ETV Bharat / state

Group-D Recruitment Case: গ্রুপ-ডি'র চাকরিহারা 1911 জন এবার সুপ্রিমকোর্টের দ্বারস্থ - WB Group D Recruitment Scam

সুপ্রিম কোর্টে আবেদন জানালেন গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি হারানো 1 হাজার 911 জন (WB Group-D Recruitment Scam)।

ETV Bharat
সুপ্রিম কোর্ট
author img

By

Published : Feb 21, 2023, 4:46 PM IST

কলকাতা, 21 ফেব্রুয়ারি: এসএসসি গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন চাকরিহারা 1 হাজার 911 জন । কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তাঁরা ৷ উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 1 হাজার 911 জনের চাকরি বাতিলের পাশাপাশি, বেতন ফেরত ও এই শূন্যপদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন (SSC Group-D Recruitment Scam) ৷

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে (Calcutta High Court) ৷ কিন্তু ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেতন ফেরতের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও চাকরি বাতিল এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি ৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরি হারানো ওই 1 হাজার 911 জন ৷

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 9 ও 10 ফেব্রুয়ারি গ্রুপ-ডি নিয়োগ মামলায় ওই নির্দেশগুলি দেন ৷ একইসঙ্গে তিনি জানান, এই চাকরিপ্রার্থীরা আদালতের নির্দেশ ছাড়া ভবিষ্যতে অন্য কোনও নিয়োগ সংক্রান্ত চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না ৷ নির্দেশে তাঁদের 2018 সাল থেকে প্রাপ্ত সমস্ত বেতন ফেরত দিতেও বলা হয় ৷

আরও পড়ুন: অতিরিক্ত শিক্ষকের কী প্রয়োজন ? অর্থের অপচয় হচ্ছে, মন্তব্য বিচারপতি বসুর

এই নির্দেশের বিরুদ্ধে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া মামলায় বেতন ফেরতের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি হয় ৷ কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া বাকি সমস্ত নির্দেশ বহাল রাখা হয় ৷ সেই নির্দেশের বিরুদ্ধেই এদিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই চাকরিহারারা ৷ উল্লেখ্য, 16 ফেব্রুয়ারি বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের শুনানিতে চাকরিহারাদের পক্ষে একাধিক যুক্তি তুলে ধরেছিলেন আইনজীবীরা । তাঁদের বক্তব্য ছিল, চাকরি কারা আইনসঙ্গত পথে পেয়েছে, আর কারা বেআইনি ভাবে পেয়েছে সেই প্রক্রিয়া এখনও তদন্ত সাপেক্ষে । তারমধ্যেই কেন চাকরিপ্রার্থীদের বক্তব্য না শুনেই, তাঁদের চাকরি থেকে বরখাস্থ করা হল সেই প্রশ্নও উঠেছে ৷

কলকাতা, 21 ফেব্রুয়ারি: এসএসসি গ্রুপ-ডি নিয়োগ দুর্নীতি মামলায় এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন চাকরিহারা 1 হাজার 911 জন । কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন তাঁরা ৷ উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই 1 হাজার 911 জনের চাকরি বাতিলের পাশাপাশি, বেতন ফেরত ও এই শূন্যপদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন (SSC Group-D Recruitment Scam) ৷

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চে (Calcutta High Court) ৷ কিন্তু ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেতন ফেরতের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলেও চাকরি বাতিল এবং নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর ওপর কোনও স্থগিতাদেশ দেয়নি ৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরি হারানো ওই 1 হাজার 911 জন ৷

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় 9 ও 10 ফেব্রুয়ারি গ্রুপ-ডি নিয়োগ মামলায় ওই নির্দেশগুলি দেন ৷ একইসঙ্গে তিনি জানান, এই চাকরিপ্রার্থীরা আদালতের নির্দেশ ছাড়া ভবিষ্যতে অন্য কোনও নিয়োগ সংক্রান্ত চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না ৷ নির্দেশে তাঁদের 2018 সাল থেকে প্রাপ্ত সমস্ত বেতন ফেরত দিতেও বলা হয় ৷

আরও পড়ুন: অতিরিক্ত শিক্ষকের কী প্রয়োজন ? অর্থের অপচয় হচ্ছে, মন্তব্য বিচারপতি বসুর

এই নির্দেশের বিরুদ্ধে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া মামলায় বেতন ফেরতের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি হয় ৷ কিন্তু বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া বাকি সমস্ত নির্দেশ বহাল রাখা হয় ৷ সেই নির্দেশের বিরুদ্ধেই এদিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন ওই চাকরিহারারা ৷ উল্লেখ্য, 16 ফেব্রুয়ারি বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতীম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের শুনানিতে চাকরিহারাদের পক্ষে একাধিক যুক্তি তুলে ধরেছিলেন আইনজীবীরা । তাঁদের বক্তব্য ছিল, চাকরি কারা আইনসঙ্গত পথে পেয়েছে, আর কারা বেআইনি ভাবে পেয়েছে সেই প্রক্রিয়া এখনও তদন্ত সাপেক্ষে । তারমধ্যেই কেন চাকরিপ্রার্থীদের বক্তব্য না শুনেই, তাঁদের চাকরি থেকে বরখাস্থ করা হল সেই প্রশ্নও উঠেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.