কলকাতা, 27 জুলাই: শ্রাবণেও অঝোর ধারার বৃষ্টি নেই বঙ্গে । দফায় দফায় দিনভর বৃষ্টি চলছে ঠিকই তবে তার পরিমাণ বেশি না হওয়ায় কাজের কাজ হচ্ছে না। উত্তর এবং দক্ষিণ, দুই বঙ্গের আকাশের গায়েই আংশিক মেঘের চাদর। আর তাই যেখানে যেখানে মেঘ শুধু সেখানেই বৃষ্টি হচ্ছে। বর্ষার চেনা বৃষ্টির দেখা মিলছে না সেভাবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজিয়ে দিয়ে যাচ্ছে । তাতেই ভরা বর্ষায় ঘাটতি দেখা দিয়েছে বঙ্গে ৷ বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে রেহাই মেলার সম্ভাবনা নেই ৷
আলিপুর আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান এবং মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় সংলগ্ন এলাকায় । একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে । বঙ্গোপসাগরের দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ সংলগ্ন উপকূলে এই নিম্নচাপের অভিমুখ । শক্তি বাড়িয়ে আগামী 24 ঘণ্টায় এটি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তা উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাবে।
পাশাপাশি বঙ্গোপসাগরে ঝোড়ো বাতাস বইবে । তাই বৃহস্পতিবার থেকে উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে । তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হলেও তার জেরে দক্ষিণবঙ্গে আপাতত দু'দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । দফায় দফায় দিনভর বৃষ্টি আগামী দু'দিন চলবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে । সবমিলিয়ে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না । মেঘ-রোদের খেলা চললেও দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে । দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 29 জুলাই শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ।
উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টি বাড়বে ৷ দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার এই তিন জেলায় বিক্ষিপ্তভাবে দু'এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শুক্রবার পর্যন্ত উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে । তবে তাতে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই । আগামিকাল শুক্রবারের পর বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ।
আরও পড়ুন: কোন রাশিতে রয়েছে চাকরি যোগ ! দেখে নিন
কলকাতায় বৃষ্টি হলেও জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে । শনিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। তাপমাত্রার পরিসংখ্যান বলছে, কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.8 ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.4 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 1.2 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 92 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টির পরিমাণ 16.9 মিলিমিটার । বৃহস্পতিবার দিনের আকাশ প্রধানত মেঘলা । দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।