ETV Bharat / state

West Bengal Weather Update: ভোরের কুয়াশায় সমস্যা হতে পারে ছট উৎসবে - imd kolkata forecasts mainly clear

কলকাতার ক্ষেত্রে মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দিনের তাপমাত্রা 31 ডিগ্রির কাছাকাছি থাকবে। এখনই সেভাবে শীত না পড়লেও পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা কিছুটা কমবে (West Bengal Weather Update) ।

West Bengal Weather Update
আজকের আবহাওয়া
author img

By

Published : Oct 29, 2022, 6:42 AM IST

Updated : Oct 29, 2022, 8:52 AM IST

কলকাতা, 29 অক্টোবর: ছট পুজোয় বাধা হবে না বৃষ্টি। কুয়াশার জন্য কিছুটা হলেও সমস্যা তৈরি হতে পারে (West Bengal Weather Update) । হেমন্তের শুরুতে ইতিমধ্যে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে । সকালে কুয়াশা, ঘাসের ডগায় শিশির, নরম রোদ আর সন্ধ্যার বাতাসের শিরশিরানিতে ইঙ্গিত মিলছে শীতের । আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা কিছুটা হলেও নামবে । আপাতত এই আমেজটাই তার আগমনী । সামনে ছট এবং জগৎধাত্রী পুজো । চারিদিকে তার আয়োজনের ব্যস্ততা । বিশেষ করে ছট পুজোর আয়োজনের ব্যস্ততা তুঙ্গে । এই সময় বরুণ দেবতা কীরকম আচরন করবেন তা বড় প্রশ্ন । কিন্তু হাওয়া অফিস বলছে বৃষ্টি কাটা ছড়াবে না । কুয়াশাচ্ছন্ন সকাল সামান্য অসুবিধা সৃষ্টি করতে পারে মাত্র ।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, ছটপুজোর দিন সকালে কলকাতার কিছু কিছু জায়গায় কুয়াশা থাকবে । আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে । সেইভাবে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা নেই । বরং আগামী পাঁচদিন দুই বঙ্গেই শুষ্ক পরিষ্কার আকাশ থাকবে । মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা থাকবে না । দুই বঙ্গের কোথাও তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আগামী পাঁচ দিনের মধ্যে নেই ।

কেমন থাকবে আবহায়া, কী বলছে হাওয়া অফিস ? দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: কাজের জায়গায় সম্মানিত হবেন তুলা রাশির জাতক-জাতিকারা

তিনি আরও জানান, কলকাতার ক্ষেত্রে মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দিনের তাপমাত্রা 31 ডিগ্রির কাছাকাছি থাকবে । রাতে তাপমাত্রা 23 বা 22 ডিগ্রির কাছাকাছি থাকবে । ছটপুজোর সময় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা থাকতে পারে । এখনই সেইভাবে শীত না পড়লেও পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা কলকাতার তাপমাত্রা থেকে কিছুটা কম থাকবে অর্থাৎ হালকা শীতের আমেজ থাকবে ।

শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান 90 শতাংশ । শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা । ভোরের দিকে কুয়াশা ঢাকা আকাশ হতে পারে । দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির আশেপাশে থাকবে ।

কলকাতা, 29 অক্টোবর: ছট পুজোয় বাধা হবে না বৃষ্টি। কুয়াশার জন্য কিছুটা হলেও সমস্যা তৈরি হতে পারে (West Bengal Weather Update) । হেমন্তের শুরুতে ইতিমধ্যে আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে । সকালে কুয়াশা, ঘাসের ডগায় শিশির, নরম রোদ আর সন্ধ্যার বাতাসের শিরশিরানিতে ইঙ্গিত মিলছে শীতের । আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে তাপমাত্রা কিছুটা হলেও নামবে । আপাতত এই আমেজটাই তার আগমনী । সামনে ছট এবং জগৎধাত্রী পুজো । চারিদিকে তার আয়োজনের ব্যস্ততা । বিশেষ করে ছট পুজোর আয়োজনের ব্যস্ততা তুঙ্গে । এই সময় বরুণ দেবতা কীরকম আচরন করবেন তা বড় প্রশ্ন । কিন্তু হাওয়া অফিস বলছে বৃষ্টি কাটা ছড়াবে না । কুয়াশাচ্ছন্ন সকাল সামান্য অসুবিধা সৃষ্টি করতে পারে মাত্র ।

আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানান, ছটপুজোর দিন সকালে কলকাতার কিছু কিছু জায়গায় কুয়াশা থাকবে । আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে । সেইভাবে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের সম্ভাবনা নেই । বরং আগামী পাঁচদিন দুই বঙ্গেই শুষ্ক পরিষ্কার আকাশ থাকবে । মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ হলেও বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা থাকবে না । দুই বঙ্গের কোথাও তাপমাত্রার খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন আগামী পাঁচ দিনের মধ্যে নেই ।

কেমন থাকবে আবহায়া, কী বলছে হাওয়া অফিস ? দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: কাজের জায়গায় সম্মানিত হবেন তুলা রাশির জাতক-জাতিকারা

তিনি আরও জানান, কলকাতার ক্ষেত্রে মাঝেমধ্যে আংশিক মেঘলা আকাশ থাকবে এবং দিনের তাপমাত্রা 31 ডিগ্রির কাছাকাছি থাকবে । রাতে তাপমাত্রা 23 বা 22 ডিগ্রির কাছাকাছি থাকবে । ছটপুজোর সময় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা এবং কোথাও কোথাও সকালের দিকে কুয়াশা থাকতে পারে । এখনই সেইভাবে শীত না পড়লেও পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা কলকাতার তাপমাত্রা থেকে কিছুটা কম থাকবে অর্থাৎ হালকা শীতের আমেজ থাকবে ।

শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমান 90 শতাংশ । শনিবার দিনের আকাশ আংশিক মেঘলা । ভোরের দিকে কুয়াশা ঢাকা আকাশ হতে পারে । দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির আশেপাশে থাকবে ।

Last Updated : Oct 29, 2022, 8:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.