ETV Bharat / state

West Bengal Weather Update : রাজ্যে বর্ষার প্রবেশ, ভিজবে পাহাড় থেকে তিলোত্তমা - IMD Kolkata Forecasts Partly Cloudy Sky

দু'দিন আগে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে ৷ আর তাতে বৃষ্টি বাড়বে কলকাতায় । এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের তরফে ৷ যদিও উত্তরবঙ্গে অবিরাম বয়ে চলা বারিধারা খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও বঙ্গজুড়েই আগামী পাঁচদিন অব্যাহত থাকবে বরুণ দেবের আশির্বাদ (West Bengal Weather Update) ৷

Weather report
দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে
author img

By

Published : Jun 20, 2022, 7:18 AM IST

কলকাতা, 20 জুন : বঙ্গে বর্ষা প্রবেশ করেছে, জানিয়েছে হাওয়া অফিস । দুই 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, নদিয়া, দুই বর্ধমান ও বীরভূমে বর্ষা এসেছে । দক্ষিণবঙ্গে শনিবারই বর্ষা প্রবেশ করেছে । বাকি ছিল পশ্চিমের কয়েকটি জেলা ৷ সেই জেলাগুলিতেও রবিবার বর্ষা প্রবেশ করেছে (West Bengal Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । যদিও তাতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না । উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচদিনের মধ্যে দু'দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে খানিকটা কমবে বৃষ্টি । কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে আগামী পাঁচ দিন। সোমবার কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ।"

নতুন সপ্তাহের প্রথম চার থেকে পাঁচ দিনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে

আরও পড়ুন : সপ্তাহের প্রথম দিন কেমন যাবে ? জানতে দেখুন রাশিফল

দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পরে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েই চলেছে । নতুন সপ্তাহের প্রথম চার থেকে পাঁচ দিনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে । রবিবার সপ্তাহের শেষ দিন, কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের আকাশ ছিল মেঘলা । সর্বোচ্চ তাপমাত্রা 34.02 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সোমবার দিনের আকাশ মেঘলা । কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কলকাতা, 20 জুন : বঙ্গে বর্ষা প্রবেশ করেছে, জানিয়েছে হাওয়া অফিস । দুই 24 পরগনা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হুগলি, নদিয়া, দুই বর্ধমান ও বীরভূমে বর্ষা এসেছে । দক্ষিণবঙ্গে শনিবারই বর্ষা প্রবেশ করেছে । বাকি ছিল পশ্চিমের কয়েকটি জেলা ৷ সেই জেলাগুলিতেও রবিবার বর্ষা প্রবেশ করেছে (West Bengal Weather Update)।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । যদিও তাতে তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না । উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচদিনের মধ্যে দু'দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । আগামিকাল অর্থাৎ মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে খানিকটা কমবে বৃষ্টি । কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে আগামী পাঁচ দিন। সোমবার কলকাতায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে ।"

নতুন সপ্তাহের প্রথম চার থেকে পাঁচ দিনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে

আরও পড়ুন : সপ্তাহের প্রথম দিন কেমন যাবে ? জানতে দেখুন রাশিফল

দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পরে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েই চলেছে । নতুন সপ্তাহের প্রথম চার থেকে পাঁচ দিনে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে । রবিবার সপ্তাহের শেষ দিন, কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের আকাশ ছিল মেঘলা । সর্বোচ্চ তাপমাত্রা 34.02 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সোমবার দিনের আকাশ মেঘলা । কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির আশেপাশে থাকবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.