ETV Bharat / state

Weather Forecast : আপাতত রোদ ঝলমলে দিন, রাতে ঠান্ডার আমেজ রাজ্যে

author img

By

Published : Nov 19, 2021, 8:25 AM IST

সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে ৷ তাই দুপুরের দিকে একটু অস্বস্তিকর গরম থাকছে ৷ আবার রাতে ঠান্ডা ৷ তবে বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া অফিস ৷

রোদ ঝলমলে আবহাওয়া
রোদ ঝলমলে আবহাওয়া

কলকাতা, 19 নভেম্বর : নভেম্বরের শেষে শীত আসা নিয়ে একটু হলেও ধোঁয়াশা তৈরি হয়েছে । অথচ ক'দিন আগের আবহাওয়াতেও ঠান্ডার শিরশিরানি দেখে ভুলে যেতে বসা হেমন্তকাল তার উপস্থিতি জানান দিয়েছিল । হেমন্তের কড়া নাড়া মানেই তো দুয়ারে শীত ।

মাঝে আন্দামান সাগরে নিম্নচাপের সৃষ্টি শীতের আমেজকে থমকে দিয়েছিল । এমনকি চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে দু-এক পশলা বৃষ্টির আশঙ্কা ছিল । কিন্তু হাওয়া অফিস বলছে রোদ থাকবে কলকাতা এবং তৎপার্শ্বর্তী অঞ্চলে ।

কলকাতা ও আশপাশে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা 19.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 65 শতাংশ ৷

আরও পড়ুন : Horoscope for 19th November : আজ কেনাকাটার যোগ রয়েছে বৃষ রাশির জাতক-জাতিকাদের, অন্যদের ভাগ্যে কী রয়েছে...

আজ সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ এবং সর্বনিম্ন 42 শতাংশ হতে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস ৷

ভোরে কুয়াশা আর রাতে ঠান্ডা থাকলেও দুপুরের গরম এখনও অস্বস্তিজনক ৷ তবে উত্তরবঙ্গ তো বটেই, আপাতত 2-3 দিন দক্ষিণবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

কলকাতা, 19 নভেম্বর : নভেম্বরের শেষে শীত আসা নিয়ে একটু হলেও ধোঁয়াশা তৈরি হয়েছে । অথচ ক'দিন আগের আবহাওয়াতেও ঠান্ডার শিরশিরানি দেখে ভুলে যেতে বসা হেমন্তকাল তার উপস্থিতি জানান দিয়েছিল । হেমন্তের কড়া নাড়া মানেই তো দুয়ারে শীত ।

মাঝে আন্দামান সাগরে নিম্নচাপের সৃষ্টি শীতের আমেজকে থমকে দিয়েছিল । এমনকি চলতি সপ্তাহের বাকি দিনগুলোতে দু-এক পশলা বৃষ্টির আশঙ্কা ছিল । কিন্তু হাওয়া অফিস বলছে রোদ থাকবে কলকাতা এবং তৎপার্শ্বর্তী অঞ্চলে ।

কলকাতা ও আশপাশে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি ৷ আর সর্বনিম্ন তাপমাত্রা 19.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক ৷ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 65 শতাংশ ৷

আরও পড়ুন : Horoscope for 19th November : আজ কেনাকাটার যোগ রয়েছে বৃষ রাশির জাতক-জাতিকাদের, অন্যদের ভাগ্যে কী রয়েছে...

আজ সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94 শতাংশ এবং সর্বনিম্ন 42 শতাংশ হতে পারে, জানিয়েছে আবহাওয়া অফিস ৷

ভোরে কুয়াশা আর রাতে ঠান্ডা থাকলেও দুপুরের গরম এখনও অস্বস্তিজনক ৷ তবে উত্তরবঙ্গ তো বটেই, আপাতত 2-3 দিন দক্ষিণবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাসে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.