কলকাতা, 11 মে : অশনি কোপ আসবে না রাজ্যের উপর, তা আগেই সংকেত দিয়েছিল আবহাওয়া অফিস অর্থাৎ রাজ্যে অশনি আছড়ে পড়বে না তার পূর্বাভাস ছিলই ৷ তা সত্ত্বেও সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল রাজ্য সরকার ৷ সবসময় অশনির গতিপ্রকৃতিতে নজর রাখছিল হাওয়া অফিস ৷ তবে শেষ পর্যন্ত যতটা গর্জাল, ততটা বর্ষাল না অশনি (Cyclone Asani Update) ৷
আজ বুধবার শক্তি হারিয়ে সাধরণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে অশনি ৷ পূর্ব উপকূল ধরে এগিয়ে আসবে ৷ পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং অন্ধপ্রদেশে উপকূলে পরিস্থিতির উপর খেয়াল রাখা হচ্ছে ৷ তবে অন্ধ্রপ্রদেশ উপকূলে পৌঁছলেও, স্থলভাগে আছড়ে পড়ার সম্ভবনা নেই ৷ ঘণ্টায় 95 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷ স্থলভাগে প্রবেশের আগে উত্তরপূর্ব অভিমুখে বাঁক নিয়ে ঘূর্ণিঝড় অশনি কাঁকিনাড়া বিশাখাপত্তনম উপকূল ধরে ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হবে । একই সঙ্গে শক্তিক্ষয় হবে ।
আরও পড়ুন : Cyclone Asani Update : সতর্কতামূলক ব্যবস্থা নিলেও অশনির ভ্রুকুটি ঘুম কেড়েছে সুন্দরবনবাসীর
-
The Severe Cyclonic Storm ‘Asani’ (pronounced as Asani) over westcentral Bay of Bengal weakened into a Cyclonic Storm and lay centered at 0230 hours IST of 11th May, over same region
— IMD Kolkata (@ImdKolkata) May 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
It is likely to weaken gradually into a depression by 12th May morning. pic.twitter.com/emlL6nSpwC
">The Severe Cyclonic Storm ‘Asani’ (pronounced as Asani) over westcentral Bay of Bengal weakened into a Cyclonic Storm and lay centered at 0230 hours IST of 11th May, over same region
— IMD Kolkata (@ImdKolkata) May 11, 2022
It is likely to weaken gradually into a depression by 12th May morning. pic.twitter.com/emlL6nSpwCThe Severe Cyclonic Storm ‘Asani’ (pronounced as Asani) over westcentral Bay of Bengal weakened into a Cyclonic Storm and lay centered at 0230 hours IST of 11th May, over same region
— IMD Kolkata (@ImdKolkata) May 11, 2022
It is likely to weaken gradually into a depression by 12th May morning. pic.twitter.com/emlL6nSpwC
অশনি সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ায় বাংলায় দুর্যোগের বড়সড় আশঙ্কা নেই । তবে গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ায় ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী এলাকায় । এর পাশাপাশি দখিনা বাতাস প্রচুর পরিমাণে ঢুকছে, যা উত্তরে বাধাপ্রাপ্ত হয়ে বৃষ্টিপাত ঘটাবে । ইতিমধ্যে দফায় দফায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে ৷ আজ এই বৃষ্টি চলবে ৷ ভারী বৃষ্টি বঙ্গের দহনজ্বালায় কিছুটা প্রলেপ দিচ্ছে । একইভাবে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার জন্য ঝোড়ো বাতাস এবং ভারী বৃষ্টি নিয়ে আসছে । তবে সবসময়ই সজাগ দৃষ্টি রাখছে হাওয়া অফিস থেকে প্রশাসন । বিপদ এড়াতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে বিশাখাপত্তনমের বিমান পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৷