কলকাতা, 21 মার্চ : ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ । শক্তি বাড়িয়ে তা ক্রমে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে । দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের কাছে তার অবস্থান হলেও পরবর্তীতে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এরপর ঘূর্ণিঝড়টি আরও উত্তর দিকে সরে যাবে। যেহেতু উপকূল থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়টি অবস্থান করছে পূর্বভারতের কোনও জায়গাতেই প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশচন্দ্র দাস (IMD Kolkata says Cyclone Asani would not disturb Bengal much) ।
ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের কারণে এই রাজ্যে কোনও প্রভাব না পড়ায় আগামী তিন-চারদিন আবহাওয়া শুষ্ক থাকবে । তবে এই সময় মৎস্যজীবীরা যাতে সমুদ্রে না যায় সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে এবং সতর্কবার্তা জারি করা হয়েছে । পুলিশ প্রশাসন তার জন্য মাইকিং করছেন ।
এদিকে তাপমাত্রার পারদ প্রতিদিন চড়ছে । হাওয়া অফিস থেকে জানা গিয়েছে বঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই থেকে তিন ডিগ্রি বেশি থাকবে । ফলে আরও গরম বাড়বে ।
আরও পড়ুন : Corona Update in Bengal : ফের করোনায় মৃত্যু শূন্য বাংলা, আক্রান্ত 45
রবিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে রাতের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 35.01 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.01 ডিগ্রি যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি বেশি । সপ্তাহের প্রথম দিন সোমবার রৌদ্রজ্জ্বল আকাশ । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 35 ডিগ্রি থেকে 25 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে ।