ETV Bharat / state

West Bengal Weather Forecast : দিনের আকাশে থাকবে রোদ, সন্ধের ইডেনে ঝরতে পারে ঘাম

এই ক'দিন প্রধানত আকাশ পরিষ্কার থাকছে ৷ তবে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে যাওয়ায় শীতের আমেজ উধাও হয়েছে ৷ নভেম্বরের শেষেও শহরবাসীর জন্য শীতের কোনও বার্তা জানায়নি আলিপুর আবহাওয়া অফিস (Alipore Meteorological Centre Weather Forecast) ৷

Kolkata Weather Forecast
কলকাতার আবহাওয়া
author img

By

Published : Nov 21, 2021, 7:55 AM IST

কলকাতা, 21 নভেম্বর : আজ রবিবার, হেমন্তের সন্ধে আর ইডেন ৷ তাই গঙ্গাপাড়ের ইডেনে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand Cricket Match at Eden Gardens in Kolkata) খেলা দেখতে গিয়ে মাথায় হিম পড়ে ঠাণ্ডা লাগতে পারে ভেবে যদি হালকা শীতবস্ত্র সঙ্গে রাখার কথা ভাবেন, তাহলে হয়তো ভুল হবে । হেমন্তের বিদায়বেলায় শীত এখনও থমকে । বাতাসে গরম হাওয়ার উপস্থিতিতে উল্টে অল্প হলেও গরমের অনুভব হতে পারে । অন্তত পারদের ওঠা-নামা সেই ইঙ্গিত দিচ্ছে ৷

গতকাল কলকাতা ও তৎসংলগ্ন (Kolkata and adjoining area weather forecast) অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ আজ ভোরের দিকে কিছুটা কুয়াশা থাকলেও আকাশ প্রধানত পরিষ্কার থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে জানিয়ে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

আরও পড়ুন : Rahul Dravid visits Eden Gardens : তিলোত্তমায় পৌঁছেই ইডেনের বাইশ গজে 'দ্য ওয়াল'

উত্তরবঙ্গের আবহাওয়ার (North Bengal Weather Forecast) কোনও পরিবর্তন না হলেও আগামী 3-5 দিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1-3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে ৷ দক্ষিণবঙ্গেও (South Bengal Weather Forecast) শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আর তাপমাত্রার তেমন কোনও বদলের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস ৷

নৈশলোকে খেলা মানে শিশিরের পরিমাণ জয়-পরাজয়ে অনুঘটক হিসাবে কাজ করে । ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় কলকাতায় পা দিয়ে ইডেনে বাইশগজের চরিত্র বুঝতে এসেছিলেন । সেই সময় পিচ কিউরেটরের কাছে শিশির পড়ার হার নিয়ে প্রশ্ন করেছেন তিনি । গত কয়েকদিনের পরিসংখ্যান বলছে শিশির হয়তো ভারতীয় থিঙ্কট্যাঙ্কের মাথাব্যথা হবে না । আলিপুর আবহাওয়া অফিস বলছে রবিবার আকাশে রোদ থাকবে ৷ প্রতিদিনই হাওয়া অফিসের তাপমাত্রার পারদ নিচে নামার বদলে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে ।

কলকাতা, 21 নভেম্বর : আজ রবিবার, হেমন্তের সন্ধে আর ইডেন ৷ তাই গঙ্গাপাড়ের ইডেনে ভারত-নিউজিল্যান্ড (India vs New Zealand Cricket Match at Eden Gardens in Kolkata) খেলা দেখতে গিয়ে মাথায় হিম পড়ে ঠাণ্ডা লাগতে পারে ভেবে যদি হালকা শীতবস্ত্র সঙ্গে রাখার কথা ভাবেন, তাহলে হয়তো ভুল হবে । হেমন্তের বিদায়বেলায় শীত এখনও থমকে । বাতাসে গরম হাওয়ার উপস্থিতিতে উল্টে অল্প হলেও গরমের অনুভব হতে পারে । অন্তত পারদের ওঠা-নামা সেই ইঙ্গিত দিচ্ছে ৷

গতকাল কলকাতা ও তৎসংলগ্ন (Kolkata and adjoining area weather forecast) অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ আজ ভোরের দিকে কিছুটা কুয়াশা থাকলেও আকাশ প্রধানত পরিষ্কার থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে জানিয়ে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

আরও পড়ুন : Rahul Dravid visits Eden Gardens : তিলোত্তমায় পৌঁছেই ইডেনের বাইশ গজে 'দ্য ওয়াল'

উত্তরবঙ্গের আবহাওয়ার (North Bengal Weather Forecast) কোনও পরিবর্তন না হলেও আগামী 3-5 দিন সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 1-3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে ৷ দক্ষিণবঙ্গেও (South Bengal Weather Forecast) শুষ্ক আবহাওয়া বজায় থাকবে আর তাপমাত্রার তেমন কোনও বদলের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস ৷

নৈশলোকে খেলা মানে শিশিরের পরিমাণ জয়-পরাজয়ে অনুঘটক হিসাবে কাজ করে । ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় কলকাতায় পা দিয়ে ইডেনে বাইশগজের চরিত্র বুঝতে এসেছিলেন । সেই সময় পিচ কিউরেটরের কাছে শিশির পড়ার হার নিয়ে প্রশ্ন করেছেন তিনি । গত কয়েকদিনের পরিসংখ্যান বলছে শিশির হয়তো ভারতীয় থিঙ্কট্যাঙ্কের মাথাব্যথা হবে না । আলিপুর আবহাওয়া অফিস বলছে রবিবার আকাশে রোদ থাকবে ৷ প্রতিদিনই হাওয়া অফিসের তাপমাত্রার পারদ নিচে নামার বদলে ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.