ETV Bharat / state

West Bengal Weather Update : চড়ছে পারদ, আর্দ্রতা বৃদ্ধিতে কলকাতায় গরম বহাল - পশ্চিমবঙ্গের আবহাওয়া

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে গরম থাকছে ৷ বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়তে থাকা এর অন্যতম কারণ (West Bengal Weather Update) ৷

Summer in West Bengal
দক্ষিণবঙ্গে গরম থাকছে
author img

By

Published : May 21, 2022, 7:03 AM IST

কলকাতা, 21 মে : বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও গরম কমার লক্ষণ নেই দক্ষিণবঙ্গে । বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত থাকা নিরক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করাতেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে । চলতি বছরে গ্রীষ্মের প্রথম দিন থেকে নিয়মিত বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গে । বিশেষত উপরের পাঁচটি জেলায় গ্রীষ্মের গরম সেভাবে মালুম হল না নিয়মিত বৃষ্টিতে । তবে দক্ষিণবঙ্গ দাবদাহের উত্তাপ পেয়েছে ।

ঘূর্ণিঝড় অশনি-পরবর্তী সময়ে অবস্থা অনেকটা বদলালেও অস্বস্তিকর গরম ফের চেপে বসছে । দিনভর ভ্যাপসা গরম এবং বিকেলের পর থেকে একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হচ্ছে । শনিবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে । কিন্তু সেই বৃষ্টির মেয়াদ এতটাই কম যে সর্বোচ্চ তাপমাত্রায় লাগাম পরাতে পারছে না । তাপপ্রবাহের পরিস্থিতি হয়তো হচ্ছে না, কিন্তু গরম থাকছে (IMD Kolkata Forecast partly cloudy sky) ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 21th May : প্রিয়জনের মন ঠিক করতে, সম্পর্ক মজবুত করতে কী কী করতে হবে ? জানুন রাশিফলে

মাঝের কয়েকদিন কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে বিকেলের আবহে ঠান্ডার প্রলেপ ছিল । কিন্তু গত 24 ঘণ্টায় তা উধাও । ফলে গরমের অস্বস্তি দিন এবং রাতে বহাল । পূর্বাভাসে বৃষ্টির পরিমাণ বাড়ার কথা বলা হয়েছে । সেই মতো বঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টি হয়েছে ।

শুক্রবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35.7 ডিগ্রি ও 27.5 সেলসিয়াস, যা স্বাভাবিক । আপেক্ষিক আর্দ্রতা ছিল 89 শতাংশ, যার জন্য অস্বস্তি বেড়েছে । শনিবার দিনের আকাশ মেঘলাই থাকবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ও 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে । বেশ কিছুদিন পরে পারদ 35 ডিগ্রি পেরলো, গরম বহাল থাকার ইঙ্গিত ।

কলকাতা, 21 মে : বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও গরম কমার লক্ষণ নেই দক্ষিণবঙ্গে । বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত থাকা নিরক্ষরেখা এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করাতেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে । চলতি বছরে গ্রীষ্মের প্রথম দিন থেকে নিয়মিত বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গে । বিশেষত উপরের পাঁচটি জেলায় গ্রীষ্মের গরম সেভাবে মালুম হল না নিয়মিত বৃষ্টিতে । তবে দক্ষিণবঙ্গ দাবদাহের উত্তাপ পেয়েছে ।

ঘূর্ণিঝড় অশনি-পরবর্তী সময়ে অবস্থা অনেকটা বদলালেও অস্বস্তিকর গরম ফের চেপে বসছে । দিনভর ভ্যাপসা গরম এবং বিকেলের পর থেকে একাধিক জেলায় ঝড়-বৃষ্টি হচ্ছে । শনিবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে । কিন্তু সেই বৃষ্টির মেয়াদ এতটাই কম যে সর্বোচ্চ তাপমাত্রায় লাগাম পরাতে পারছে না । তাপপ্রবাহের পরিস্থিতি হয়তো হচ্ছে না, কিন্তু গরম থাকছে (IMD Kolkata Forecast partly cloudy sky) ।

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 21th May : প্রিয়জনের মন ঠিক করতে, সম্পর্ক মজবুত করতে কী কী করতে হবে ? জানুন রাশিফলে

মাঝের কয়েকদিন কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে বিকেলের আবহে ঠান্ডার প্রলেপ ছিল । কিন্তু গত 24 ঘণ্টায় তা উধাও । ফলে গরমের অস্বস্তি দিন এবং রাতে বহাল । পূর্বাভাসে বৃষ্টির পরিমাণ বাড়ার কথা বলা হয়েছে । সেই মতো বঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টি হয়েছে ।

শুক্রবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35.7 ডিগ্রি ও 27.5 সেলসিয়াস, যা স্বাভাবিক । আপেক্ষিক আর্দ্রতা ছিল 89 শতাংশ, যার জন্য অস্বস্তি বেড়েছে । শনিবার দিনের আকাশ মেঘলাই থাকবে । সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 36 ও 29 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে । বেশ কিছুদিন পরে পারদ 35 ডিগ্রি পেরলো, গরম বহাল থাকার ইঙ্গিত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.