ETV Bharat / state

West Bengal Weather Update : উত্তর থেকে দক্ষিণ, রাজ্যজুড়ে চলবে প্রাক বর্ষার বৃষ্টি - weather update of west bengal

দিনের বেলা চড়া রোদ আর সন্ধ্যা নামলেই ঝড়-বৃষ্টি ৷ এই হচ্ছে এখন দক্ষিণবঙ্গের রোজকার আবহাওয়া (West Bengal Weather Update) ৷ আর উত্তরবঙ্গ তো গ্রীষ্মের শুরু থেকেই ভিজছে ৷ তবে কি এই বৃষ্টির হাত ধরেই বঙ্গে বর্ষার আগমন হবে ? কী বলছে হাওয়া অফিস ?

Weather Update of West Bengal
বঙ্গের আবহাওয়ার খবর
author img

By

Published : May 18, 2022, 7:17 AM IST

কলকাতা, 18 মে : দেশের উত্তর-পূর্ব রাজ্যে বন্যা পরিস্থিতি । বৃষ্টির তোড়ে উপচে পড়েছে নদী । গ্রীষ্মের প্রথম দিন থেকে বৃষ্টি থেকে বঞ্চিত হয়নি হিমালয়ের পাদদেশের রাজ্যগুলো । দক্ষিণবঙ্গে যখন তাপপ্রবাহ চলছিল তখন থেকেই ভিজছে উত্তরবঙ্গ ৷

ঘূর্ণিঝড় অশনির পরবর্তী কয়েকদিনে দক্ষিণবঙ্গে প্রতিদিন নিয়ম করে ঝড়-বৃষ্টি হচ্ছে (Rain Possibility All Over West Bengal)। ফলে সেই ভ্যাপসা গরমের অতিষ্ঠ হওয়া জীবন এখন আর নেই । দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে মঙ্গলবার বিকেল থেকেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হয়েছে । বাদ যায়নি হাওড়া, দক্ষিণ 24 পরগনা ও কলকাতার কিছু অংশও । দিনের আর্দ্রতাজনিত গরমের অস্বস্তি সরিয়ে বিকেলের ঝড়-বৃষ্টিতে স্বস্তি ফিরেছে দক্ষিণে । একই সঙ্গে এই স্বস্তি বঙ্গে বর্ষার আগাম প্রবেশের ইঙ্গিত দিতে শুরু করেছে ।

আলিপুর আবহাওয়া (Weather Forecast of West Bengal) অফিস বলছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ভরা বাতাস প্রবেশের ফলেই এই ঝড়-বৃষ্টি । ইতিমধ্যে বর্ষা আন্দামানে প্রবেশ করেছে । কেরালায় চলতি মাসের শেষে বা জুন মাসের শুরুতে প্রবেশ করবে । তারই রেশ ধরে বঙ্গে নির্ধারিত সময়ের আগেই বর্ষা আসবে বলে মনে করা হচ্ছে । বর্ষা আসার অনুকূল পরিস্থিতিও রয়েছে বঙ্গে ৷

মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস । বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ও সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

আরও পড়ুন : Benefits of Dancing : জানেন কি নাচই হতে পারে জিমের বড় বিকল্প ?

কলকাতা, 18 মে : দেশের উত্তর-পূর্ব রাজ্যে বন্যা পরিস্থিতি । বৃষ্টির তোড়ে উপচে পড়েছে নদী । গ্রীষ্মের প্রথম দিন থেকে বৃষ্টি থেকে বঞ্চিত হয়নি হিমালয়ের পাদদেশের রাজ্যগুলো । দক্ষিণবঙ্গে যখন তাপপ্রবাহ চলছিল তখন থেকেই ভিজছে উত্তরবঙ্গ ৷

ঘূর্ণিঝড় অশনির পরবর্তী কয়েকদিনে দক্ষিণবঙ্গে প্রতিদিন নিয়ম করে ঝড়-বৃষ্টি হচ্ছে (Rain Possibility All Over West Bengal)। ফলে সেই ভ্যাপসা গরমের অতিষ্ঠ হওয়া জীবন এখন আর নেই । দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে মঙ্গলবার বিকেল থেকেই বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হয়েছে । বাদ যায়নি হাওড়া, দক্ষিণ 24 পরগনা ও কলকাতার কিছু অংশও । দিনের আর্দ্রতাজনিত গরমের অস্বস্তি সরিয়ে বিকেলের ঝড়-বৃষ্টিতে স্বস্তি ফিরেছে দক্ষিণে । একই সঙ্গে এই স্বস্তি বঙ্গে বর্ষার আগাম প্রবেশের ইঙ্গিত দিতে শুরু করেছে ।

আলিপুর আবহাওয়া (Weather Forecast of West Bengal) অফিস বলছে, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ভরা বাতাস প্রবেশের ফলেই এই ঝড়-বৃষ্টি । ইতিমধ্যে বর্ষা আন্দামানে প্রবেশ করেছে । কেরালায় চলতি মাসের শেষে বা জুন মাসের শুরুতে প্রবেশ করবে । তারই রেশ ধরে বঙ্গে নির্ধারিত সময়ের আগেই বর্ষা আসবে বলে মনে করা হচ্ছে । বর্ষা আসার অনুকূল পরিস্থিতিও রয়েছে বঙ্গে ৷

মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.1 ডিগ্রি সেলসিয়াস । বুধবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে ও সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

আরও পড়ুন : Benefits of Dancing : জানেন কি নাচই হতে পারে জিমের বড় বিকল্প ?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.