে ভারতীয় ব্য়াটিং নিয়ে যত কম বলা যায় তত ভালো ৷ পন্ত আউট হলেন 30 রান ৷ এই দুই ব্য়াটারকে বাদ দিয়ে দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি আর কোনও ভারতীয় ব্য়াটার ৷ এক রানে ফিরলেন গত ইনিংসে শতরান করে নায়ক বনে যাওয়া নীতীশ কুমার রেড্ডি ৷ সবমিলিয়ে 79.1 ওভারে 155 রানে অলআউট হয়ে যায় ভারত ৷ 45 বলে 5 রানে অপরাজিত থেকে যান ওয়াশিংটন সুন্দর ৷

অজি অধিনায়ক প্য়াট কামিন্স এবং স্কট বোল্যান্ড তিনটি করে উইকেট নিয়েই মূলত ভাঙেন ভারতীয় ব্য়াটিংকে ৷ জোড়া উইকেট যায় ন্য়াথন লায়নের ঝুলিতে ৷ পন্তকে ফেরান স্টপগ্য়াপ স্পিনার ট্রাভিস হেড ৷ যা গুরুত্বপূর্ণ সময়ে মহামূল্যবান হয়ে থাকল অস্ট্রেলিয়ার জন্য ৷ জয়ের ফলে পাঁচম্য়াচের সিরিজে 2-1 এগিয়ে গেল ব্য়াগি গ্রিন শিবির ৷ বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রাখতে শেষ টেস্টে জয় ছাড়া গতি নেই ভারতের ৷ এর আগে দিনের শুরুতে মাত্র ছয় রান যোগ করে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস শেষ হয় 234 রানে ৷ ফের পাঁচ উইকেট নেন জসপ্রীত বুমরা ৷ কিন্তু দিনের শেষে তাঁর সেই লড়াই যোগ্য মর্যাদা পেল কোথায়?

আরও পড়ুন:

Last Updated : Dec 30, 2024, 12:18 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.