ETV Bharat / state

West Bengal Weather Update : উত্তরবঙ্গে ভারী বৃষ্টিতে ভূমি ধসের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি - উত্তরবঙ্গে ভূমি ধস

16 জুন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে (West Bengal Weather Update) বেশি বৃষ্টি হবে । এমনিতেই উত্তরের পাঁচটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ভূমিধসের কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস ৷ এবার দক্ষিণে বর্ষা দুর্বল থাকবে ৷

Weather Update
উত্তরবঙ্গে অতি বৃষ্টির সতর্কতা
author img

By

Published : Jun 15, 2022, 7:32 AM IST

কলকাতা, 15 জুন : উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস ৷ আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী পাঁচদিন উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Update) । বিশেষত আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে 16 জুন বেশি বৃষ্টি হতে পারে ৷

একটানা পাঁচদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাবে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভূমিধসের সম্ভাবনা রয়েছে । উত্তরের তিস্তা, তোর্সা, জলঢাকা, কালচিনি-সহ সব নদীতে জলস্তর বৃদ্ধি পাবে । নিচু জমিতে জল জমে যাওয়ার সম্ভাবনা চাষবাসের ক্ষতির সম্ভাবনা । এ বিষয়ে চাষিদের সতর্কবার্তা দিলেন উপ-অধিকর্তা ৷ পাহাড়ি অঞ্চলে দৃশ্যমানতা অনেকটাই কমবে । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন না হলেও তারপর থেকে 2-3 ডিগ্রি কমবে ।

উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে, জানালেন উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "16 জুন দক্ষিণবঙ্গের কিছু অংশে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মৌসুমী বায়ু প্রবেশ করবে ৷ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও দক্ষিণে বর্ষা দুর্বল হবে ।" আগামী 24 ঘণ্টায় দক্ষিণের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না । তবে তারপর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় তাপমাত্রা সামান্য কমতে পারে । দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হলে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমবে ।

আরও পড়ুন : বাড়ির বাইরে পা দেওয়ার জো নেই, পুরুলিয়ায় পারদ চড়ল একচল্লিশে

এই মুহূর্তে কলকাতা এবং তার আশপাশে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি বেশি হওয়ায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বেশি । মঙ্গলবার সন্ধেয় কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে । মিনিট খানেকের জন্য উত্তর পূর্ব দিক থেকে ঘণ্টায় 59 কিলোমিটার বেগে কালবৈশাখী হয়েছে । এদিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ছিল, 35.6 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা 29.5 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 87 শতাংশ ৷ বুধবারও দিনের আকাশ মেঘলা থাকবে এবং সন্ধেয় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ও 24 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ।

কলকাতা, 15 জুন : উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস ৷ আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানালেন, আগামী পাঁচদিন উত্তরবঙ্গে উপরের দিকের পাঁচটি জেলা- দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে (West Bengal Weather Update) । বিশেষত আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে 16 জুন বেশি বৃষ্টি হতে পারে ৷

একটানা পাঁচদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাবে দার্জিলিং এবং কালিম্পংয়ে ভূমিধসের সম্ভাবনা রয়েছে । উত্তরের তিস্তা, তোর্সা, জলঢাকা, কালচিনি-সহ সব নদীতে জলস্তর বৃদ্ধি পাবে । নিচু জমিতে জল জমে যাওয়ার সম্ভাবনা চাষবাসের ক্ষতির সম্ভাবনা । এ বিষয়ে চাষিদের সতর্কবার্তা দিলেন উপ-অধিকর্তা ৷ পাহাড়ি অঞ্চলে দৃশ্যমানতা অনেকটাই কমবে । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন না হলেও তারপর থেকে 2-3 ডিগ্রি কমবে ।

উত্তর ও দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে, জানালেন উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "16 জুন দক্ষিণবঙ্গের কিছু অংশে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে মৌসুমী বায়ু প্রবেশ করবে ৷ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও দক্ষিণে বর্ষা দুর্বল হবে ।" আগামী 24 ঘণ্টায় দক্ষিণের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না । তবে তারপর থেকে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় তাপমাত্রা সামান্য কমতে পারে । দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হলে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা কমবে ।

আরও পড়ুন : বাড়ির বাইরে পা দেওয়ার জো নেই, পুরুলিয়ায় পারদ চড়ল একচল্লিশে

এই মুহূর্তে কলকাতা এবং তার আশপাশে রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে কয়েক ডিগ্রি বেশি হওয়ায় গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বেশি । মঙ্গলবার সন্ধেয় কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে প্রবল ঝড় বৃষ্টি হয়েছে । মিনিট খানেকের জন্য উত্তর পূর্ব দিক থেকে ঘণ্টায় 59 কিলোমিটার বেগে কালবৈশাখী হয়েছে । এদিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ছিল, 35.6 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা 29.5 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 87 শতাংশ ৷ বুধবারও দিনের আকাশ মেঘলা থাকবে এবং সন্ধেয় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে । এদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ও 24 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.