ETV Bharat / state

West Bengal Weather Update : ভোরে ঘন কুয়াশা, রাতে কমবে তাপমাত্রা, পূর্বাভাস আবহাওয়া অফিসের - Winter in Kolkata

বড়দিনের আগে জাঁকিয়ে ঠাণ্ডার আমেজ রাজ্যজুড়ে ৷ এখন শীত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (West Bengal weather forecast) ৷

West Bengal Weather Update
বঙ্গে শীত
author img

By

Published : Dec 15, 2021, 7:14 AM IST

কলকাতা, 15 ডিসেম্বর : শীতের পালা শুরু হয়ে গিয়েছে ৷ নামছে রাতের পারদ ৷ তাপমাত্রার হঠাৎ পতনে শহর এবং দক্ষিণবঙ্গজুড়ে এখন জাঁকিয়ে ঠাণ্ডার আমেজ (Winter in Kolkata) ।

মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেন্টিগ্রেড, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে 95 এবং 41 শতাংশ ৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 ও 14 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে ৷ আপেক্ষিক আর্দ্রতা 41 শতাংশের কম থাকার সম্ভাবনা রয়েছে (Weather Forecast For Kolkata And Neighbourhood) ৷

আরও পড়ুন : Horoscope for 15th December: প্রেমজীবন দারুণ কাটবে বৃষ রাশির জাতক-জাতিকাদের, অন্যদের ভাগ্যে কী রয়েছে...

দিন ছয়েক আগেও তাপমাত্রা 20 ডিগ্রির কাছাকাছি ছিল । তারপর পারদের ধারাবাহিক পতন । হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল তাপমাত্রা 3-4 ডিগ্রি কমতে পারে । কিন্তু পৌষের শুরুর 3 দিন আগে থেকে শীত তার মারকাটারি ব্যাটিংয়ের ইঙ্গিত দিচ্ছে ।

আগামী কয়েকদিন শীতের এই স্থিতাবস্থা বজায় থাকবে (Winter in Bengal) । মাঝে পশ্চিমি ঝঞ্ঝার কারণে আবহাওয়া গরম হতে পারে । তারপর শীত ফিরবে স্বমহিমায় । কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলির তাপমাত্রা আরও কমবে । ভোরের দিকের ঘন কুয়াশা যান চলাচল, ট্রেন পরিষেবা, বিমান ওঠানামায় প্রভাব ফেলবে ।

কলকাতা, 15 ডিসেম্বর : শীতের পালা শুরু হয়ে গিয়েছে ৷ নামছে রাতের পারদ ৷ তাপমাত্রার হঠাৎ পতনে শহর এবং দক্ষিণবঙ্গজুড়ে এখন জাঁকিয়ে ঠাণ্ডার আমেজ (Winter in Kolkata) ।

মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেন্টিগ্রেড, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ও সর্বনিম্ন যথাক্রমে 95 এবং 41 শতাংশ ৷

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বুধবার কলকাতা এবং তৎসংলগ্ন অঞ্চলের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 26 ও 14 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে ৷ আপেক্ষিক আর্দ্রতা 41 শতাংশের কম থাকার সম্ভাবনা রয়েছে (Weather Forecast For Kolkata And Neighbourhood) ৷

আরও পড়ুন : Horoscope for 15th December: প্রেমজীবন দারুণ কাটবে বৃষ রাশির জাতক-জাতিকাদের, অন্যদের ভাগ্যে কী রয়েছে...

দিন ছয়েক আগেও তাপমাত্রা 20 ডিগ্রির কাছাকাছি ছিল । তারপর পারদের ধারাবাহিক পতন । হাওয়া অফিস পূর্বাভাস দিয়েছিল তাপমাত্রা 3-4 ডিগ্রি কমতে পারে । কিন্তু পৌষের শুরুর 3 দিন আগে থেকে শীত তার মারকাটারি ব্যাটিংয়ের ইঙ্গিত দিচ্ছে ।

আগামী কয়েকদিন শীতের এই স্থিতাবস্থা বজায় থাকবে (Winter in Bengal) । মাঝে পশ্চিমি ঝঞ্ঝার কারণে আবহাওয়া গরম হতে পারে । তারপর শীত ফিরবে স্বমহিমায় । কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলির তাপমাত্রা আরও কমবে । ভোরের দিকের ঘন কুয়াশা যান চলাচল, ট্রেন পরিষেবা, বিমান ওঠানামায় প্রভাব ফেলবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.