কলকাতা, 25 ডিসেম্বর: কুয়াশাচ্ছন্ন ভোরের হাত ধরে শুরু হল বড়দিন । তবে কড়া নয়, আজ মিঠে রোদের সঙ্গে আংশিক মেঘলা আকাশে বড়দিন যাপন করবে রাজ্যবাসী । আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস সেকথাই বলছে ৷ রবিবারের সকাল ছিল কুয়াশা ঘেরা। ফলে রেল এবং সড়কপথে ট্রেন ও যানবাহন চলাচলে ব্যাপক দেরি হয়েছে । আকাশ মেঘলা থাকায় সারাদিনে মাটি থেকে তৈরি হওয়া উত্তাপ বাইরে যেতে পারে না । ফলস্বরূপ রাতের সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে । গত তিনদিন ধরেই উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই কিংবা তিন ডিগ্রি বেশি রয়েছে ।
হাওয়া অফিস বলছে, বড়দিন গত দুই তিন বছরের মত এবছরও 'উষ্ণ' । আগামী পাঁচ দিনের যে পূর্বাভাস হাওয়া অফিস দিয়েছে তাতে বঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে । ভোরে কুয়াশার দাপট চলবে । দিনের তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই। আকাশে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই । দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও শীত 'চুরি' হয়েছে । সেখানেও যে কনকনে ঠান্ডা ছিল তা অনেকটাই কমে গিয়েছে । তবে কুয়াশার দাপট রয়েছে ।
সিকিমে আজ তুষারপাতের সম্ভাবনা রয়েছে । চলতি সপ্তাহটা এভাবেই চলবে বলে আলিপুর আবহাওয়া অফিস ৷ রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95 শতাংশ । আজ সোমবার কুয়াশাচ্ছন্ন ভোর থাকবে । দিনের আকাশ আংশিক মেঘলা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 এবং 17 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।
আরও পড়ুন :
1 প্রভুর মাহাত্ম্য বর্ণনা করে এই রাতেই সন্ন্যাস নেন স্বামীজী, বড়দিনে যীশুপুজো রামকৃষ্ণ মিশনে
2 কন্যাশ্রী থেকে রূপশ্রী সবই দেন, বাংলার আসল সান্তাক্লজ মমতা বন্দ্যোপাধ্যায়; দাবি ফিরহাদের
3 বড়দিনে এবার শুধু ফ্রুট কেক নয়, ছানা থেকে ওয়াইন-রাম কেক কিনতে উপচে পড়া ভিড়