ETV Bharat / state

West Bengal Weather Update : দু'মাস পরে বারিধারায় প্রাণ জুড়োল দক্ষিণবঙ্গবাসীর, তবে আসছে ঘূর্ণাবর্ত !

গরম আর তার দাপট ধরে রাখতে পারল না ৷ এর কারণ বৃষ্টি ৷ দাবদাহের মারকুটে ইনিংসকে বৃষ্টি মাঠে নেমে বোল্ড করে উড়িয়ে দিল ৷ অস্বস্তিকর গরমে হাঁসফাঁস করে ওঠা দক্ষিণবঙ্গবাসীকে স্বস্তি দিল বারিধারা ৷ পাশাপাশি সিক্ত হল মাটি ৷ তবে এই বৃষ্টি এখনই ফিরে যাচ্ছে না, সঙ্গে করে এনেছে ঘূর্ণাবর্ত ৷ তবে দক্ষিণ আন্দামানে এই ঘূর্ণাবর্ত বিরাজ করবে ৷ পাশাপাশি উত্তুরে যেমন বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে, তা জারি থাকবে (West Bengal Weather Update) ৷

Weather report
দক্ষিণবঙ্গবাসীকে স্বস্তি দিল বারিধারা
author img

By

Published : Apr 30, 2022, 7:42 AM IST

কলকাতা, 30 এপ্রিল : দক্ষিণবঙ্গ ভিজল 60 দিনের মাথায় ৷ টানা দু'মাস ধরে ছিল না বৃষ্টি । নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান-সহ বেশ কিছু জেলায় বৃষ্টির ছোয়ায় স্বস্তি নেমে এল । আগামী 3 মে ঈদ ৷ রমজানেও ভিজবে বাংলা, জানিয়েছে হাওয়া অফিস (West Bengal Weather Update)। আরও একটি বিষয় জানিয়েছেন উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷ তা হল ঘূর্ণাবর্তের পূর্বাভাস ৷ তারপর আবার তৈরি হবে নিম্নচাপও ৷

দক্ষিণবঙ্গের যেসব জেলায় তাপপ্রবাহে এতদিন ঝলছে যাচ্ছিল তা শুক্রবার সন্ধ্যার ঝড়-বৃষ্টিতে হাঁপ ছাড়ল । যদিও এই বৃষ্টি হওয়ার কথা আগে থেকেই হাওয়া অফিস ৷ যে দাবদাহের পরিস্থিতি আর বেশি দিন স্থায়ী হবে না । ঝড়-বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গেও ।

তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা আরও 48 ঘণ্টা পর্যন্ত চলবে । শুক্রবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.5 ডিগ্রি এবং ঝাড়গ্রামের তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

4 মে থেকে দক্ষিণ আন্দামানে একটি ঘূর্ণাবর্তের পূর্বাভাসের কথা জানালেন হাওয়া অফিসের উপ-অধিকর্তা

হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবার অর্থাৎ আজ থেকে তিনদিন পর সব জায়গাতেই তাপমাত্রা কমবে। পাশাপাশি নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : নতুন ব্যবসা শুরুর আগে জেনে নিন লাভের সম্ভাবনা রয়েছে কাদের ?

আগামীকাল অর্থাৎ 2 মে থেকে সব জায়গাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 3 মে থেকে আরও বাড়বে এই ঝড়-বৃষ্টি। কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তিনদিন পর থেকে তাপমাত্রা কমবে।

উপরের পাঁচ জেলায় যে রকম বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিই জারি থাকবে। ঝড়-বৃষ্টির স্বস্তিদায়ক খবরের মধ্যে নিম্নচাপের খবরও রয়েছে। 4 মে থেকে দক্ষিণ আন্দামানে একটি ঘূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি 5 মে নিম্নচাপে পরিণত হতে পারে, খবর হাওয়া অফিস সূত্রে ৷

কলকাতা, 30 এপ্রিল : দক্ষিণবঙ্গ ভিজল 60 দিনের মাথায় ৷ টানা দু'মাস ধরে ছিল না বৃষ্টি । নদিয়া, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান-সহ বেশ কিছু জেলায় বৃষ্টির ছোয়ায় স্বস্তি নেমে এল । আগামী 3 মে ঈদ ৷ রমজানেও ভিজবে বাংলা, জানিয়েছে হাওয়া অফিস (West Bengal Weather Update)। আরও একটি বিষয় জানিয়েছেন উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ৷ তা হল ঘূর্ণাবর্তের পূর্বাভাস ৷ তারপর আবার তৈরি হবে নিম্নচাপও ৷

দক্ষিণবঙ্গের যেসব জেলায় তাপপ্রবাহে এতদিন ঝলছে যাচ্ছিল তা শুক্রবার সন্ধ্যার ঝড়-বৃষ্টিতে হাঁপ ছাড়ল । যদিও এই বৃষ্টি হওয়ার কথা আগে থেকেই হাওয়া অফিস ৷ যে দাবদাহের পরিস্থিতি আর বেশি দিন স্থায়ী হবে না । ঝড়-বৃষ্টি নামবে দক্ষিণবঙ্গেও ।

তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহের সতর্কতা আরও 48 ঘণ্টা পর্যন্ত চলবে । শুক্রবার পুরুলিয়ার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.5 ডিগ্রি এবং ঝাড়গ্রামের তাপমাত্রা ছিল 42 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে আগামীকাল পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।

4 মে থেকে দক্ষিণ আন্দামানে একটি ঘূর্ণাবর্তের পূর্বাভাসের কথা জানালেন হাওয়া অফিসের উপ-অধিকর্তা

হাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শনিবার অর্থাৎ আজ থেকে তিনদিন পর সব জায়গাতেই তাপমাত্রা কমবে। পাশাপাশি নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : নতুন ব্যবসা শুরুর আগে জেনে নিন লাভের সম্ভাবনা রয়েছে কাদের ?

আগামীকাল অর্থাৎ 2 মে থেকে সব জায়গাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং 3 মে থেকে আরও বাড়বে এই ঝড়-বৃষ্টি। কলকাতাতেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও তিনদিন পর থেকে তাপমাত্রা কমবে।

উপরের পাঁচ জেলায় যে রকম বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টিই জারি থাকবে। ঝড়-বৃষ্টির স্বস্তিদায়ক খবরের মধ্যে নিম্নচাপের খবরও রয়েছে। 4 মে থেকে দক্ষিণ আন্দামানে একটি ঘূর্ণাবর্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি 5 মে নিম্নচাপে পরিণত হতে পারে, খবর হাওয়া অফিস সূত্রে ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.