কলকাতা, 16 নভেম্বর : গতকালও কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মেঘলা ছিল ৷ কয়েক জায়গায় বৃষ্টিও হয়েছে ৷ তাই শীত বাধা পেলেও ঠান্ডার আমেজ রয়েছে দক্ষিণবঙ্গে ৷ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় নভেম্বরের শুরুর ঋতু পরিবর্তনে কিছুটা ব্যাঘাত ঘটেছে ৷ আজও একই আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷
মঙ্গলবারও উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ৷ আকাশ প্রধানত মেঘলাই থাকবে ৷ তবে এই একঘেয়ে বৃষ্টি কমে শুষ্ক আবহাওয়া ফিরে আসার সম্ভাবনা রয়েছে কাল থেকে ৷ আর উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ যেমন রয়েছে, আগামী ক'দিন তেমনই থাকবে ৷
আরও পড়ুন : Delhi Pollution : দিল্লির দূষণে লকডাউন সাময়িক টোটকা, মত পরিবেশবিদদের
গতকাল কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.9 ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.4 ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিক ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার মধ্যে ব্যবধান খুব কম ৷ বাতাসের জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ, সর্বনিম্ন 78 শতাংশ ৷
আজ কলকাতা আর তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা 21.8 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন 20 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 91 শতাংশ হতে পারে ৷ ইতিমধ্যে দক্ষিণ পূর্ব দিক থেকে জলীয় বাষ্প পূর্ণ বাতাস নতুন করে বাংলায় ঢুকতে শুরু করেছে । এর ফলে রাতের দিকে তাপমাত্রা হ্রাসে টান পড়ছে ।