কলকাতা, 9 ডিসেম্বর: বঙ্গে শীতের কাঁটা দুই ঘূণিঝড় মিধলি এবং মিগজাউম কেটেছে । নতুন করে আর কোনও নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হয়নি ৷ শীত প্রবেশে বাধা সরেছে ৷ ইতিমধ্যেই উত্তুরে হাওয়ার প্রবেশে আপাতত সেরকম কোনও বাধা নেই । ফলে উত্তর-পশ্চিম ভারতের কনকনে ঠান্ডা হাওয়া প্রবেশ করতে শুরু করেছে বঙ্গে ৷ তার জেরেই রবিবার থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে শীত ঝাঁকিয়ে পড়বে ৷ জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে হিমেল হাওয়া থমকে ছিল। শীতের শিরশিরানি কমে ঠান্ডা-গরম মিলেমিশে একটা মিশ্র আবহাওয়া তৈরি হয়েছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস মত শুক্রবার থেকে বৃষ্টি বিদায় নিয়েছে । মেঘ কেটে বিকেলে পরিষ্কার ঝকঝকে আকাশ দেখা গিয়েছে। শনিবার থেকে বঙ্গবাসী পেয়েছে রোদ ঝলমলে দিন ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী রবিবার কলকাতার তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রিতে নেমে যেতে পারে ।
উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া জেলাগুলোতে শীতের মেজাজ বেশ বোঝা যাচ্ছে ৷ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকাফুতে ইতিমধ্যে বছরের প্রথম তুষারপাত হয়েছে । বলা যায় জাকিয়ে ঠান্ডা প্রবেশের ঘণ্টা বেজে গিয়েছ এক প্রকার ৷ সাধারণত ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে গড় তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকতে পারে । নভেম্বর মাসে গড় তাপমাত্রা 2023 সালে স্বাভাবিকের থেকে বেশি ছিল । তবে অগ্রহায়ন মাস অর্থাৎ হেমন্তকালের শেষ পর্যায়ে রাতের তাপমাত্রা যদি 3 থেকে 5 ডিগ্রি কমতে থাকে তাহলে শীতের কামড় জোরালোভাবে মালুম হবে বলে আবহাওয়াবিদরা মনে করছেন ।
কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই 19ডিগ্রির ঘরে ঢুকে পড়েছে । শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.1দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 96 শতাংশ। আজ শনিবার দিনের আকাশে মেঘ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস । সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রির আশেপাশে থাকবে ।
আরও পড়ুন: