ETV Bharat / state

West Bengal Weather Update : উত্তরবঙ্গে দুয়ারে বর্ষা, দক্ষিণে অপেক্ষা - রাজ্যে বর্ষা

মৌসুমী বায়ু উত্তর-পূর্ব ভারতের মিজোরাম, নাগাল্যান্ডে ঢুকেছে ৷ তাই রাজ্যের উত্তরে বর্ষা ঢুকতে আর দু'দিন ৷ তবে দক্ষিণে আরও কিছুটা সময় লাগবে ৷ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টি হবে, জানিয়েছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

West Bengal Monsoon
রাজ্যে বর্ষা
author img

By

Published : Jun 3, 2022, 6:56 AM IST

Updated : Jun 3, 2022, 7:18 AM IST

কলকাতা, 3 জুন : উত্তরবঙ্গে বর্ষা দুয়ারে চলে এসেছে ৷ দক্ষিণবঙ্গকে বৃষ্টির জন্য আরও ক'দিন অপেক্ষা করতে হবে । আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বললেন, "মৌসুমী বায়ু আরও খানিকটা অগ্রসর হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর মিজোরাম ও নাগাল্যান্ডে প্রবেশ করেছে । ধীরে ধীরে আগামী দু'দিনের মধ্যে উত্তরবঙ্গ এবং সিকিমে প্রবেশ করবে ।"

গতকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে । দু'দিনের মধ্যে বর্ষা ঢুকলেই বৃষ্টি বাড়বে । বিশেষত উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে ঝড় বৃষ্টি হবে । কলকাতায় আগামী দু'দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মেঘলা আকাশের জন্যে তাপমাত্রা অনেকটা কমেছে । আগামী দু'দিন দুই বঙ্গের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না । দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, জানালেন হাওয়া অফিসের উপ-অধিকর্তা ৷

উত্তরবঙ্গে আর দু-তিন দিনের মধ্যেই বর্ষা ঢুকবে, দক্ষিণবঙ্গে এখনও সময় হয়নি, জানালেন আলিপুর হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 3rd June : মকর রাশির জাতক-জাতিকাদের জন্য় আজকের দিনটি বেশ কঠিন ৷ আপনার দিন কেমন যাবে ? জানুন রাশিফলে

বৃহস্পতিবার দুই বঙ্গেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া । বৃহস্পতিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম, 34.5 ডিগ্রি সেলসিয়াস ৷ আর সর্বনিম্ন স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, 28.4 ডিগ্রি সেলসিয়াস ৷ শুক্রবার আকাশ প্রধানত মেঘলাই থাকবে । বিকেলে ঝড় বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও গরম কমবে এমন সম্ভাবনা কম । কারণ আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে (IMD Kolkata Forecasts generally cloudy sky with Rain likely to occur) ।

কলকাতা, 3 জুন : উত্তরবঙ্গে বর্ষা দুয়ারে চলে এসেছে ৷ দক্ষিণবঙ্গকে বৃষ্টির জন্য আরও ক'দিন অপেক্ষা করতে হবে । আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বললেন, "মৌসুমী বায়ু আরও খানিকটা অগ্রসর হয়ে উত্তর-পূর্ব ভারতের মণিপুর মিজোরাম ও নাগাল্যান্ডে প্রবেশ করেছে । ধীরে ধীরে আগামী দু'দিনের মধ্যে উত্তরবঙ্গ এবং সিকিমে প্রবেশ করবে ।"

গতকাল থেকে উত্তরবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে । দু'দিনের মধ্যে বর্ষা ঢুকলেই বৃষ্টি বাড়বে । বিশেষত উপরের পাঁচটি জেলা- দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে ঝড় বৃষ্টি হবে । কলকাতায় আগামী দু'দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মেঘলা আকাশের জন্যে তাপমাত্রা অনেকটা কমেছে । আগামী দু'দিন দুই বঙ্গের তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না । দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, জানালেন হাওয়া অফিসের উপ-অধিকর্তা ৷

উত্তরবঙ্গে আর দু-তিন দিনের মধ্যেই বর্ষা ঢুকবে, দক্ষিণবঙ্গে এখনও সময় হয়নি, জানালেন আলিপুর হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 3rd June : মকর রাশির জাতক-জাতিকাদের জন্য় আজকের দিনটি বেশ কঠিন ৷ আপনার দিন কেমন যাবে ? জানুন রাশিফলে

বৃহস্পতিবার দুই বঙ্গেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে, সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া । বৃহস্পতিবার কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম, 34.5 ডিগ্রি সেলসিয়াস ৷ আর সর্বনিম্ন স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি, 28.4 ডিগ্রি সেলসিয়াস ৷ শুক্রবার আকাশ প্রধানত মেঘলাই থাকবে । বিকেলে ঝড় বৃষ্টি হতে পারে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করবে ৷ তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও গরম কমবে এমন সম্ভাবনা কম । কারণ আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে (IMD Kolkata Forecasts generally cloudy sky with Rain likely to occur) ।

Last Updated : Jun 3, 2022, 7:18 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.