ETV Bharat / state

Weather Forecast : ভোরে ঘন কুয়াশা থাকলেও শীতের দেখা নেই - পশ্চিমবঙ্গের আবহাওয়া

নভেম্বরের শুরুতে যে শীতের আমেজ এসেছিল, সেই ঘোর কেটে গিয়েছে ৷ উল্টে বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা ৷ জেলার দিকে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমলেও শীত কবে আসবে, বলতে পারছে না আবহাওয়া অফিসও ৷

ভোরের কুয়াশা
ভোরের কুয়াশা
author img

By

Published : Nov 20, 2021, 7:01 AM IST

Updated : Nov 20, 2021, 7:43 AM IST

কলকাতা, 20 নভেম্বর : আসি আসি করেও শীত থমকে রয়েছে । ভোরের দিকে ঘন কুয়াশার জের এতটাই যে দূরপাল্লার স্পেশাল ট্রেন বাতিল করতে হয়েছে । কুয়াশার ঘনত্ব থাকলেও সেই শিরশিরানি নেই । কয়েক সপ্তাহ আগে বাতাসে হিমেল স্পর্শ দেখে শীতের রোদ মাখার আদুরে স্বপ্ন দেখছিলেন যাঁরা, তাঁরা এখন হতাশ । আর আবহাওয়া দফতরও শীত নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি ৷

গতকাল কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা 19.1 ডিগ্রি, যা স্বাভাবিক ৷ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 92 শতাংশ এবং সর্বনিম্ন 43 শতাংশ, যা শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে সামান্য হলেও বেশি । সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়াতে শিরশিরানির বদলে হালকা গরম অনুভব হচ্ছে শহরবাসীর । আজ শনিবার আকাশ প্রধানত পরিষ্কার থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেডের আশপাশে ঘোরাফেরা করবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়াই থাকবে ৷ উত্তরবঙ্গেও বিশেষ কোনও পরিবর্তনের কথা জানায়নি আবহাওয়া অফিস ৷

তবে রবিবাসরীয় ইডেনে ভারত-নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচে ভোরের শিশির বাধা হবে কিনা, সে নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে ৷ শীতের শুরুতে রাতের ক্রিকেটে শিশির বিন্দু কিছুটা হলেও অনুঘটকের কাজ করে । ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন রাত দশটা পর্যন্ত খুব শিশির পড়ার নজির গত কয়েকদিনের মধ্যে দেখা যায়নি । ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতে রোদের আলো পড়ে ঝকমক করে ওঠার ছবি সেভাবে গত কয়েকদিন ধরে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দেখা যায়নি । আবহাওয়ার এই খামখেয়ালিপনায় সিরিজের গুরুত্বহীন ম্যাচ প্রভাবিত হবে কিনা, তা বলবেন ক্রিকেট বিশেষজ্ঞরা ।

আরও পড়ুন : Horoscope for 20th November : বিবাহিত জীবন ভাল কাটবে মেষ রাশির জাতক-জাতিকাদের, অন্যদের ভাগ্যে কী রয়েছে...

তবে এই আবহাওয়ার হেরাফেরি, বাতাসে শীতল স্পর্শ শিহরন জাগিয়ে সরে যাওয়া কতদিন তা হাওয়া অফিস বলতে পারছে না । বরং ফের নিম্নচাপের শঙ্কা দেখতে পাচ্ছে । তাই বলাই যায় এই ঠান্ডা গরমের লুকোচুরি আদতে শীতকে থমকে দিয়েছে ।

কলকাতা, 20 নভেম্বর : আসি আসি করেও শীত থমকে রয়েছে । ভোরের দিকে ঘন কুয়াশার জের এতটাই যে দূরপাল্লার স্পেশাল ট্রেন বাতিল করতে হয়েছে । কুয়াশার ঘনত্ব থাকলেও সেই শিরশিরানি নেই । কয়েক সপ্তাহ আগে বাতাসে হিমেল স্পর্শ দেখে শীতের রোদ মাখার আদুরে স্বপ্ন দেখছিলেন যাঁরা, তাঁরা এখন হতাশ । আর আবহাওয়া দফতরও শীত নিয়ে কোনও পূর্বাভাস দেয়নি ৷

গতকাল কলকাতা ও তৎসংলগ্ন অঞ্চলে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.7 ডিগ্রি সেন্টিগ্রেড, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা 19.1 ডিগ্রি, যা স্বাভাবিক ৷ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 92 শতাংশ এবং সর্বনিম্ন 43 শতাংশ, যা শুক্রবারের সর্বনিম্ন তাপমাত্রার চেয়ে সামান্য হলেও বেশি । সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে যাওয়াতে শিরশিরানির বদলে হালকা গরম অনুভব হচ্ছে শহরবাসীর । আজ শনিবার আকাশ প্রধানত পরিষ্কার থাকবে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেডের আশপাশে ঘোরাফেরা করবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই, শুষ্ক আবহাওয়াই থাকবে ৷ উত্তরবঙ্গেও বিশেষ কোনও পরিবর্তনের কথা জানায়নি আবহাওয়া অফিস ৷

তবে রবিবাসরীয় ইডেনে ভারত-নিউজিল্যান্ড ক্রিকেট ম্যাচে ভোরের শিশির বাধা হবে কিনা, সে নিয়ে প্রশ্ন রয়ে যাচ্ছে ৷ শীতের শুরুতে রাতের ক্রিকেটে শিশির বিন্দু কিছুটা হলেও অনুঘটকের কাজ করে । ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায় জানিয়েছেন রাত দশটা পর্যন্ত খুব শিশির পড়ার নজির গত কয়েকদিনের মধ্যে দেখা যায়নি । ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দুতে রোদের আলো পড়ে ঝকমক করে ওঠার ছবি সেভাবে গত কয়েকদিন ধরে কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে দেখা যায়নি । আবহাওয়ার এই খামখেয়ালিপনায় সিরিজের গুরুত্বহীন ম্যাচ প্রভাবিত হবে কিনা, তা বলবেন ক্রিকেট বিশেষজ্ঞরা ।

আরও পড়ুন : Horoscope for 20th November : বিবাহিত জীবন ভাল কাটবে মেষ রাশির জাতক-জাতিকাদের, অন্যদের ভাগ্যে কী রয়েছে...

তবে এই আবহাওয়ার হেরাফেরি, বাতাসে শীতল স্পর্শ শিহরন জাগিয়ে সরে যাওয়া কতদিন তা হাওয়া অফিস বলতে পারছে না । বরং ফের নিম্নচাপের শঙ্কা দেখতে পাচ্ছে । তাই বলাই যায় এই ঠান্ডা গরমের লুকোচুরি আদতে শীতকে থমকে দিয়েছে ।

Last Updated : Nov 20, 2021, 7:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.