কলকাতা, 6 এপ্রিল : কলকাতার আকাশ মেঘলা থাকবে । তবে বৃষ্টির সম্ভাবনা নেই । দক্ষিণবঙ্গে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন দেখা যাবে না, পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের (IMD Kolkata forecasts Partly cloudy sky) । আলিপুরের (Regional Meteorological Centre Kolkata) উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বললেন, "পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই বৃষ্টি হয়েছে । আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হয়েছে । উত্তরবঙ্গে এই বৃষ্টি আগামী চারদিন জারি থাকবে ।" উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে আগামী চারদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।
তবে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতার কথা জানিয়েছেন হাওয়া অফিসের উপ-অধিকর্তা ৷ আগামী চারদিন উত্তরের বাকি জেলাগুলোতও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই ৷ দক্ষিণ-পশ্চিম বায়ু রাজ্যের উপর দিয়ে উত্তরবঙ্গে পৌঁছে পাহাড়ে ধাক্কা খেয়ে এই বৃষ্টি হচ্ছে ৷ এই দক্ষিণ-পশ্চিম বায়ু এবং জলীয় বাষ্পপূর্ণ বাতাসের প্রভাবে দক্ষিণের উপকূলবর্তী জেলাগুলিতে তাপমাত্রা খুব বেশি বাড়বে না ৷ নিচের জেলা দুই দিনাজপুর, মালদা সেখানে হালকা বৃষ্টি হবে ।
উত্তরবঙ্গে বৃষ্টি এবং জলীয় বাষ্পপূর্ণ দমকা হাওয়ার ফলে ঘাম হলেও দক্ষিণে গরমের অস্বস্তি অনুভূত হবে না । মেঘলা থাকায় কিছুটা স্বস্তি মিলবে দক্ষিণবঙ্গে । আাগমী চারদিন উত্তর ও দক্ষিণ বঙ্গে তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না । মঙ্গলবার কলকাতা এবং তার আশেপাশে রাতের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কমে 32.6 ডিগ্রি সেলসিয়াস ছিল । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বৃদ্ধি পেয়ে 26.7 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছিল । বুধবার দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে ।